সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে
শুরু করছি আজকের টিউন। আসসালামু আলাইকুম। কেমন আছেন
সবাই ? আশা করি ভালই আছেন।
এটা আমার আমার ৩য় টিউন!
তাই কোন ভুল-
ত্রুটি থাকলে আমাকে মাফ করবেন।
প্রথমেই টেকটিউনসকে অসংখ্য ধন্যবাদ
জানাচ্ছি আমাকে এই সাইটে লেখা-
লেখির সুযোগটা করে দেওয়ার জন্য।
রেফারেল লিনক ব্যবহার করার কারনে আগের দুইটা টিউন কেটে দিয়েছে। তাই এই টিউনে কোন রেফারেল লিনক নাই তাই টিউনা ডিলিট করবেন না প্লিজ।
যাহোক আর কথা বাড়াচ্ছি না।
সরাসরি কাজের কথায় চলে যাই।
রমজান ক্যালেন্ডার এপ্লিকেশনটি
আপনাকে
প্রতিদিনের সেহরী এবং ইফতারের
সময় পেতে
সাহায্য করবে।
এই অ্যাপটিতে যেসব বিষয় অন্তর্ভুক্ত
করা
হয়েছে সেগুলো হলঃ
১। রমজান ক্যালেন্ডার ২০১৫
২। রোজার নিয়ত।
৩। রোজা ও ইফতারের দোয়া।
৪। বিভিন্ন ধরনের রোজার বিবরণ।
৫। রোজার ফজিলত।
৬। রোজা ভঙ্গের কারণসমূহ।
৭। তারাবীহ নামাজের নিয়ত ও
তারাবীহ নামাজের
নিয়ম সমূহ।
৮।
ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,বরিশাল,খুলন
ও
সিলেট বিভাগ এবং পার্শবর্তী
জেলার সময়সূচী
অন্তর্ভূক্ত রয়েছে।
৯। সম্পূর্ণ অ্যাপটি বাংলায় দেখা
যাবে।
১০। অ্যাপটিতে টাইমার রয়েছে।
নিচের লিনক থেকে Download করে
নিন।
Ramadan Calender
2015.apk
আশা করি, রমজানের উপর ভিত্তি করে
বানানো এই
অ্যাপটি ব্যবহার করে আপনারা
পবিত্র রমজান এবং
সকল রোজাসমূহ সঠিক পন্থায় রাখতে
পারবেন।
এবং সঠিক ভাবে রোজা রাখতে পারবেন।
অ্যাপটি ব্যবহার করার জন্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ফেসবুকে আমিঃ
আমি পিয়াস রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dhonnobad bhaia.