ডিজাইনার রা এদিক আসুন , সিডি বক্স, ডিভিডি বক্স , ডিস্ক লেভেল এবং কভার ডিজাইন তৈরি করুন (অনেক সহজ ভাবে) , ফ্রি লাইসেন্স সফটওয়্যার এর মাধ্যমে ( মাত্র ৫ মেগাবাইট )

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )


আসসালামু আলাইকুম । আমার ৪৮ তম  টিউনে সবাইকে স্বাগতম । কিছু ব্যস্ততার কারনে ইদানিং একটু কম টিউন করা হচ্ছে । যাই হোক সবাই ভাল আছেন আশাকরি । আজকে একটি টিউন দেখলাম এক টিউনার ভাইয়ের , যেখানে তিনি বই কিংবা ডিভিডি কভার ডিজাইন করা নিয়ে একটি ওয়েবসাইটের ব্যাপারে বলেছেন । আমি সেখানে গিয়ে অনেক বার চেষ্টা করেও শেষপর্যন্ত ফাইল সেভ করতে পারলাম না , হতে পারে এটি আমার ব্যর্থতা । তাছাড়া এটি করার জন্য ইন্টারনেট সংযোগ লাগে , যেটি অনেকটা ঝামেলার । তাই নেটে কিছু খোঁজাখুঁজি করে একটি অফলাইন ভার্সন সফটওয়্যার পেলাম । সফটওয়্যার টির নাম CD & DVD Box Labeler Pro । এটির সবচেয়ে বড় সুবিধা হল এটি মাত্র ৫ মেগাবাইট এবং ফ্রিওয়্যার । সাইজ ছোট কিংবা ফ্রিওয়্যার হলে এটি কাজের দিকে মাস্টার ক্লাস । বিস্তারিত এদের অফিসিয়াল সাইট    থেকে দেখে আসুন । আমি সংক্ষেপে কিছু বলছি । প্রথমে আমার করা একটি ডিভিডি কভার দেখে আসুন ।

আমার তৈরী কভার , বিস্তারিত দেখতে ছবিতে ক্লিক করুন

বিস্তারিত দেখতে ছবিতে ক্লিক করুন

এবার সফটওয়্যারটির কিছু ফিচার চলুন দেখে আসি

১। প্রফেশনাল মানের সিডি , ডিভিডি , ব্লু রে কভার ও লেভেল তৈরী করা যায়

২। সহজ ব্যবহার যোগ্য ইন্টারফেস

৩। বিভিন্ন ধরনের স্ক্রিন সাপোর্ট ও ফন্ট প্রিভিউ

৪। রিচ টেক্সট ,  CDDB সাপোর্ট

৫। টেক্সচার ইঞ্জিন এবং নতুন টেক্সচার ডাউনলোড

৬। ইমেজ স্কান , ইমেজ প্রিভিউ ও মাল্টিপল ইমেজ সাপোর্ট

৭। বারকোড সাপোর্ট

৮। পেপার কিংবা প্রিন্টাবল সিডি ডিভিডিতে সরাসরি প্রিন্ট সহ আরো অনেক কিছু

এবার চলুন সফটওয়্যারটির একটি ইমেজ দেখে আসি

CD & DVD Box Labeler Pro

সিস্টেম রিকোয়ারমেন্টঃ

Microsoft® Windows® 2003, XP, Vista, Windows 7 or Windows 8 (32 & 64 bit).
Windows supported printer.

প্রিন্টার না থাকলে উইন্ডোজ ডিফল্ট প্রিন্টার কিংবা Foxit Reader এর প্রিন্টার ব্যবহার করতে পারেন ।

এবার ডাউনলোড করুন ( ডাইরেক্ট লিঙ্ক )

ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি   মোঃ আশিকুর রহমান আপডেট পেতে আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ।

সৌজন্যে : Ashiq99Channel

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good

virus …………..