ইন্টারনেট স্পিড দেখার এত এত সফটোয়্যারের মধ্যে বেশিরভাগই টাকা দিয়ে কিনতে হয়। যেমন DU meter। কিন্তু যদি দেখা যায় এর চেয়ে অনেক ভাল একটা স্পিড দেখার সফটওয়্যার এমনিতেই রয়েছে তাও আবার ফ্রি? তাহলেও কি পাইরেটেড জিনিসে গা ভাসানো উচিত?
সফটওয়্যার টি দিয়ে আপনি টাস্কবারেই দেখতে পারবেন আপনার ইন্টারনেট এর স্পিড, কিলোবিট/কিলোবাইট/মেগাবাইট(পার সেকেন্ড) কিংবা কিলোবিট/কিলোবাইট/মেগাবাইট(পার মিনিট!) যেকোন হিসাবে। বরং DU meter এর মতন করে ডেক্সটপ এর উপরে বসে থেকে অযথা জায়গা নষ্ট করবে না।
এখানে দেখুন টাস্কবারে কি দারুন ভাবে দেখাচ্ছে স্পিড !!
এখানে আপনার নেট ইউজের সব স্ট্যাটিসটিকস দেখতে পাচ্ছেন।
তাহলে ? আর দেরি কি? মাত্র ৩ মেগাবাইট এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর ক্র্যাক সিরিয়াল কিজেন মুক্ত দুনিয়ার স্বাদ যে কত মজার তা অনুভব করুন।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
দারুন!