চলুন windows এর চেহারা পরিবর্তন করি

আসসালামুয়ালাইকুম,সবাই সুস্থ থাকুন এটাই কামনা করি। টিটিতে টিউন করা বেশ কষ্টকর। কারন,এতো সম্মৃধশালী সাইটে কি নিয়ে টিউন করবো তা নিয়ে ভাবতে গেলে মাথা বোঁবোঁ করে। নতুন কিছু পাইনা। যাইহোক আজ কিছু পুরনো বিষয়কে নতুন করে বলার চেস্টা করব।

এনড্রয়েড open source হওয়ায় একে আমরা বিভিন্ন ভাবে customize করতে পারি। কিন্তু computer এ আমারা windows নির্ভর আর windows open source না হওয়ায় আমরা একে customize করতে পারিনা। তারপরেও আজ যে সফটওয়্যার দুইটা নিয়ে আলোচনা করব তা দিয়ে windows এর চেহারা কিছুটা হলেও পরিবর্তন করতে পারব।

  • ঠুস করে সফটওয়্যার দুইটা ডাউনলোড করে নিন। সাধারনভাবে ইন্সটল করেনিন। WindowsFx এর সাথে Keymaker দেওয়া আছে।
  • প্রথমে WindowsFx রান করুন এবং animation ট্যাবের বামে Window,Menus,Start menu কোনটার জন্য কি animation সেট করতে চান তা ডান দিক থেকে সেট করে দিন আর Save করে মজা নিন।

আরও কিছু ট্যাব আছে,সবগুলো নিয়ে আলোচনা করলাম না। তবে Home ট্যাব এর WindowsFx Feature ON করতে আর Automatically cheak for updates এর চিহ্নটা উঠিয়ে দিতে ভুলবেননা।

Win7BootUpdater এটা দিয়ে Windows এর Boot animation change করা যায়। তবে সমস্যা হল নিজের মত Boot animation পাওয়া। আমার করা কিছু Animation দিচ্ছি যা আপ্নারা সহজেই ব্যবহার করতে পারবেন।

Download করে আনজিপ করে নিন।

সফটওয়্যার টা রান করে File>Load Boot Skin এ যান,এবার দেখিয়ে দিন .bs7 ফরমেটের ফাইলটা। Play করে দেখতে পারেন, Apply করে দিন। কম্পিউটার রিস্টার্ট করে দেখেন মজা।

Boot Animation তৈরী করা নিয়ে আর একটা টিউন করব।

Level 0

আমি মেজবাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

xp te kaj korbe?

কাজের জিনিস , খারাপ না । ধন্যবাদ ভাই

valo , agei dekhechi

nice tune thanks