Bangla Hadith Software | বাংলা হাদীস সফটওয়্যার

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন নারহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-

আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি DBHT-(ডিজিটাল বাংলা হাদিস টিম)-কে পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন।

 

ইউনিকোড বাংলা হাদীস সফটওয়্যার “কপি”, “পেস্ট” করা যায়। সফটওয়্যারটি তিন ভাষা সম্বলিত।

 

সফটওয়্যারটির ভার্সন ০.৫ এ কি কি পাবেনঃ

  • - সম্পূর্ণ সহিহ আল বুখারী
  • – সম্পূর্ণ সহিহ মুসলিম
  • – ইবনু মাজাহ
  • – তিরমিযী
  • – আবূ দাউদ
  • – মুসনাদে আহমাদ
  • – হাদিসে কুদসী
  • – ইমাম নবরীর ৪০ হাদিস
  • – রিয়াযুস স্বলিহীন
  • – বুলুগুল মারাম
  • – আদাবুল মুফরাদ
  • – যঈফ ও জাল হাদীস সিরিজ
  • – শামায়েলে মুহাম্মাদিয়া
  • – হিসনুল মুসলিম

সুবিধা সমূহঃ

  • – মোট তিনটি ভাষায় (আরবী, ইংরেজী এবং বাংলা)
  • – উইন্ডোজের যে কোন ভার্সনে চলবে।
  • – সরাসরি ইংরেজি শব্দ দিয়ে সার্চ করতে পারবেন।
  • – অধ্যায় এবং অনুচ্ছেদ অনুসারে পড়ার সুবিধা
  • – ইমেইল, কপি-পেস্ট, ফেসবুক, টুইটার ইত্যাদি মাধ্যমে শেয়ার করার সুবিধা
  • – এবং হাদিস প্রিন্ট করা সহ আরও অনেক সুবিধা সম্বলিত।

ইউটিউবে আপলোডকৃত ভিডিওটি দেখুন। সহজেই বুঝতে পারবেন।

সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন (Version 0.5) [size - 58.3MB]

আর ভার্সন ০.৬টি কিনতে চাইলে যোগাযোগ করুন: [email protected] এই ই-মেইল ঠিকানায়

ভার্সন ০.৬ এ কি কি রয়েছে?

  1. সম্পূর্ণ সহিহ আল বুখারী
  2. সম্পূর্ণ সহিহ মুসলিম
  3. হাদিসে কুদসী
  4. ইমাম নববীর ৪০ হাদিস
  5. রিয়াযুস স্বালেহীন
  6. হিসনুল মুসলিম।
  7. ফতোয়া আরকানুল ইসলাম সহ হাজারো ফতোয়া বিভাগ সম্বলিত আকারে সাজানো হয়েছে
  8. দৈনন্দিন জীবন ঘনিষ্ট ইসলামী প্রশ্নোত্তর
  9. দেশ – বিদেশের আলেমগনের অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল ও অনুবাদ পাবেন।
  10.  ইংরেজিতে শায়খ সালেহ আল-মুনাজ্জিদের প্রায় ১৩,০০০ প্রশ্নোত্তর ও ফতোয়া পাবেন।
  11. বিভিন্ন ওয়েব সাঈট সফটওয়্যারের ভেতর হতে ভিজিট করতে পারবেন। (নেট কানেকশান থাকতে হবে)
  12. এন্ড্রয়েড এপস লোড ডিরেক্ট লিংক রয়েছে।

সুবিধা সমূহঃ

  1. এটা .exe format 0.6 version
  2. তিনটি ভাষায় হাদিস পড়তে পারবেন যথাক্রমে-আরবী,বাংলা ও ইংলিশ
  3. হাদিস খোঁজার জন্য শক্তিশালী সার্চ অপশন (বাংলা, ইংরেজী ও আরবীতে সার্চ দিতে পারবেন)
  4. সহিহ বুখারী, মুসলিম-এর তাখরিজ ও তাহকীক করা হাদিস
  5. হাদিস নেভিগেশন পয়েন্ট
  6. ইউনিকোড হাদিস কপি ও পেষ্ট করা যাবে বিভিন্ন ওয়েব সাইট ও সোশাল ওয়েব সাইটের জন্য
  7. হাদিস সহজে প্রিন্ট করা যাবে
  8. মিনিমাম sp3, 7, 8 Dual core- এর সাপোর্টেড প্রসেসর লাগবে
  9. কোন আলাদা সাপোর্টেড সফটওয়্যার লাগবেনা
  10. ১৭,০০০-এর বেশি হাদিস
  11. দেশ- বিদেশের আলেমগনের হাজারো মাসলা-মাসায়েল ও আপনার জিজ্ঞাসার উত্তর পাবেন।
  12. ফেসবুক সহ শেয়ারিং বাটন পাবেন।
  13. প্রতিটি অধ্যায় ও অনুচ্ছেদের জন্য বিস্তারিত নেভিগেশন লিংক পাবেন যার ফলে অতি দ্রুত সুনিদ্দিষ্ট হাদিসে পৌছাতে সক্ষম হবেন।
  14. ট্যাগ করা হাদিস পাবেন
  15. ডোনেশানের জন্য একাউন্ট পাবেন। আরো বহু মাল্টি ফাংশান রয়েছে....

বাংলা হাদীস সফটওয়্যার (এনড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য

অ্যাপ্সটি ফ্রি ডাউনলোড করুন

সফটওয়্যারটি ইনস্টল করতে সর্বনিম্ন এনড্রয়েড ভার্শন লাগবে ৪.০।

কৃতজ্ঞতায়: হাদীস বিডি ও ইসলাম জানুক  ডিজিটাল বাংলা হাদীস টিম

সৌজন্যে: ইসলামের আলো বিডি

Level 2

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আলহামদুলিল্লাহ ।

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ।

ভাই, 0.6 ভার্সনটি ফ্রি দিলে ক্ষতি হত কি? বরং ছোয়াবের কাজ হতো। আপনি কষ্ট করেছেন ঠিক আছে । কিন্তু এর ফল তো আল্লাহ আপনাকে দেবেন। ভাই 0.6 টি ও ফ্রি দিন।

    ভাই ডিজিটাল বাংলা হাদীস টিম যেটা প্রকাশ করেছে আমিতো সেটাই প্রচার করছি।
    তাই আমার হাতে কিছুই নেই।

ধন্যবাদ ভাইয়া

    টিউমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ ।এ রকম একটি সফটওয়ারের পাওয়ার আশা ছিল।

    আপনাকেও ধন্যবাদ। ইসলামের আলো বিডি-র সাথেই থাকুন।