Internet Download Manager এর বিকল্প হিসেবে Eagle Get Download Manager (ফ্রি) ব্যবহার করতে পারেন; একই কাজ করবে

অনেকদিন পর একটি পোস্ট করলাম। বর্তমানে কোন হ্যাকার বা cracker IDM কে হ্যাক বা crack করতে পারছেন না। শুধু সমস্যা করছে Fake Serial নিয়ে। আইডিএম অবশ্যই ভাল ডাউনলোড ম্যানেজার। তবে আমার মত আপনিও ভাববেন না এটার কোন বিকল্প নেই! আমিও তাই ভাবতাম। কিন্তু যখন Eagle Get Download Manager ব্যবহার করে দেখলাম তখন আইডিএম আর ঈগলগেট এর মধ্যে কোন পার্থক্য পেলাম না। যে কোন ডাউনলোড ম্যানেজারকে আপনি ভালো বলবেন তার ডাউনলোড স্পিড, ভিডিও ডাউনলোডের ক্ষমতা (যে কোন ভিডিও প্লে করলে আইডিএমের মত ডাউনলোড অপশন পাবেন), ইত্যাদি। এসবই আপনি ঈগলগেটে পাবেন। অথচ এটি সম্পূর্ণ ফ্রি। সুতরা আর দেরি না করে এখনি ঝটপট ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।

Eagle Get Download Manager

ধন্যবাদ সবাইকে। আমার ব্লগ : GoITBlog

Level 0

আমি রিজভী আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi babohar kore valo laglo. I hope everyone like it.

Level 2

Chrome এবং Firefox এ Add-odd integrate হয় নাকি? Youtube থেকে download করা যাং কি? টিউনে আরো বিস্তারিত লেখার পরামর্শ রইল।

ভাই কি বলবো! IDM এর সাথে কোনো কিছুর তুলনা হয়না,

অামি দেখলাম 720P এর বেশি সে নামাতে পারেনা। আর লুকটা দেখেছেন নিশ্চয়।
তবু ধন্যবাদ নতুন একটা সফ্টের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

এটা দ্বারা টরেন্ট ফাইল কিংবা কোন কিছু আপলোড করা যাবে কি?

সবি ভাল কিন্ত কিছু খন পরপর অটো পুশ হয়ে যাচ্ছে।