আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে আশা করি এই পবিত্র সিয়াম সাধনার সবাই ভালই আছেন। অনেক দিন ধরেই টেকটিউনস এর সাথে আছি কিন্তু কখনও সাহস করে টিউনস করা হয়নি। এর দুটি কারন আছে এক হলো 'মন সাহস' ভাল হবে কি এই আর কি আর দ্বিতীয় হলো 'সময়ের ব্যস্ততা '। যাই হোক অনেক ক্ষন ধরেই বকবক করা হচ্ছে এবার কাজের কথাই আসা যাক প্রমথ টাউনেই বেশি বকবক করার জন্য দুঃখিত।
গত কয়েকদিন আগে চিন্তা করলাম এবার রোজার জন্য একটা সফটওয়্যার বানাবো কানতু কাজ শুরু করতে পারলাম না মিডর্টাম এক্সজামের কারনে। গত দুইদিন আগে মিডর্টাম শেষ হলে কাজ শুরু করি এবং আল্লাহ রহমতে গত দুইদিনের টানা পরিশ্রমে আজ কাজ শেষ করতে পারি তাই সফটওয়্যারটি রিলিজ করি।
RAMADAN-2015 মূলত একটি ইসলামিক সফটওয়্যার। সফটওয়্যারটাতে যেসব ফিচার রয়েছে সেগুলো হলোঃ
# সম্পূর্ণ বাংলা এবং আকর্ষনীয় ইন্টারফেস
# সেহরী ওইফতারের দোয়া
# সেহরী ওইফতারের সময়সূচি
# রমজানের ৩০ রোজার দোয়া
# রোজা ভঙ্গের কারনসমূহ
# লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্বপুর্ণ সম্পর্কে আলোচনা
# ৩০ পারা কোরআন তেলোয়াত
# অনলাইনে ইসলামিক ওয়েবসাইট ভিউয়ার
# আপডেট চেকার
# এছাড়াও আরো অন্যান্য গুরুপুর্ণ বিষয় ...
মিডিয়া ফায়ার লিংকঃ
ড্রপবক্স লিংকঃ
মেগাফাইল আপলোড লিংকঃ
*সফটওয়্যারটির বেশ কিছু কন্টেন বেশ কিছু ওয়েবসাইট থেকে নেয়া।
এই সফটওয়্যারটিতে কোন ভূল ত্রটি থাকলে আমাকে জানালে আমি অনেক খুশি হবো এবং পরবর্তীতে তা সংশোধন করার চেষ্টা করব।
সর্বোপরি আমার জন্য দোয়া করবেন এবং সফটওয়্যারটি কেমন হয়েছে তা টিউমেন্টের মাধমে অবশ্যই জানাবেন।
সবশেষে সবার সুস্থতা ও সালাম জানিয়ে এবং আল্লাহর কাছে এক মাস সঠিক ভাবে রোজা রাখার তৌফিক চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।।।
পোষ্টটি পূর্বে আমার বল্গে প্রকাশিত হয়েছে।
বিঃদ্রঃপোষ্টটি গত শুক্রুবার লিখে ছিলাম কিন্তু কোন ত্রুটির কারনে হয়তো বা প্রকাশিত হচ্ছিল না।
আমি মারুফ শাহরিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
'"প্রযুক্তি প্রেমিক"''''"22
Nice work bro.thanks