আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে পেয়ে গেলাম প্রথম থেকে দশম শ্রেনী পযন্ত সকল টেক্সটবুক পিডিএফ মোডে ডাউনলোডের একটি লিংক। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারোও যদি কাজে লেগেই যায়। আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্নপত্র করার দরুন প্রচুর পরিমানে ডাটা এন্ট্রির কাজ করতে হয়। ইংরেজী লিখার ঝামেলা নেই কারন এটা পাঁচ মিনিটেই শেষ। কিন্তু সৃজনশীলের এই যুগে এসে প্রশ্নপত্র কম্পোজ করতে গিয়ে আমার বারোটা বাজার অবস্থা। এখন যদি সকল বই এভাবে আমার পিসিতেই থাকে তবে কিছুটা হলেও কপি পেষ্ট করে চালানো যাবে।
আপনাদের যদি আরোও এরকম পাঠ্যবই সম্পর্কে জানা থাকে বিশেষ করে মাদ্রাসার বই তবে লিংকটি শেয়ার করুন। আমার উপকারে লাগবে।
বইগুলো ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে।
http://nctb.gov.bd/book.php?cat=4&subcat=35
ক্লাশ ওয়ান থেকে ক্লাশ টেন পযন্ত সকল বই আছে।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
যদিও আগে একবার এইরকম একটি টিউন হয়েছিল
তারপরও আপনাকে ধন্যবাদ