আসসালামু আলাইকুম।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।আশা করি সবাই ভালো আছেন।
বিদেশি ভাষা শিখার যাদের আগ্রহ রয়েছে বা ভাষা শিখার চেষ্টা করে যাচ্ছেন। তাদের জন্য সে ভাষার ডিকশনারী একান্ত জরুরী।
আমরা যারা একটু আধটু আরবি বিষয়ে ইন্টারেস্ট ফিল করি তারা বিভিন্ন সময়ই একটি Arabic To Bangla ডিকশনারীর প্রয়োজনে গুগল মামাকে ডিস্ট্রাভ করি, এন্ড্রয়েড এর জন্য এজাতীয় অনেক এপ্স তৈরি হয়েছে। যেগুলো অনেক ইউসফুল। তবে যারা কম্পিউটার Professional রয়েছেন তাদের অনেক সময় কম্পিউটারে বসেই অনেক বই ম্যাগাজিন পড়তে হয়। বিশেষ করে যারা ধার্মিক বা ধর্ম নিয়ে পড়াশুনা করেন তাদের বেলায় অনেক সময় লেখার ফাকে কোন একটি দুটি আরবি শব্দ এসে গেলে Online এ যাওয়া ছাড়া উপায় থাকে না। আমিও এমন অনেক ঝামেলায় পড়তাম। তখন থেকেই একটি আরবি-বাংলা বা বাংলা-আরবি ডিকশনারী খুজতে থাকি। অনেক খুজে Desktop এর জন্য এটি খুজে পেলাম। তাই আপনাদের জন্যও এর একটি কপি নিয়ে এলাম।
তাহলে এখান থেকে প্রথমে কপিটি ডাউনলোড করে নিন।
ইনস্টল পদ্ধতিঃ
সাভাবিক সফটওয়্যার ইনস্টল করার মতই সাধারণ পদ্ধতিতে Next আর Accept agreement করেই ইনস্টল করে ফেলতে পারবেন। তবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইনস্টল শেষ হওয়া পর্যন্ত ইন্টারনেট কানেক্শন থাকতে হবে। ভাল স্পিড থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ফিনিশ হয়ে যাবে।
বন্ধুরা টিটিতে এটিই আমার প্রথম টিউন। তাই আশা করব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
خزاكالله خيرا، يا اخي