নিয়ে নিন সকল Windows, Android, Java, Symbian, iOS সহ পৃথিবীর সকল Multimedia Device সাপোর্টেড (হাফেজী)-কুরআন শরীফ!! (শুধু পড়ার জন্য)। আমার বিশ্বাস, পুর্বে এমন জিনিস কখনো দেখেন নাই!!! – (টেরা টিউন)

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!

আমরা সবাই জানি নফল ইবাদতের মদ্ধে সবচেয়ে উত্তম হলো কুরআন তেলাওয়াত করা। আমরা যারা প্রযুক্তি ভালবাসি তাদের নিকট প্রযুক্তি ব্যবহার করে সবকিছু করতে বেশ আনন্দ লাগে। ঠিক তেমনি কুরআন তেলাওয়াত করার ক্ষেত্রে যদি প্রযুক্তি সহায়ক হয় তাহলে তো কথাই নেই!

আপনাদের সকলের কাছেই হয়ত বিভিন্ন ধরনের কুরআন সফটওয়ার বা অ্যাপস রয়েছে। যেগুলো  ডিভাইস ভেদে ভিন্ন হয়ে থাকে। Windows, Android, Linux, Symbian, Java, iOS ইত্যাদির জন্য আমাদের কাছে আলাদা আলাদা সফটওয়ার কালেকশন থাকে।  কিন্তু কেমন হয় যদি একটি কুরআন কালেকশন সব কিছুতে সাপোর্ট করে ?

হ্যাঁ, আমি আপনাদের জন্য সেই ব্যাবস্থাই করেছি। আমি আপনাদের যে কুরআন শরীফ টি দিব সেটি মুলত কোনো সফটওয়ার নয়। আপনাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ কুরআন শরিফের JPEG ভার্শন! যা অরিজিনাল হেফজ কুরআন শরীফের হুবুহু HD কপি।

আর পৃথিবীতে এমন কোন মাল্টিমিডিয়া ডিভাইস নেই যাতে jpeg ইমেইজ সাপোর্ট করে না। তাই আপনি এই একটি কালেকশন সংগ্রহ করে রাখলে সারাজীবন চিন্তামুক্ত থাকবেন। এখন এই ইমেইজ কুরআনের কিছু স্ক্রিন শট দেখে নিনঃ

ফোল্ডারের মদ্ধে (এভাবে মোট ৬১৭ টি পৃষ্ঠা রয়েছে)-

 

 

ওপেন অবস্থায়- 

 

Android ফোনে (via ES File Explorer)-

 

 

 

এর আরেকটি শুবিধা হল, আপনি ইচ্ছা করলে পুরো ফোল্ডারটি Google Drive এ আপ্লোড করে রাখতে পারেন। যার মাধ্যমে আপনি যেকনো সময় যেকনো স্থানে এটা ব্যবহার করতে পারবেন।

যেমন-

 

 

এবার ডাউনলোড দেওয়ার পালা। আপনাদের সুবিধার্তে পুরো ফোল্ডারটি zip করে দিয়েছি।

ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন ।

সকলের উপকারের সার্থে অনেক কষ্ট করে টিউনটি করলাম। সবাই দুয়া করবেন যেন আমি আপনাদের আরো ভাল কিছু উপহার দিতে পারি।

আবার দেখা হবে আগামি টিউন এ। ততদিন সবাই ভাল থাকবেন, এই আশা করি।

                                                                                         খোদা হাফেজ! 

ফেসবুকে আমি "মিরাজ খন্দকার"।

 

Level 0

আমি মিরাজ খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 263 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আজ খুব দুঃখ পেলাম।কারন এতদিন আমি জানতাম আমার জন্ম তারিখ ১২ ই ডিসেম্বর। কিন্তু আজ জানতে পারলাম যে সেটা হবে ৩ ই ডিসেম্বর।so........ i am very sad now........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস