টেকটিউনসে আমার প্রথম টিউনে সবাইকে স্বাগতম।
শুরুতেই বলে নেয়া ভালো যে, টেকটিউনসের সাথে আমার দীর্ঘকালের সম্পর্ক থাকলেও এতদিন শুধুমাত্র টিউন পড়া আর টিউমেন্ট করার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। আজ সাহস করে টিউনটা লিখতে বসলাম। যদিও লেখক হিসেবে কেউ আমাকে বদনাম ছাড়া কখনো সুনাম করেনি। 😛 বাজে কথা শেষ, এবার কাজের কথায় আসা যাক।
আমরা প্রায় সবাই IObit এর Advanced SystemCare ব্যবহার করেছি বা এখনো ব্যবহার করছি। এর অসাধারণ ফিচার গুলোর মধ্যে অন্যতম একটা ফিচার হলো, এটার সাথে বেশ কয়েকটা ইউটিলিটি টুল অ্যাডঅন হিসেবে ডাউনলোড করা যায়। এমনই একটা দরকারি টুল হলো IObit Auto Shutdown. এই টুল গুলো ব্যবহার করার জন্য পিসিতে Advanced SystemCare ইন্সটলড থাকতেই হয়। অনেকেই আছেন Advanced SystemCare ব্যবহার করেন না। বা ব্যবহার করলেও Advanced SystemCare ওপেন করার পর Toolbox এ গিয়ে ইউটিলিটি টুলস গুলো ওপেন করতে বেশ বিরক্ত বোধ করেন। তাই আপনাদের জন্য IObit Auto Shutdown এর সরাসরি ইন্সটলার ফাইল নিয়ে এসেছি। এটা চালাতে পিসিতে Advanced SystemCare ইন্সটলড থাকার দরকার নেই। তাই যে কেউই ব্যবহার করতে পারবেন।
IObit Auto Shutdown ব্যবহারে যা যা করতে পারবেনঃ
১. একটা নির্দিষ্ট সময় পর পিসি অটো শাটডাউন বা রিস্টার্ট করতে পারবেন।
উদাহরণস্বরূপঃ আপনি যদি চান যে পাঁচ মিনিট পর পিসি বন্ধ হবে, তাহলে সেটা প্রথম অপশনের মাধ্যমে করবেন।
২. নির্দিষ্ট সময়ে পিসি অটো শাটডাউন বা রিস্টার্ট করতে পারবেন।
উদাহরণস্বরূপঃ আপনি যদি চান এই মাসের দশ তারিখে রাত ১২টায় আপনার পিসি বন্ধ হবে, তাহলে সেটা দ্বিতীয় অপশনের মাধ্যমে করবেন।
৩. নির্দিষ্ট দিনে অথবা প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে পিসি শাটডাউন বা রিস্টার্ট করতে পারবেন।
উদাহরণস্বরূপঃ আপনি যদি চান যে প্রতি সপ্তাহে সোম বার বিকাল পাঁচ টায় অথবা প্রতিদিনেই বিকাল পাঁচ টায় পিসি অটো বন্ধ হবে, তাহলে সেটা শেষ অপশনটির মাধ্যমে করবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
নিচে কয়েকটা স্ক্রিনশট দিলাম...
এবার আসি দ্বিতীয় সফটওয়ারে...
উইন্ডোজ পিসিতে নেটওয়ার্ক স্পিড এবং ইউসেজ মনিটর করার জন্য সবচেয়ে জনপ্রিয় ও ফুল-ফিচার্ড সফটওয়্যার হলো DU Meter. আপনারা DU Meter সম্পর্কে সবকিছুই জানেন। তাই এটা নিয়ে নতুন করে কিছু বলার আছে বলে আমার মনে হয়না। আমার দেওয়া ভার্সনটির বিশেষত্ব হলো, এটা প্রিঅ্যাক্টিভেটেড এবং ইন্সটলার ফাইলে শুধুমাত্র ডাবল ক্লিক করলেই এটা আপনার পিসিতে ইন্সটলড হয়ে যাবে। প্রিঅ্যাক্টিভেটেড হওয়ায় এবং ইন্সটলেশনে ঝামেলা না থাকায় আপনাদের মুল্যবান কিছু সময় বেঁচে যাবে। আপনাদের সময় আর নষ্ট করতে চাইনা। তাই কথা না বাড়িয়ে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। 😀
প্রিঅ্যাক্টিভেটেড DU Meter v6.30 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটা আমার প্রথম টিউন হওয়ায় কিছু ভুল-ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। এবং লেখার মান নিয়েও কিছুটা দুশ্চিন্তা হচ্ছে। আশা করছি ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখে টিউমেন্টের মাধ্যমে আমাকে শুধরে নিতে সাহায্য করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে টিউনটি শেষ করছি।
আমি মিউটেটেড মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১ম টিউন যে মানুষ কিভাবে এত সুন্দর করে।। 🙁 আমি এখন ভাল করে লিঙ্ক দিতে শিখলাম না… 🙁