নিয়ে নিন চমৎকার একটি এনিমেশন তৈরির সফটওয়ার “Scratch” !

স্ক্র্যাচ কি?

স্ক্র্যাচ আসলে একটি এনিমেশনের প্রোগ্রাম তৈরির সফট। খুবই সহজ প্রোগ্রাম এটি। ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম।

কিভাবে ব্যবহার করবো?

এটা আপনি ব্যবহার করলেই বুঝবেন কতটা সহজ একটি প্রোগ্রাম এই স্ক্র্যাচ।

আপনি খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। কিছু না বুঝলে মেনুর Want Help? বাটনে ক্লিক করে Getting Started এ যান।

কাদের জন্য?

স্ক্র্যাচ সফটটি মূলত বিগিনারদের জন্য। তবে আপনি যদি প্রোফেশনাল হন তবে প্রফেশনাল কাজেও এটি ব্যবহার করতে পারবেন।

কি বানাতে পারবেন?

স্ক্র্যাচ দিয়ে সাধারণ এনিমেশন ছাড়াও বানাতে পারবেন বেশ কিছু  মজার মজার জিনিস।

তবে গেমস দেখে ভাববেন না এটা দিয়ে আপনি গেম ডেভেলোপার হতে পারবেন। এটা দিয়ে শুধু একটু গেম টাইপের দু-একটা মূলত: এনিমেশনই বানানো সম্ভব। তবে আপনার মেধার উপরই সবকিছু নির্ভর করবে।

ডাউনলোড

আপনার কাছে বিজয় ৫২ এর সিডি থাকলে সিডির মধ্যে সফটটি পাবেন। না থাকলে ডাউনলোড করুন- http://www.datafilehost.com/d/5d86d0d5 এখান থেকে।

কেমন লাগলো?

এই সফটটি কেমন লাগলো আপনার? অবশ্যই ব্যবহার করে জানাবেন। এই টিউনটি সম্ভবত একটু সংক্ষিপ্ত হয়ে গেলো। আসলে পরীক্ষা চলছে বলে বেশি সময় পাচ্ছি না। ভবিষ্যতে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।

আবার আসিবো ফিরে

আজকের মত এখানেই এই টিউনের সমাপ্তি। অনেক অতিরিক্ত কথা দিতে হলো ২০১ শব্দ বানাতে। যাহোক ভবিষ্যতে আশা করি মূল বিষয় নিয়েই ২০০ শব্দ লিখবো।

Level New

আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস