FRAPS Review ও ফ্রি ডাউনলোড লিঙ্ক !

FRAPS free download
আসসালামু আলাইকুম,
আপনাদের জন্য আনলাম FRAPS রিভিউ ও ডাউনলোড লিঙ্ক।
গেমের মধ্যে স্ক্রিন শট নিতে পারছেন না?ধরুন ফার ক্রাই ৩ খেলছেন,ফুল কনফিগে...
পাহাড়ের ওপর দাঁড়ালেন,
খুব ভালো লাগলো দৃশ্যটা।ভাব্লেন,একে ওয়ালপেপার বানালে কেমন হয়?
এজন্ন Fraps!

গেমের ভেতর,বাহিরে সবখানে একটি হটকি চেপেই স্ক্রিনশট নিতে পারবেন।
এছাড়া এতে আছে Benchmarking tool,Screen Videographer(গেমের মাঝে ভিডিও করতে),FPS tools
ফ্রাপ্স [FRAPS],সবচেয়ে বহুল ব্যবহারকৃত সফটওয়্যার।
অবশ্য ব্যান্ডিক্যাম একই হ্যারি, খুবই বেশি ব্যাবরিত হয়।
ডাউনলোড করুন এখানে

অথবা এখান থেকে ডাউনলোড করুন,
তবে ভিডিও মেকিং করতে এটা না ব্যবহার করতে বলবো।
কেননা এটার একেকটা ভিডিও প্রায় ১০ মিনিট করলেও ২ জিবি হয়ে যায়।
স্ক্রিন শট  তবে ভালই নেয়।
৪ টি ফরম্যাট করে স্ক্রিন শট নেয়া যায়।
যেমন, jpg, png, bmp ও tga .
jpg ফরম্যাট করে তুললে ৫০০ কেবি হবে।
bmp ফরম্যাট করে তুললে ১ এমবি।
png ফরম্যাট করে তুললে ২ এমবি হতে পারে।
tga ফরম্যাট করে তুললে ৪ এমবি হতে পারে।
তবে ভিডিও করলে কেবল .avi ফরম্যাট করে তুলতে পারবেন।
তবে ফ্রেম রেট আপনার ইচ্ছা মত দিতে পারবেন।
যেমন ৬০,৭০, ১০০, ৩০ fps ইত্যাদি ইত্যাদি।
আমার এখনো ৩০ ওয়ার্ড লেখা বাকি।
কি লিখব বুঝতেসি না?
আরও ২০ ওয়ার্ড।
আবার আরও ১০ ওয়ার্ড বাকি।
আচ্ছা, আজ যাই, পরের টিউনে আবার দেখা হবে।
খোদা হাফেজ।
আমার ব্লগ, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ক্লিক করুন।

Level New

আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা আমারো আছে, কিন্তু recording অথবা screenshot নিতে পারিনা | f8 চাপলে কাজ করেনা |

    আপনার ফ্রাপ্স ওপেন করুন। তারপর বিভিন্ন ট্যাব গুলো থেকে হটকি সেটআপ করে নিন ।

জেনে রাখলাম