দীর্ঘ ৩ বছর ৯ মাস যাবত টেকটিউন্স এর সাথে আছি অনেক কিছু পেয়েছি টিটির কাছে দিতে পারিনি কিছুিই ভাবলাম আমি যেগুলো ব্যবহার করি সেগুলো শেয়ার করলেই তো টিটিতে টিউন হয়ে যায় অর্থাৎ উইন্ডোজ ইনষ্টল দেওয়ার পর যে সফ্টওয়্যারগুলো আমি ইনষ্টল করি সেগুলোই আজ থেকে ধারাবাহিক ভাবে আপনাদের সাথে শেয়ার করবো অনেক বকবক হলো, চলেন কাজে চলে যাই
নামটা মনে হয় প্রথম শুনলেন? জ্বি ভাই, উইন্ডোজ ৭ ইনষ্টল দেওয়ার পর এইটাই আমার প্রথম কাজ কারন আমার প্রায় সব সফ্ট্ওয়্যারই জিপ অথবা রার ফরম্যাট-এ কমপ্রেসড্ থাকে তাই সবার আগে আমাকে উইনরার ইনষ্টল দিতে হয় আমার মনে হয় কম্পিউটার চালায় আর উইনরার এর নাম জানে না এরকম লোক গুগলে সার্চ দিলেও খুঁজে পাওয়া যাবে না জ্বি আমি যেইটা ব্যবহার করি সেইটাই দিলাম ৩২ বিট এবং ৬৪ বিট দুইটাই আছে আমি তো আর জানি না আপনি কোন উইন্ডোজ ইনষ্টল দিছেন সাইজ মাত্র 3.55 মেগাবাইট
আমার জানামতে এর উইন্ডোজ এ্যাক্টিভেট করার এর চাইতে সহজে আর কোন সিষ্টেম নাই শুধা চালু করবেন আর ইনষ্টল বাটনে চাপ দিবেন, বাকিটা সফ্টওয়্যার নিজেই বুঝে নিবে ইনষ্টল শেষ হইতে আপনি শুধু রিষ্টার্ট দিবেন কাম শেষ থুক্কু স্ক্রীনশট আর ডাউনলোড লিংক একসাথে দিলাম সাইজেও হেব্বি 1.18 মেগাবািইট
এই একখান জিনিস, যেটা না থাকলে হয়তো আমার মাথাই নষ্ট হয়ে যেত কোন ফাইলটা কোন খানে আছে, কোন সফ্টওয়্যারটা কোথায় আছে? এগুলো সব মনে রাখা কি সহজ কাজ তাছাড়া কটাই বা মনে রাখা যায় এতকিছু মনে রাখা রাখির কিছু নাই কোন ফাইল কোথায় রাখছেন আপনার ব্রেইন থেকে টোটালই ডিলেট করে দেন শুধু ফাইলের বা ফোল্ডার এর নামটা মনে রাখুন আপনি লিখতে হয়তো সময় নিতে পারেন, কিন্তু বিশ্বাস করেন Search Everything সময় নিবে না সাইজ মাত্র 429 কেবি
আজকে আপাতত এই পর্যন্ত থাক আপনাদের সাড়া পেলে পরবর্তী পর্ব চালিয়ে যাব অনুগ্রহ করে ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
আশাকরি কোনরূপ বাজে মন্তব্য করে আমার টিউন করার আগ্রহটাকে নষ্ট করবেন না টিউনটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ অন্য সবার মত আমি আপনাদের আমার সাইটের লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক শেয়ার করব না
আমি আমিই আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি বাংলাকে ভালবাসি...... আমি ...........................
সুন্দর টিউন ।