আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর সফটওয়্যার নিয়ে এসেছি যা দিয়ে আপনি আপনার ডেস্কটপ কে অ্যাকুইরিয়াম এ পরিণত করতে পারবেন ।
এটা কোন স্ক্রীন সেভার নয়, অ্যাকুইরিয়াম টি ওয়ালপেপার হিসেবে কাজ করবে।
সফটওয়্যার টির নাম Aquarium Desktop সাইজ অনলি ২১ মেগা।
কী বিশ্বাস হচ্ছে না তাহলে আমার ডেস্কটপ এর স্ক্রীন শট তা দেখুন ।
তাও যদি বিশ্বাস না হয় তাহলে ডাউনলোড করেই দেখে নিন
প্রথমে " Aquarium Desktop 2006" এ ডাবল ক্লিক সফটওয়্যার টি ইন্সটল দেন, সিরিয়াল নাম্বার চাবে "key.txt" ফাইল টি থেকে যেকোনো একটা সিরিয়াল নাম্বার পেস্ট করে Ok তারপর Next এ ক্লিক করে ইন্সটল কমপ্লিট করেন।
সফটওয়্যার টি রান করালে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ ব্যাবহার কারিরা নীচের মত এরর দেখতে পাবেন, ভয় পাবার কিছু নেই আমি তো আছি নাকি ?
এই উইন্ডো টা ক্লোজ করেন, ডেস্কটপ এ "Aquarium Desktop" আইকন এ রাইট ক্লিক করে "Troubleshoot compatibility" তে ক্লিক করুন।
"Troubleshoot program" এ ক্লিক করুন ।
এবার প্রথম অপশন টি তে চকে দিয়ে Next এ ক্লিক করুন।
" Windows XP (Service Pack 3) " সিলেক্ট করে Next চাপুন ।
" Test the program " এ ক্লিক করলেই দেখবেন আপনার ডেস্কটপ অ্যাকুইরিয়াম এ পরিণত হয়েগেছে, " Next " এ ক্লিক করুন ।
এবার, " Yes, save these settings for this program " এ ক্লিক করুন,
কিছুক্ষন অপেক্ষা করুন নীচের মত স্ক্রীন দেখতে পাবেন Close এ ক্লিক করুন ।
কাজ শেষ এবার নিজের ইচ্ছে মত যত খুসি মাছ আপনার ডেস্কটপ এ ছেরে দিন ।
পোষ্ট টি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানালে খুসি হব,
সবাইকে ধ্যনবাদ জানিয়ে আজকের পোষ্ট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ।
আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice post