بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )
আসসালামু আলাইকুম । আমার ৭৪ তম টিউনে এবং Rubik's Cube সিরিজের ১৪ তম টিউনে সবাইকে স্বাগতম । Rubik's Cube নামটি আমাদের অনেকের কাছেই পরিচিত । অনেকে আবার একে পাজেল নামেও চিনে থাকেন । যাই হোক এর সমাধান করা খুব একটা সহজ ব্যাপার না , অনেকটা ধাঁধাঁর মত ।
কত সহজে এর সমাধান করা যায় তা নিয়ে আমার ১ম টিউন Rubik’s Cube এর সমাধান করুন মাত্র ১৫ মিনিটে ( বাংলা টিউটোরিয়াল ) টি দেখে নিতে পারেন । ১ম টিউনের পরও অনেকেই হয়ত ১ম ২টি লেয়ার মিলাতে পেরেছেন , কিন্তু ৩য় লেয়ারে আটকে গেছেন । যাই হোক তাদের উদ্দ্যেশে ৩য় লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার এই সিরিজের ২য় টিউনে । এবার আমরা রুবিক কিউব নিয়ে বিভিন্ন প্যাটার্ন তৈরী করব , আজকে থাকছে 4 Dot Pattern । এটি রুবিক কিউবের বেসিক ও সহজ একটি প্যাটার্ন ।
আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন ।
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Ashiq99Channel
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি