আপনার পিসি কে গতিশীল করুন “এ্যাডভান্সড সিস্টেম কেয়ার” দিয়ে। ট্রায়াল কিংবা ক্র্যাক নয় ৩৬৫ দিনের প্রফেশনাল লাইসেন্স সহ। একদম ফ্রী।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে যেটা নিয়ে লিখতে বসেছি তা হল আপনার পিসির পারফরমেন্স বাড়ানোর জন্য একটা দারুন সফ্‌টওয়্যার "Advanced System Care Professional 3.7.2" নিয়ে।

এর পুর্বে মুল্য ছিল ২৯.৯৫ $ যেটা বর্তমানে ১২.৯৫$. তবে এখানে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি তা কোন ক্র্যাকড ফাইল নয়। এটা সম্পুর্ন বৈধভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা প্রথমেই জেনে নেই এটি আসলে কি? আমি এ্যাডভান্সডদের বিরক্ত না হতে আহবান করছি। আমি আসলে সহজতর করে আমার পোষ্ট গুলো দেওয়ার  চেষ্টা করি তাই অনেকেই বিরক্ত হতে পারেন। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আপনার যে যে কাজে আসবে তাহলঃ এর সাহায্যে আপনি আপনার কম্পিউটারের গতি অনেকাংশে বাড়াতে পারবেন।

এতে যা যা  আছেঃ

উইন্ডোজ এর রক্ষনাবেক্ষনঃ

১.স্পাই ওয়্যার রিমুভাল [স্ক্যান করে কম্পিউটার থেকে স্পাই ওয়্যার ও এ্যাড ওয়্যার রিমুভ করে]
২.রেজিস্ট্রি ফিক্স [রেজিস্ট্রি ক্লিন করে পিসি-র কার্যক্ষমতা বৃদ্ধি করে]
৩.প্রাইভেসি সুইপ [কম্পিউটারের এবং ব্রাউজারের হিস্ট্রি রিমুভ করে]
৪.জাঙ্ক ফাইল ক্লিন করে ড্রাইভের জায়গা বাড়ায়।

টিউন-আপ (উইন্ডোজের কর্মদক্ষতা বৃদ্ধির এ্যাডিশনাল কিছু টুল)

১. ডিস্ক ক্লিনার
২. ডিস্ক ডক্টর
৩. ফাইল শেডার
৪. গেম বুস্টার
৫. ইন্টারনেট বুস্টার
৬. স্মার্ট ডিফ্রাগমেন্টার
৭. নেটওয়ার্ক মনিটর
৮. রেজিস্ট্রি ডিফ্রাগ
৯. স্মার্ট র‍্যাম (র‍্যামের স্পেস বৃদ্ধি করে)
১০. সর্টকাট ফিক্সার
১১. আর IObit security 360


নিরাপত্তার জন্য আছেঃ

১. ড্রাইভার ব্যাকআপ
২. IE সিকিউরিটি এ্যাসিস্টান্ট
৩. সিস্টেম ব্যাকআপ
৪. সিস্টেম ফাইল চেকার

এ্যাডমিন টুল হিসেবে আছেঃ

১. অটো শাট ডাউন
২. ক্লোনড ফাইল ফাইন্ডার
৩. কন্টেক্সমেনু ম্যানেজার
৪. ডিস্ক এক্সপ্লোরার
৫. রিস্টোর সেন্টার
৬. IObit আন ইন্সটলার
৭. স্টার্ট আপ ম্যানেজার
৮. সিস্টেম ইনফরমেশন
৯. উইন্ডোজ ম্যানেজার

আরও আছে
১. সিস্টেম অপটিমাইজেশন (সিস্টেম রিপেয়ার ও অপ্টিমাইজ করে)
২. সিকিউরিটি ডিফেন্স (কম্পিউটারে ক্ষতিকর স্পাইওয়্যার ইন্সটল হওয়া থেকে বিরত রাখে)
৩. ডিস্ক ডিফ্রাগমেন্ট
৪. সিকিউরিটি এনালাইজার (উইন্ডোজের হাইজ্যাকড সেটিংস পুনরুদ্ধার করে)

এবার আসি লাইসেন্স প্রসঙ্গেঃ  "Advanced System Care Professional 3.5" ভার্সনটি IObit এর ৫ম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের জন্য বিনামুল্য ১ বছরের লাইসেন্স কি উপহার হিসেবে দিয়েছিল। এবং ২৪ ঘন্টার এই অফারের খবর অনেকেই জানতেন না। অই অফারে শুধু মাত্র ইমেইল আই ডী দিয়েই ফ্রী ডাউনলোড ও এক বছরের ফ্রী লাইসেন্স পাওয়া গিয়েছিল এবং পরদিন-ই অই লিঙ্ক সরিয়ে ফেলা হয়। কিন্তু তাদের সার্ভারে তা থেকেই গেছে। আর মজার ব্যাপার হল আমি পরিক্ষার জন্য নিজেই দুটি কম্পিউটার থেকে আলাদা দুটি ইমেইল আই ডি দিয়ে দেখলাম তারা একই ডাটা প্রদান করে। তারপর আমার বন্ধুদের কে আমি এটা ব্যবহারের জন্য দেই এবং তারা খুব ভালোভাবেই এটি ব্যবহার করছে আর আমি নিজেওতো ব্যবহার করছিই! এটা ৩.৫ এর জন্য দেওয়া হলেও ৩.৭.২তে ঠিক মতই কাজ করছে। আর বড়ো ব্যাপার হল এটি পাইরেসি বা ক্র্যাক নয়। যাইহোক এখান থেকে ডাউনলোড করুন মাত্র ৮.৪৫মেবা।

আর এই ডাটা ব্যবহার করে প্রফেশনাল করে নিন

কপি পেষ্ট করে ব্যবহার করুন।

বিস্তারিত প্রক্রিয়াঃ

১. আপগ্রেডে ক্লিক করুন।

২. এন্টার লাইসেন্স নাউ তে ক্লিক করুন।

৩.  এটি ব্যবহার করুন

এটি ডাউনলোড করে নিন।

জানিনা কেমন লাগল আপনাদের। সবাই ভাল থাকবেন, এই কামনায় আজ এই পর্যন্তই। ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায়।আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেননা। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকারি এবং সুন্দর টিউন করলেন ভাই ।

Level 0

উপকারী সফটওয়্যার । আমি বহুদিন ধরে এটি ব্যবহার করি । নতুন লাইসেন্স কোড এর জন্য ধন্যবাদ । আবার এক বছরের জন্য নিশ্চিন্ত হলাম ।

    এই সিরিয়াল ভাই IObit-এর অফিসিয়ালি ডিস্ট্রিবিউটেড তাই হয়ত এটা আজীবনও চলতে পারে!!! এই সিরিয়াল আর ইউজার নেমটি আনলিমিটেড কম্পিউটারে থাকলেও কোন চিন্তা নেই। কারন এটা সার্ভারে ফ্রী হিসেবেই আছে। যে কেউ এটি ইন্সটল ও ব্যবহার করলে IObit- ভাববে তারা এটি ওই ২৪ ঘন্টার প্রোমশনেই ডাউনলোড ও ব্যবহার করছে। 🙂 😉

ভাল ও কাজের টিউন,
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।
তবে টিউনে নাকি সরাসরি সিরিয়ার কি দেয়ার নিয়ম নাই,আশা করি খেয়াল রাখেবেন।

অনেক ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

অনেক ধন্যবাদ সুন্দর টিউনের জন্য কিন্তু আপনার ডাউনলোড লিঙ্ক কাজ করে না এখান থেকে ডাউনলোড করুন http://dw.com.com/redir?edId=3&siteId=4&oId=3000-2086_4-10399324&ontId=2086_4&spi=ca80a17bd77736f05b37e45c04c0b3d7&lop=link&tag=tdw_dltext&ltype=dl_dlnow&pid=11630197&mfgId=6271865&merId=6271865&pguid=B2undAoOYJEAAFv7vswAAAAT&destUrl=http%3A%2F%2Fdownload.cnet.com%2F3001-2086_4-10399324.html%3Fspi%3Dca80a17bd77736f05b37e45c04c0b3d7

এ ধরনের টিউনের জন্য সবাই টেকটিউন্সকে এত ভালবাসে।

টিউনের জন্য ধন্যবাদ

লাইসেন্স কী তো কাজ করছেনা ?

    ভাইয়া কাজ করবে। চেষ্টা করে দেখুন আমি নিজে ব্যবহার করেছি আর বন্ধুদেরকেউ দিয়েছি। একজনের শুধু প্রথম বার সমস্যা হয়েছিল কিন্তু পরের চেষ্টাতেই ঠিকঠাক চলছে।

ব্যবহার করছি। কিন্তু এইটার চেয়ে আমার সিক্লিনার ভাললাগে। আগে যদিও এইটা না হলে চলতেই পারতাম না, ক্র্যাক করা ভেজাল লাগে

worked.
i like ur tune.

Level 0

Bro ami ai software ar somporke tamon kisu janina. Ati install korar por ata ki automatic kaj korbe naki amar manually kisu kora lagbe. Tell me plez……………………………