আসসালামু আলাইকুম।
আমরা বিভিন্ন size এর ফাইল আদান প্রদান করি। ছোটখাটো ফাইল পাঠানোর সময় GMAIL, Google Drive অথবা DropBox ব্যবহার করি। কিন্তু বড় ফাইল আদান প্রদান এর সময় দেখা দেয় যত সমস্যা। তখন ফাইল পাঠানোর ওপর size limit দেয়া থাকে। ফলে বড় ফাইল পাঠাতে দুর্ভোগ পোহাতে হয়।
তাই এখন ফাইল আদান প্রদান এর নতুন মাধ্যম হচ্চে infinit । infinit এর মাধ্যমে আমরা ফাইল পাঠাতে পারব কোনো Limit ছাড়া।
infinit হচ্ছে ফাইল আদান প্রদান এর একটি মাধ্যম। infinit ফাইল sharing এর সবচেয়ে সহজ পদ্ধতি। এ software দিয়ে ফাইল পাঠানো সহ আরো অনেক সুবিধা পাওয়া যায়।
যেখানে Google Drive, Dropbox এ ফাইল sharing এ 1GB, 25MB এর মত Limit থাকে সেখানে infinit এ কোনো Limit ছাড়া ফাইল পাঠানোর সুযোগ। এটি ব্যবহার করা অনেক সোজা। তাই এটি দ্রুত file sharing এর খুব সহজ মাধ্যম।
Google Drive এ ফাইল পাঠাতে আগে Cloud Storage এ Upload দিতে হয়। কিন্তু infinit এ সরাসরি Client এর কাছে সব চেয়ে কাছের Network দিয়ে ফাইল যায়। তাই File Transfer খুব দ্রুত হয়।
File Transfer এর Speed 50% বেশি । যদিও Speed আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করে। যদি Client খুব কাছাকাছি থাকে বা একই Network বা Wifi এর ভেতর থাকলে সবচেয়ে দ্রুত File Transfer হবে।
infinit দিয়ে পাঠানো media ফাইল Transfer complete হয়ার আগে stream করা যাবে। অর্থাৎ Client ফাইল পাওয়ার আগে ফাইল দেখতে পারবে।
আমাদের net connection সবসময় থাকে না। মাঝে মাঝে চলে যায় । তাই যদি ফাইল Transfer এর সময় net connection কোনো কারনে off হয়ে যায় তবে File Transfer cancel হবে না। Pause হয়ে থাকবে। যখন net connection আবার আসবে তখন File Transfer start হয়ে যাবে।
ফাইল send করা বা receive করা খুব সহজ। Drag & Drop করা যায়। এমনকি Folder Drag করে send করা যায়। এ option আর কোনো application এ পাওয়া যাবে না।
File Transfer এর আরেক অসুবিধা security সমস্যা। infinit এর point-to-point encryption আপনার File transfer কে রাখে সুরক্ষিত।
যদিও hack হবে না এরকম কোনো guarantee নেই। তারপরও এর security এর উপর আস্থা রাখা যায়। কারন অন্যান্য Application এ প্রথমে Cloud এ ফাইল Upload দিতে হয়, infinit সরাসরি Client এর নিকট ফাইল Transfer করে। তাই আপনার ফাইল থাকে নিরাপদ।
এছাড়াও infinit এর নিজস্ব Cloud Server এ ফাইল Upload করে এর Download Link পাওয়া যাবে।
infinit পাওয়া যাবে Windows, Mac, Linux, Iphone এবং Android এর জন্য।
infinit এর Official Download Link : এখানে
আশা করি এ software টি আপনাদের কাজে আসবে। 😀 😀 😀
আমি নিহাল বেগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nyc thnx bhaia.