সবাইকে সালাম ও শুভেচ্ছা, সবাই ভালো তো ? আপনাদের দুয়ায় আমিও ভালো ।
পোষ্ট এর টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন অ্যাজ আমি কি নিয়ে এসেছি জি হ্যাঁ আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসেছি ফটো এডিট করার অসাধারন একটি সফটওয়্যার যার নাম Picture Collage Maker.
এই সফটওয়্যার টি দিয়ে মাত্র কয়েক ক্লিকে খুব সহজে ফটোর অসাধারন সব ডিজাইন এবং ফটো কলেজ তৈরি করা যায় ,
সফটওয়্যার টির সাইজ ও নাগালেল মধ্যে ১০০ এমবি।
এটি দিয়ে কি কি ডিজাইন তৈরি করা যায় তা না দেখলে দেখলে বুঝতে পারবেন না নীচের ছবিটি দেখুন ।
ডাউনলোড শেষ এবার ইন্সটল করার পালা,
প্রথমে "PictureCollageMakerPro.exe" এর উপর ডাবল ক্লিক করে ইন্সটল দেন ।
এরপর সফটওয়্যার টি অপেন করে ক্লোজ করেন রেজিস্টার করতে বলবে "key.txt" ফাইল থেকে যে কোন একটা সিরিয়াল কী দিয়ে রেজিস্টার করেন ।
কাজ শেষ ফুল ভার্সন হয়েগেছে।
ডেস্কটপ আইকন থেকে সফটওয়্যার টা অপেন করে "Template Collage Wizard" সিলেক্ট করুন।
Add Photos এ ক্লিক করে কিছু ফটো অ্যাড করেন তারপর Next এ ক্লিক করুন ।
এবার আপনার পছন্দের ডিজাইন সিলেক্ট করে Next এ ক্লিক করুন ।
এবার Save as Picture এ ক্লিক করে ফটো টি সেভ করে নেন।
কি হল তো কয়েক ক্লিক এই অসাধারন সব ডিজাইন ?
পোষ্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
পরের পোষ্ট এ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।
আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই,
চমৎকার সফটটির জন্য ধন্যবাদ।