আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি DAEMON Tools Ultra v3.0.0.0309 এর ফুল ভার্সন, যারা গেম খেলেন তাদের নিশ্চয় ডেমন টুল এর কাজ বলতে হবে না।
যারা এখন জানেন না তাদের জন্য বলছি DAEMON আপনার কম্পিউটার এর ভার্চুয়াল ডিভিডি ড্রাইভ হিসেবে কাজ করবে মানে যে সব গেম বা সফটওয়্যার ISO ফর্মেট এ থাকে তাদের ইন্সটল করতে গেলে আলাদা করে ডিভিডি তে বার্ন করে তারপর ইন্সটল করতে হয়, কিন্তু যদি আপনার কাছে ডেমন টুল থাকে তাহলে আর টাকা খরচা করে ডিভিডি কিনে বার্ন করার কোন দরকার নেই জাস্ট ISO ফাইল টি DAEMON Tools দিয়ে অপেন করলেই ইন্সটল করতে পারবেন, এবার নিশ্চয় বুঝতে পেরেছেন DAEMON Tools কি জিনিস আর এতার কাজ কী।
চলুন তাহলে দেখা যাক ডেমন টুলস আলট্রা দিয়ে আর কী কী করা যায়?
- যে সব ডিস্ক ইমেজ মাউন্ট করা যায় যেমন *.mdx, *.mds/*.mdf, *.iso, *.b5t, *.b6t, *.bwt, *.ccd, *.cdi, *.bin/*.cue, *.ape/*.cue, *.flac/*.cue, *.nrg, *.isz
- ডিস্ক ইমেজ থেকে *.mdf/*.mds, *.mdx, *.iso ফরম্যাট কনভার্ট করা যায়।
- ইমেজ ফাইল CD, DVD, Blu-ray তে বার্ন করা যায়।
- ডিস্ক ইমেজ কে পাসওয়ার্ড প্রোটেকটেড।
- বুটেবেল USB ডিভাইস।
এবার ডাউনলোড করা যাক
কীভাবে ইন্সটল করবেন?
- প্রথমে "DAEMONToolsUltra300-0309.exe" সেটআপ ফাইল এ ডাবল ক্লিক করেন তারপর Next, তারপর I Agree তে ক্লিক করুন,
- এরপর Licence Type দেখাবে Trial License সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
- ড্রাইভার সফটওয়্যার ইন্সটল করতে ববলবে Install এ ক্লিক করুন।
- ইন্সটল প্রোসেস Finish করার আগে Run DAEMON Tools Ultra বক্স টি আনচেক করে দিয়ে Finish এ ক্লিক করুন।
- এবার ডাউনলোড করা ফাইল টির Crack ফোল্ডার থেকে "DTUltra.exe" ফাইল টি কপি করেন, DAEMON Tools এর ডেস্কটপ আইকন এ রাইট ক্লিক করে Open file location সিলেক্ট করলে সফটওয়্যার এর ইন্সটল ফোল্ডার খুলে যাবে সেখানে কপি করা ফাইল টি পেস্ট (Ctrl+V) করে অরিজিনাল ফাইল টি রিপ্লেস করে দেন।
- আবার Crack ফোল্ডার এ যান "License.dat" ফাইল টি কপি করে Windows 7/8 হলে [C:\ProgramData\DAEMON Tools Ultra] ফোল্ডার এ পেস্ট করুন Windows XP হলে [C:\Documents and Settings\All Users\Application Data\DAEMON Tools Ultra] ফোল্ডার এ পেস্ট করুন।
- কাজ শেষ এবার ডেস্কটপ আইকন থেকে DAEMON Tools রান করান ফুল ভার্সন হয়ে গেছে।
- এবার যে কোন ডিস্ক ইমেজ ফাইল মানে ISO ফাইল DAEMON Tools Ultra দিয়ে রান করান দেখবেন সেটা আপনার ডিভিডি ড্রাইভ এ ঢুকে যাবে।
কোন প্রবলেম হলে জানাবেন।
টিউন টি পড়ার জন্য ধন্যবাদ।
আজকে এ পর্যন্ত পরের টিউন এ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।
dhonnobad.
Onk kajer software