সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শুরু করছি। আশা করি সাবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আর তাই Android বিষয়ক আরও একটি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই টিউনে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো অনেক সুন্দর ৩টি প্রিমিয়াম ক্যামেরা অ্যাপস এর সাথে। বর্তমান সময়ে Android ফোন গুলোতে ভালো মানের ক্যামেরা থাকার কারনে, অনেকেই ফোন দিয়ে ফটোগ্রাফি করতে চেষ্টা করেন, আর আমিও আপনাদের দলে। তাই যারা Android ফোন দিয়ে ভালো মানের ছবি তুলতে চান, এই অ্যাপস গুলি তাদেরকে ভালো মানের ছবি তুলতে সহযোগিতা করবে। তবে চলুন দেখেনেই অ্যাপস গুলো।
স্ন্যাপ ক্যামেরা এইসডিআর (Snap Camera HDR):–
স্ন্যাপ ক্যামেরা এইসডিআর অনেক সুন্দর ক্যামেরা অ্যাপস Android ফোনের জন্য। এই অ্যাপসটিতে রয়েছে কিটক্যাট ক্যামেরার ইন্টারফেস। চলুন দেখেনেই অ্যাপসটির প্রধান বৈশিষ্ট সমূহ।
•Touch to focus •Pinch to zoom •Swipe to review •Long press to adjust photo settings with the photo controller •Colour and Contrast
•Silent Shutter •Burst Mode •Self Timer •Stable Shot •Panorama mode •Flash mode •Whitebalance •Exposure •Grid lines •Fast picture mode
•HDR •Picture and Video Size •Scene mode •Self Timer delay •Burst Mode settings •Time Lapse •Still and Video Focus Modes •JPEG Quality
•Effects •ISO •Anti-banding •Scene Detection •Video Bitrate, Format and Codec •Audio Settings •Add colour effects •Add a border
•Crop, Rotate, Mirror •Straighten •Add image effects •Histogram Modification •Vignette সহ আরও অনেক কিছু।
size: 470 kb
স্ন্যাপ ক্যামেরা এইসডিআর দিয়ে আমার তোলা একটি ছবি
ক্যামেরা প্লাস গ্যালারী প্লাস প্রো কিটক্যাট (Camera+ Gallery+ Pro KitKat):-
ক্যামেরা প্লাস গ্যালারী প্লাস প্রো কিটক্যাট অ্যাপসটি রয়েছে সম্পূর্ণ কিটক্যাট ইন্টারফেস ক্যামেরা এবং গ্যালারী। এই অ্যাপসটিও অনেক সুন্দর। তাহলে চলুন দেখেনেই এই অ্যাপসটির প্রধান বৈশিষ্ট সমূহ।
•3 modes: camera, video recorder & panorama •Silent mode (no shutter sound, might not work on some devices) •Live FX photos: 12 effects
•Pinch to zoom •Configurable volume keys •Wide screen pictures •Picture quality setting (low/medium/high/ultra)
•Configurable storage source (Internal/SD card) •Timer •Scene mode •Guidelines •Video/Audio quality configurable
•Ultra fast photos & videos viewer •Configurable thumbnail size •Grid view/Filmstrip view •Hide unwanted folders
•Slideshow mode •High quality photo editing •New filters and borders সহ আরও অনেক কিছু।
“ডাউনলোড লিংক”
size: 5.1mb
ক্যামেরা প্লাস গ্যালারী প্লাস প্রো কিটক্যাট দিয়ে আমার তোলা একটি ছবি
ডিএসএলআর ক্যামেরা প্রো (DSLR_Camera_Pro):-
ডিএসএলআর ক্যামেরা প্রো অনেক দারুন একটি অ্যাপসটি। ডিএসএলআর ক্যামেরার ইন্টারফেস রয়েছে এই অ্যাপসটিতে। তাহলে দেখেনেই এই অ্যাপসটির প্রধান বৈশিষ্ট সমূহ।
•two-state shutter button – press to focus, release to take a shot •moveable viewfinder – to set focus-area anywhere you want •ISO
•live histogram •exposure compensation •geotagging •flash mode – auto, on, off, torch •light metering mode – matrix, center-weighted, spot
•autofocus mode – single, continuous, face-detection etc. •white balance •drive mode: single, burst, timer etc •color effects
•scenes – portrait, landscape etc •grids: rule of thirds, golden ratio etc. •volume keys as shutter buttons •front-facing camera support সহ আরও অনেক কিছু।
“ডাউনলোড লিংক”
size: 3.9 mb
ডিএসএলআর ক্যামেরা প্রো দিয়ে আমার তোলা একটি ছবি
আমি সন্দ্বিপ কুন্ডু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।