ছোট্ট হলেও কার্যকরঃ Microsoft Security Essentials

যেদিন থেকে পিসি ইউজ করা শুরু করলাম, সেদিন থেকেই ভাইরাস নামক জিনিসটার সাথে পরিচয় । আর সেই সাথে এন্টিভাইরাস ও ! সেই তখন থেকেই একের পর এক এন্টিভাইরাস ব্যবহার করেছি (ফ্রী গুলো) কোনটাতেই কাজ হয়নি, কি এ্যভেস্ট বলেন, কি ম্যাকাফি আর কি এভিজি-একের পর এক সবই ট্রাই মেরেছি, কিছুই মনমত কাজ করে নাহ, বিশাল জায়গা নিয়ে ইন্সটল করার কিছুদিন পর থেকি আর ভাইরাস ধরতেই পারে নাহ ! মারা তো দূরে থাক ! উল্টা পিসিটাই স্লো করে দেয় ! আমি পার্সোনাল ইউজার, আমার দরকার নেই টাকা দিয়ে এন্টিভাইরাস ইউজ করার ।

তাই খুজতে থাকলাম একটা কাজের এন্টিভাইরাস । হটাৎ করে একদিন মাইক্রোসফট এর ওয়েবসাইট ঘুরতে ঘুরতে একটা নাম পেলাম "Microsoft Security Essentials" স্পেসিফিকেশন পড়ে দেখি ফ্রী ! সাথে সাথে ডাউনলোড দিলাম, নামিয়ে ইন্সটল করে নিলাম, সেই থেকে আজ অবধি আমার আর কোন কিছু ইনস্টল করার প্রয়োজন হয় নি ভাইরাস আটকানোর জন্য । এখনও আমার পিসি সুধু এই জিনিশটা দিয়ে চলে যাচ্ছে সুন্দরমতন । ইন্টারনেট থেকে হোক, পেন ড্রাইভ থেকেই হোক, আর সফটওয়ার থেকেই হোক-চট করে ভাইরাস কে পাকড়াও করে ফেলে সে । অনেক শান্তিতে আছি । আর জিনিশটা সাইজে খুবই ছোট-মাত্র ৭ মেগাবাইট এর মতন !

তাই যাদের দরকার, তাদের জন্য মাইক্রোসফট এর লিঙ্কটা দিলাম, নামিয়ে নিতে পারেন । জিনিশটার একটাই সমস্যা-ইন্সটল করতে গেলে সুধু জেনুইনিটি চেক করবে আপনার অপারেটিং সিস্টেমের । আজকাল বাজারে যেসব ডিভিডি পাওয়া যায়, ওগুলো ক্র্যাক করাই থাকে, তাই সমস্যা হওয়ার কথা নাহ ।  আরেকটা জিনিস, ইন্সটলেশন শেষ হবার পর সুধু অটো আপডেট টা অফ করে দিয়েন, নাহলে কিন্তু নিজে নিজে আপডেট করা শুরু করবে, আর আপডেট করলেই ক্র্যাকটা ধরা পড়ে যায় সবসময় ।  মনে থাকে যেন ! হ্যাপি টিউনিং !!

লিংঙ্কঃ http://www.microsoft.com/security_essentials/

Level 0

আমি asd wer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম প্রথম আমারও ভাল মনে হয়েছিল। কিন্তু এটা স্লো কাজ করে, মেমরীও অনেক বেশি খায়। এম্নিতে পিসির মধ্যে ভাল কাজ করলেও এর নেটওয়ার্ক সিকিউরিটির অবস্থা খারাপ। আমি এমন সমস্যায় পড়েছিলাম। পিসি অন করলেই একটু পর svchost.exe এক্সসেপ্সন খায়তো। ইয়েস/নো কিছু করলেই নেট চলে যেত, পিসি রিস্টার্ট দেয়া লাগত, আর কিছু না করলে দেখা যেত ৫ মিনিটে এমন ১৫-২০ টা উইন্ডো চলে এসেছে। কয়েকবার এক্সপি সেটাপ দিসি কাজ হয় নাই। একদিন Security Essentials ফেলে দিয়ে নর্টন ইন্সটল দিলাম। একটা এটাক ব্লক করলো। ঝামেলা মিটে গেল। এন্টিভাইরাস বানানোতে এমএস এর অভিজ্ঞতা কম, তাই এখনো এটাকে তেমন মানসম্মত করতে পারেনি।

    Level 0

    নতুন নতুন অনেকেই খেলায় নাম , লেখায়, তাই বলে কি সবাই ভাল করবে এমন কোন কথা আছে?

    হুম একমত @ লাকি ভাই

    লাকি ভাই, যার যেটা ভাল লাগে সেটা সেটা ব্যবহার করবে। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম মাত্র।

    রাসেদ ভাই, আপনার যেসব সমস্যার কথা বললেন, সেগুলো আর কারো কাছে শুনিনি, হতে পারে আপনার পিসিতে কোন কারনে এরকম ভয়াবহ সমস্যা করেছে, তবে এটা এন্টিভাইরাসের দোষ না রাসেদ ভাই, সেতু ভাই এর কমেন্ট টা পড়ে দেখতে পারেন, উনি যা যা বলেছেন ঠিক ই বলেছেন, তবে ফাইনাল চয়েস অবশ্যই আপনার। যেটা আপনার ভাল লাগে, সেটাই ইউজ করেন, আপনার পিসিটা ঠিক থাকলেই হল, পিসি একটু উলটাপালটা হলে কি যে লাগে, আমি জানি ! ভাল থাকবেন। শুভ রাত্রি !

    দোয়েত ভাই, আমিও কিন্তু প্রথমে এর অনেকবড় ফ্যান ছিলাম। কিন্তু ঐ নেটওয়ার্ক সিকিউরিটির বাজে অবস্থার জন্য ছাড়তে বাধ্য হই। আর গত ছয় মাসে অনেক আপডেট হতে পারে। কিন্তু কয়েকদিন আগে আমার দেখা আরো একজন ডাইহার্ড ফ্যান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওর পিসিতে দেখি পিসি চালু করলেই ৫০ মেগা র‌্যাম আর ৭০% এর কাছাকাছি সিপিইউ খাচ্ছে [কোরটুডুয়ো]। কি কারনে হচ্ছে তা ঠিক জানিনা। আমাদের পিসিতে অনেক সফটওয়্যার ইন্সটল করা থাকে। কম্পিউটার চালু করলে ৯৮টি সার্ভিস চালু হয় আর তার সবগুলায় গুরুত্বপূর্ণ। তাই হয়তো সবগুলারে রিয়েল্টাইল স্ক্যান করতে থাকে।

Level New

আমিও আমার উইন্ডোজ ৭ পিসিতে শুধু সিকিউরিটি এসেনশিয়ালই ব্যবহার করি। ১০০% সন্তুষ্ট আমি। রাসেদ ভাই যেসব সমস্যার কথা বললাম সেগুলা অন্তত গত ১/দেড় বছরে দেখিনি আমি।
আমি এই প্রোগ্রাম কিন্তু বিশ্বের মোটামুটি সব রেটিং এই ২০০৯ সালের সেরা এন্টিভাইরাসের খেতাব প্রাপ্ত।
আর প্লিজ ভাই আর যাই হোক এটা পিসিকে স্লো করে এই অভিযোগ করে অন্তত কোনো লাভ নেই মনে হয়। এর চেয়ে ফাস্ট কোনো এন্টিভাইরাস আর বোধোহয় নেই। ইন্টারনেটে বিভিন্ন রিভিউ/ বেঞ্চমার্কিং রিপোর্ট পড়লেই পরিষ্কার হবে ব্যাপারটা।
আর টিউনারকে ধন্যবাদ তার টিউনের জন্য। তবে একটু সংশোধনী আছে। সেটাপ ফাইল ৭ মেগাবাইট ঠিক আছে কিন্তু সেখানে কিন্তু কোনো ভাইরাস ডেফিনেশন নেই। আপনাকে সেটা ইন্টারনেট থেকেই আপডেট করতে হবে যার সাইজ ৫০+ মেগাবাইট। আর নিয়মিত আপডেট করা ছাড়া এই কার্যকারীতা অনেকাংশে কমে যেতে পারে।

    সেতু ভাই, আপনার মুল্যবান তথ্যের জন্য ধন্যবাদ। আর এন্টিভাইরাস ইন্সটল করলে সেটা তো আপডেট করতেই হবে, এইটা সবাই, জানে ভেবে আমি আর বলি নি! ভাল লাগলো আপনার কমেন্ট পড়ে। শুভরাত্রি !

আমিও এইটা ইউজ করি আমার জানা মতে এই এন্টিভাইরাস পিসিকে মোটেও স্লো করেনা,আর কাজও করে ভাল।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

এটা antivirus না malwarebytes এর মত, আর এটা এখনো beta ভার্সন। ভাল করে দ্খুন মাইক্রোসফ্ট এর ওয়েব-এ।