টাস্কবারেই দেখুন আপনার ইন্টারনেট আপলোড-ডাউনলোড স্পিড (একটি জরুরি এপলেট)

ইন্টারনেট স্পিড দেখার এত এত সফটোয়্যারের মধ্যে বেশিরভাগই টাকা দিয়ে কিনতে হয়। যেমন DU meter। কিন্তু যদি দেখা যায় এর চেয়ে অনেক ভাল একটা স্পিড দেখার সফটওয়্যার এমনিতেই রয়েছে তাও আবার ফ্রি? তাহলেও কি পাইরেটেড জিনিসে গা ভাসানো উচিত?

নেট স্পিড মনিটর

সফটওয়্যার টি দিয়ে আপনি টাস্কবারেই দেখতে পারবেন আপনার ইন্টারনেট এর স্পিড, কিলোবিট/কিলোবাইট/মেগাবাইট(পার সেকেন্ড) কিংবা কিলোবিট/কিলোবাইট/মেগাবাইট(পার মিনিট!) যেকোন হিসাবে। বরং DU meter এর মতন করে ডেক্সটপ এর উপরে বসে থেকে অযথা জায়গা নষ্ট করবে না।

এখানে দেখুন টাস্কবারে কি দারুন ভাবে দেখাচ্ছে স্পিড !!

এখানে আপনার নেট ইউজের সব স্ট্যাটিসটিকস দেখতে পাচ্ছেন।

তাহলে ? আর দেরি কি? মাত্র ৩ মেগাবাইট এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর ক্র্যাক সিরিয়াল কিজেন মুক্ত দুনিয়ার স্বাদ যে কত মজার তা অনুভব করুন।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন!

দিহান ভাই এই ফরম্যট এর ফাইল সাভিস প্যাক ২ এ কি দিয়া চালাব?

jotil software thanks vai

দিহান ভাই আমাকে বলে কোন সফঃ দিয়া ওপেন করতে চাই ?

    এইটা তো সেটাপ ফাইল। আলাদা কোন সফটওয়্যার লাগবেনা ওপেন করতে। জাস্ট ডাবল ক্লিক

হেহে পুরা হিমায়িত!

ধন্যবাদ……………দিহান……….ভাই……

এই ডাই ত খুজতাসেলাম !!!!!!!!!!!!!!! নাহিদ ভাই ক্র্যাক মুক্ত দুনিয়া যে কত শান্তির তা যদি আগে জানতাম ! 😀 অনেক অনেক ধন্যবাদ ,হৃদয়ের এর গভীর থেকে……।। ♥ ♥

    হা হা। রনি ভাই আপনি পারেন বটে। উবুন্টুতেও আছে কিন্তু একটা। লাগে যদি বলবেন। এরকমই, প্যানেলে আসবে।

    অবশ্যই লাগবে!!!!! কোথায় পাবো তাহারে আমি ???? প্লিজ জানান অথবা একটা টিউন করেন 🙂

ভাল একটা জিনিস শেয়ার করলেন।
আসলেই এইটার দরকার ছিল।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আতাউর ভাই অনেক দিন পর কথা হচ্ছে। ধন্যবাদ কমেন্ট করার জন্যে।

এমন ভাল এবং কাজের, তাও আবার ফ্রিওয়ার সফট্ওয়ার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

    এর মাধ্যমেই তো আরো ভাল ভাল ফ্রিওয়্যার এর প্রচলন বাড়বে।

এটাই খুজতেছিলাম ,,,,,অসংখ্য ধন্যবাদ ,,,সেটআপ দিয়ে ফেলছি ,,,,, 😀

    কেমন কাজে লাগছে?

    অনেক কাজে লাগছে ,,,,নেট checkup করতে ঝামেলা হয়না .খুব সহজেই download গুলা মনিটর করা যায় বিশেষ করে torrent গুলা

অসংখ্য ধন্যবাদ।

ভালো ছিলো নাহিদ

    বন্ধু কি খবর? করলি শেষ পর্যন্ত রেজিস্টার? যোগাযোগ রাখিস। ফেসবুকে আমারে ব্লক দিলি?

    এইত দোস্ত ভালা,হ ক’দিন আগে করলাম রেজিস্টার।

ধন্যবাদ।

আপনার কোনো টিউন কি কিছুদিন আগে মুছে ফেলা হয়েছিল ? আমি কয়েকদিন আগে সকালে টিউনটি পড়লাম, কিন্তু রাতে আর লেখা টা পেলামনা।

ভালো থাকুন।

    হ্যা। কারন তখন জিদ্দু লিঙ্ক দিয়েছিলাম, এখন সোজা ওয়েবসাইট ।

বচাইলেন ভাই । ধন্যবাদ আপনাকে

পুরাই হিমায়ে দিলেন (জটিল টিউন) … 🙂

Level 0

DU meter r trial period shesh howoar pore Net Meter naam e ekta freeware use kortam, kintu DU meter r motoi monitor e jayga khea boshe thakto,ekhon apnar eitai use korbo, dhonnobad apnake

    @learner: এইটাই বেস্ট । আমার লেখায় কমেন্ট দেয়ায় ভাল লাগল।

ডাউনলোড লিংক কই ?

Level 0

du meter এর key থেকে বাঁচাইলেন । অনেক ধন্যবাদ ।

Level 2

এখন এটাই ব্যবহার করি। du meter আর এই সফটয়্যারটা একমায়ের পেটের খাললাবো ভাই।

Level 2

এখন এটাই ব্যবহার করি। du meter আর এই সফটয়্যারটা একমায়ের পেটের খালাতো ভাই। তবে আগে নেট স্পিড মনিটর তার পর du meter

download link a download option e nai