আসসালামু আলাইকুম। আসা করি সবাই ভালো আছেন। যদিও ভূমিকম্প নিয়ে সবাই একটু উদ্বেগে আছেন। সবাই সাবধানে থাকবেন। মনে রাখবেন, জীবন মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ্ তাআলা।
যাই হোক, মুল কথায় আসি...
আপনারা সবাই নিশ্চয় IDM ইউজ করেন। আমি মনে করি IDM ছাড়া অন্য কোন ডাউনলোড সফট ব্যবহার করে তেমন মজা নাই। তবুও যারা অন্য কোন সফট ইউজ করেন তাদের কথা আলাদা। কিন্তু যারা আমার মত IDM ইউজার তাদের জন্য এই টিউন।
IDM ইউজ করে অনেক সময় অনেক ঝামেলাই পড়তে হয় আপনাদের। আপডেট থেকে শুরু করে অনেক ঝামেলা নিয়ে অনেক চিন্তিত আছেন। আমি আজ আপনাদের চিরকালর মত সমাধান দিয়ে দেব।
আমি আপনাদের মাঝে এখন যে সফট টা শেয়ার করব তা দিয়ে মাত্র ১০ সেকেন্ডে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
প্রথমে আপনার যে IDM সফট টি দেওয়া আছে সেটিকে রিমুভ করে দিন। তারপর একবার পিসি রিস্টার্ট দিন। এখন আমার দেওয়া সফট টি ইন্সটাল করুন। মাত্র ১০ সেকেন্ড লাগবে ইন্সটাল দিতে। ব্যাস কাজ শেষ। পিসি আরও একবার রিস্টার্ট করে নিন আর দেখুন কত সহজে আপনার সমস্যা সমাধান। আমার দেওয়া সফটটির নাম IDM Silent Update।
নামের মতই নিরবে ইন্সটাল হয়ে আপনাকে দিবে নিরব আনন্দ। এই গত ২ বছর ৩ মাস এই সফট টি ব্যবহার করে আসছি। অবিরত চলছে, কোনদিনও এক মুহূর্তের জন্য সমস্যা হয় নি। আমি চাই আপনারাও অন্তত এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পান।
তবে হ্যাঁ, কোন সময় আপডেট চাইতে পারে। ভুলেও আপডেট করবেন না। আপনার যদি ভালো চলে তাহলে আপডেট করার দরকার কি? আপডেট চাইলে কেন্সেল করে দিবেন। আর ইন্সটাল করতেও কোন সমস্যা হউয়ার কথা না। মাত্র এক ক্লিকেই নিরবে ইন্সটাল হয়ে যাবে। তারপর কোন সমস্যা হলে আমাকে নক দিবেন ফেসবুকে আমি। অথবা কমেন্ট করবেন। উপকার পেলে অবশ্যয় জানাবেন কমেন্টে।
তাহলে আর দেরি কেন? এখুনি ডাউনলোড করে নিন।
IDM ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ্ হাফেজ।
আমি চৌধুরী সাহেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইরকম ফাজলামো করার কিন্তু কোন মানে হয় না।
আমি টেকটিউনসের দৃষ্টি আক্শন করছি