সাইবার ঘোস্ট ৫ ( CyberGhost 5 VPN ) ভিপিএন এর প্রিমিয়াম কি নিয়ে নিন তিন মাসের জন্য বিনামুল্যে। ভিপিএন সম্পর্কে বিস্তারিত জানতে ভিপিএন কি?সাথে পেইড VPN নিয়ে নিন একদম বিনামুল্যে Hotspot shield Elite এই ব্লগটি পড়তে পারেন । CyberGhost আপনার অনলাইন গোপনীয়তা রক্ষা করার জন্য একটি দ্রুত, সহজ এবং কার্যকর উপায়, এখানে আপনি বেনামে ব্রাউজ এবং অবরোধ বা সেন্সরকৃত কনটেন্ট অ্যাক্সেস পারবেন । এটা আপনাকে উচ্চ নিরাপত্তা অফার করছে আপনার প্রকৃত ইন্টারনেট সেবাদাতার সার্ভিস কে এক প্রকার ডাউন দেখিয়ে। এখানে ভিপিএন আপনার মূল আইপি কে গোপন করে আপনার পছন্দ মত আইপি নির্ধারণের সুযোগ দেয়। এই পথেই আপনি একজন এননিমাস ইউজার হিসাবে ইন্টারনেটের সকল কার্যাদি সম্পন্ন করতে পারবেন। তারা আপনার সংযোগ এনক্রিপ্ট করবে, কিন্তু আপনার কোন লগ রাখবেনা , সুতরাং নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। মোটকথা এটি দিয়ে আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্লক করা যেকোন ওয়েবসাইট ব্রাউজিং করতে পারবেন।
* ট্রাফিক ভলিউম আনলিমিটেড ।
* ব্যান্ডউইথ আনলিমিটেড ।
* প্রিমিয়াম সার্ভার আক্সেস করতে পারবেন ।
* মোবাইল ডিভাইস (PPTP, L2TP/IPSec) এর জন্য বারতি সুরক্ষা প্রদান ।
* সংযোগ স্থাপনের জন্য কোন প্রকার অপেক্ষা করতে হবে না ।
* বিনামুল্যে এনড্রয়েড ও অ্যাপল এর জন্য এপ্লিকেশন পাবেন ।
* প্রিমিয়াম সাপোর্ট পাবেন ।
এই প্রোমোশন লিঙ্ক এ ক্লিক করে আপনার ইমেইল এড্রেস দিন , সব ঠিক থাকলে নিচের মত একটি বার্তা পাবেন ।
আপনার মেইলে একটি নিশ্চিতকরন লিঙ্ক পাবেন , সেটাতে ক্লিক করলে নিচের মত একটি সিরিয়াল কি পাবেন।
এবার আপনার CyberGhost 5 এপ্লিকেশন চালু করে Activate Key তে ক্লিক করে আপনার সিরিয়াল কি টাকে প্রবেশ করান এবং Next বোতামে ক্লিক করুন নিচের মত একটি উইন্ডো আসবে চেক বক্সে টিক দিন এবং Next করুন ।
হ্যা এখন ভিপিএন টি সফলভাবে নিবন্ধিত হয়েছে ওকে করুন এবং এখন আপনার পছন্দের দেশ এবং আইপি নির্বাচন করে ব্রাউজ করুন সেই সব সাইট যা আগে আপনি ব্লক থাকার জন্য দেখতে পেতেন না।
বিদ্রঃ ভিপিএন একটি প্রয়োজনীয় সফটওয়্যার তাই এটাকে ক্ষতিকর কাজে ব্যাবহার করবেন না।
টিউনটি প্রথম প্রকাশিত হয়েছিল ইনসাইড ব্লগ এ
আমি সজল মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Never create a friend without understanding and never delete a friend without understanding.
অনেক ধন্যবাদ ভাই এটাই খুজতে ছিলাম