আমাদের অনেক সময়ই টিউটোরিয়াল তৈরী করতে হয় বা ডেস্কটপ এর ভিডিও স্ক্রীন শুট নিতে হয়। টিউটোরিয়াল তৈরী বা ডেস্কটপ এর ভিডিও স্ক্রীন শুট নেয়ার অনেক সফটওয়ার থাকলে ও বেশিরভাগ ভালমত কাজ করে না। অনেকগুলো আবার ডেক্সটপ কে হ্যাং করে ফেলে। আজ তাই আপনাদের জন্য প্রায় ৫০ ডলার মূল্যের এমন একটি সফটওয়ার নিয়ে আসলাম যা দিয়ে সহজেই টিউটোরিয়াল তৈরী করতে পারবেন বা ডেস্কটপ এর ভিডিও স্ক্রীন শুট নিতে পারবেন। এটি ব্যবহার অতি সহজ এবং বেশ কার্যকর সফটওয়ার।
ভিডিও তৈরী করে সেটি আবার বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন। কম্পিউটারে সেভ করতে পারবেন আপনার পছন্দমত ফরমেটে।
Snagit 12 নামে সফটওয়ারটি একবার ব্যবহার করলে আর কোন টিউটোরিয়াল তৈরী করার সফটওয়ার বা ডেস্কটপ এর ভিডিও স্ক্রীন শুট করার সফটওয়ার খুজবেন না।
এটি দিয়ে ডেক্সটপকে ইমেজ আকারে ও সেভ করতে পারবেন এবং সেই ইমেজ ইডিট ও করতে পারবেন।
Snagit 12 সফটওয়ার সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োন হবে না। ব্যবহার করেই দেখুন।
টিউনটি এখানে প্রথম প্রকাশ করা হয়েছিল।
সফটওয়ার টি আপনাদের কাছে কেমন লাগল বা ব্যবহার করতে সমস্যা হচ্ছে কিনা জানাতে ভুলবেন না।
আপনাদের পরামর্শ, বুদ্ধি, অনুপ্রেরণা একজন নতুন লেখকের জন্য অবশ্যই প্রয়োজন।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক বড় ফাইল !!!!!!!!!!!!!!!