আস্ - সালামু ওয়া-আলাইকুম। টেকটিউনস কেমন আছেন সবাই।
আমি রকিবুল রনি আজ Eagleget Download Manager কিভাবে Download এবং Install করা হয় তা সবার সাথে শেয়ার করব। (কোন প্রকার Serial Key বা সিরিয়াল-প্যাচ এর দরকার নেই-কারণ এটি Free সফটওয়ার)
আমি যদিও হতিহাস বিজ্ঞান এর ছাএ তারপরও আমাকে Computer- Internet সবসময় কাছে টানে। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই।
আমরা যারা Internet Download Manager ব্যবহার করি তারা বিভিন্ন Serial- Patch ব্যবহার করি কিন্তু যারা IDM Fake Serial এর প্রবলেম এ বিরক্ত তাদের জন্য রইল Eagleget Download Manager v2.0.3.7।
১. Eagleget ডাউনলোড করে Install করান।
ডাউনলোড Link: Eagleget Download Manager v2.0.3.7 করে নিন এখান থেকে - ক্লিক করুন এখানে
Size: 6 MB
২. Finish দিয়ে Install করা শেষ করুন।
এখন আমি Youtube এবং Mediafire থেকে ডাউনলোড এর পদ্ধতি দেখাব:
Youtube এর Download এ ক্লিক করে Video কোয়ালিটি ঠিক করুন (যেমন: 360p, 240pইত্যাদি)
এরপর ok দিন। দেখবেন Download হচ্ছে।
এবার মিডিয়াফায়ার এর পালা :
Download এর এ ok ক্লিক করে দিন। দেখবেন Download হচ্ছে।
এবার Download করা ফাইলগুলো দেখার পালা:
Eagleget ওপেন করে Open File বা Open Folder দিন।
ব্যস ……
Eagleget যেহেতু Free সফটওয়ার, তাই কোন Serial Key বা সিরিয়াল-প্যাচ ব্যবহার করতে হবে না।
আর যারা Internet Download Manager এর ভক্ত তাদের জন্য আমার এই নিচের পোস্টটি Gift করলাম:
সবশেষে বলতে চাই, এই টা টেকটিউনস এ আমার 5th টিউন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার টিউন পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আমি রকিবুল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অন্য সাইট থেকে তো ডাউনলোড হয়না।শুধু ইউটিউব থেকে ডাউনলোড হয় এবং আইডি এম এর মত সিডুইল সিস্টেম নেই যে পর পর ডাউনলোড হবে।