এসিডিসি প্রো ফটো ম্যানেজার ৩.০ ফ্রি ডাউনলোড করুন।

এসিডিসি ফটো  ম্যানেজমেন্ট, অরগানাইজ এবং ফটো  দেখার জন্য চমৎকার সফটয়্যার। অনেকেই হয়ত ব্যবহার করে থাকবেন।
যারা ব্যবহার করেছেন তারা জানেন কত কাজের এটি। এখানে আমি এসিডিসি এর যে প্রোডাক্ট নিয়ে কথা বলছি তা হল এসিডিসি
প্রো ফটো ম্যানেজার ৩.০। এটি গত মে মাসের ১১ তারিখে রিলিজ হয়েছে। রিলিজ হউয়ার কয়েকদিনের মধ্যেই ব্যাপক সারা
ফেলে দিয়েছে এই ভারশনটি। তবে যাই হোক আমার কাছে এটি বেশ কাজেরই মনে হল। তাই আপনাদের সবার সাথে শেয়ার
করলাম।

এটি ব্যবহার করে আপনি আপনার ক্যামেরা , মোবাইল, এম্পি ফাইভ, আই ফোন সহ ছবি তোলা যায় এমন যেকোন ডিভাইস থেকে
ছবি ইম্পোরট করে ফেলতে পারবেন অতি সহজেই। তাছাড়া আপনার যদি বিশাল ছবির সংগ্রহশালা হয় তবে তা সঠিকভাবে
নিয়ন্ত্রন করতে এই সফটয়্যারের  বিকল্প নেই। এটি দিয়ে আপনি ডুপ্লিকেট ইমেজ খুজে বের করতে পারবেন।

এর মাধ্যমে আপনি ছবি এডিটিং ও করতে পারবেন। যারা ফটোশপের কাজ জানেন না তাদের জন্য মহামূল্যবান হতে পারে এই
ফিচারটি। এই ফিচারে আপনি মাত্র কয়েক ক্লিকেই আপনার ছবিকে ফটোশপের  ইডিট করা ছবির মত করে তুলতে পারবেন।

অনেকেই এসিডিসি ব্যবহার করেন না কারণ এটি বেশ স্লো। কিন্তু এর এই ভারশনে এই অসুবিধা দূর করা হয়েছে সম্পুর্ণভাবে।

উপরের সুবিধাগুলো ছাড়াও এর আরো সুবিধা আছে। সেগুলো পুরো বিস্তারিত না লিখে সংক্ষেপে নিচে দেয়া হলঃ

১. সব ধরণের ইমেজ ফাইল দেখার সুবিধা আছে, বিভিন্ন রকম মাল্টিমিডিয়া ফাইলও প্লে করতে পারে।
২.সহজেই ছবি অনলাইনে পাবলিশ করার সুবিধা।
৩.এক সাথে অনেকগুলো{ধরুন ১০০০} ফাইলকে রিনেম করতে পারবেন সহজেই মাত্র কয়েক ক্লিকে।
৪.পেক্সেল রিপেয়ার করার সুযোগ আছে।
৫.আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা ইমেজগুলোকে সহজেই খুজে বের করতে সহায়তা করবে।
৬.কালার কারেক্শন করতে পারবেন।
৭.চাইলে আপনি ছবির এলবাম বানাতে পারবেন এর মাধ্যমে।
৮.আপনি কোন ছবি বা এলবামকে পাসওয়ার্ড দিয়েও আটকে রাখতে পারবেন।
৯.এতে এফটিপি আপ্লোডারও আছে।।
১০. ছবিতে থাকা বিভিন্ন ভুল জিনিস বা নয়েজ রিমুভ করতে পারবেন।
১১.এক্সপি , ভিস্তা, উইন্ডোজ সেভেন সাপোর্ট।

এখানে ক্লিক করে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করুন!

এখানে ক্লিক করে মিডিয়াফায়ার থেকে সিরিয়াল্টি ডাউনলোড করুন!

*রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সিরিয়াল ফাইলের ভিতরে দেয়া আছে।

পূর্বে আমার সাইটে প্রকাশিত

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই

এসিডিসি ফটো ম্যানেজমেন্ট দিয়ে পেনড্রাইভ এর অটোরান,লাভ,নিউ ফল্ডার,জিফ ইত্যাদি ভাইরাস ডিলেট করতে পারবেন।

    তাই নাকি? জানতাম না। দেখি ট্রায় করে।

ইহা একটি ভাল সফট এতে কোন সন্দেহ নাই,
টিউনে আপনার লেখাটা মনে হয় একটু বড় হয়ে গেছে আরো ছোট হইলে ভাল হইত,
আর স্ক্রিনশট শুধু পেকেটের না দিয়ে যদি সফটয়ারের ব্যাবহার নিয়ে প্রয়োজনীয় স্ক্রিনশট দিতেন তাহা হইলে টিউনটা আরো মান সম্মত হইত,
তারপরেও টিউনের জন্য ধন্যবাদ।

    হুম, আসলে আমি লেখার সাইজ বড় করেছিলাম আমার লেখার সুবিধার জন্য। টিউন করার সময় লেখা গুলো আমার কাছে খুব ছোট দেখাচ্ছিল, তাই একটূ বড় করেছি।
    আর হ্যা আসলে আমি ভুল করেছি। স্ক্রিনশট দেয়া দরকার ছিল।