সর্ব কালের শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত রবার্ট ব্লচ এর বাংলা অনুবাদ করা ‘সাইকো’ বই টি পড়ে দেখুন।(এটি না পড়লে সাইকো সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যাবে)

টেকটিউনস এর অফিসিয়াল ফেসবুক পেজ এ বিকেলে একটা পোস্ট করেছিলাম।

পোস্ট টি ছিল সাইকোলজি নিয়ে।

সেখানে লিখেছিলাম একটি বই এর কথা।

জানতে চেয়েছিলাম কেউ যদি পড়তে চান আমাকে বলবেন আমি ডাউনলোড লিঙ্ক দিবো।

দেখলাম অনেকেই পড়তে চায় বই টি। তাই টেকটিউনস এ পোস্ট করে দিলাম।

মূল টিউনে চলে যাচ্ছি।

আমাদের আশে পাশে অনেক সাইকো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা তা বুঝতে পারি না।

হয়তো আপনার পাশে এখন যে আছে সে ও সাইকো!

আবার এমন ও হতে পারে যে আপনি নিজেই একজন সাইকো।

বিশেষ মূহুর্তে বুঝতে পারবেন যে আপনার সঙ্গী একজন সাইকো।

তাই আমাদের উচিত সাইকো সম্পর্কে ভালো জ্ঞান রাখা।

আর সাইকো সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে বিশ্ব বিখ্যাত কিছু সাইকো গল্প পড়তে পারেন।

রবার্ট ব্লচ এর বিশ্ব বিখ্যাত সাইকো গল্প টি পড়ে আমি নিজেকেই চিনতে পারলাম না।

গল্পের শেষে প্রচন্ড জোরে একটি ধাক্কা খেলাম।

আপনি পড়লে আপনিও বুঝতে পারবেন কেন এটি এত বিখ্যাত।

আমাদের উচিৎ বাংলা গল্পের বই পড়ার পাশাপাশি ইংরেজি গল্পের বই পড়া।

এটি সর্বকালের শ্রেষ্ঠ সাইকো গল্প।

এটির বাংলা অনুবাদ করা বই আমার কাছে আছে।

সর্বকালের সেরা সাইকোলজিকাল থ্রিলার সাইকো রবার্ট ব্লচ/ অনীশ দাস অপু রবার্ট ব্লচের
'সাইকো' রচিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ।

ভয়, উত্তেজনা, রোমাঞ্চ আর শিহরনের দারুন এক কম্বিনেশন ।

এক কথায় সবাই এটাকে সর্বকালের সেরা সাইকোলজিকাল থ্রিলার হিসেবে মেনে নিয়েছেন ।

আলফ্রেড হিচকক এই কাহিনী অবলম্বনেই বানিয়েছিলেন তার বিখ্যাত 'সাইকো' ছবিটি!

সেটিও সেরা দশ সাইকো- থ্রিলারে স্থান করে নিয়েছে অনায়াসে ।

আর দেরি না করে বই টি ডাউনলোড করে পড়া শুরু করে দিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আমার নিজস্ব একটি ব্লগ সাইট খুলেছি, এখন থেকে আমার ব্লগে পোস্ট করবো, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।

ব্লগ ঠিকানা: xNiL.Mywapblog.com

যেকোনো সমস্যায় আমাকে ফেসবুক এ পাবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মুভিটার নাম শুনলেও দেখার তৃপ্তি পাইনি আজ অবধি…..তাই বইটাই আগে টেনে নামাচ্ছি…….ধন্যবাদ আপনাকে 🙂

Level New

Thanks@ pore dekhun valo lagbe

বই আপলোডের জন্য http://pdf-archive.com/ অতি উত্তম জায়গা এবং নামাতেও সুবিধা হয়।

Level New

Thanks