Techtunes পরিবারের সকল কে আমার সালাম জানাই।
আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন।
অনেক দিন ধরে ভাবছি যে কি নিয়ে tune করা যায়। তার পর খুজতে খুজতে আজ এক টা Software পাইয়া গেলাম।
অনেক দিন পর এক টা Software আপনাদের জন্য নিয়ে আসলাম।
আশা করছি আপনাদের অনেক ভাল লাগবে।
Software টি ছোট কিন্তু বেশ ভাল লাগার মত ( যারা Graphics এর কাজ করতে অনেক পছন্দ করেন) Software Share করব,
তা দিয়ে অনেক সহজেই নিজের ইচ্ছে মত Vector Background তৈরি করতে পারবেন। আমি Software check করার Jonno একটি Vector Background একটি তৈরি করেছি।
আর Use করতে পারবেন।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন প্রথমে Software Download করে নেয়া যাক।
Software টি অনেক ছোট মাত্র 4.89 MB.
এখান থেকে Software টি Download করে নিন। Normally Install করুন। Activation Key দিয়া আছে
Active করুন আর Enjoy করুন। Software টি Use করা ও অনেক সহজ। যে কেউ অনেক সহজে সুন্দর সুন্দর Background তৈরি করতে পারবেন।
কোন Problem মনে করলে আমায় জানাতে পারেন। Facebook এ আমি।
.২০০ শব্দ পুরন করতে গিয়ে অনেক এলো মেলো কথা লিখা ফেললাম। কিছু মনে করবেন না Please।
তার পর ও ২০০ শব্দ পুরন হয়তেসে না। কি যে করি বুঝতে পারতেছি না।
কার যদি এই Problem er Solution জানা থাকে জানালে উপকৃত হতাম।
ধন্যবাদ।সবাই অনেক ভাল থাকবেন।
আমি ফিরোজ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx