পছন্দমত এডিট করুন যে কোনো গানের ট্যগ

হাই, সবাই কেমন আছেন? আজ আপনাদের একটি জটিল সফটওয়ার এর সাথে পরিচয় করিয়ে দিবো। অনেকেই পরিচিত, বা অনেকেই হয়ত অন্য সফট দিয়ে কাজ করে থাকেন, কিন্তু আজ আমি এই ধরনের কাজের শ্রেষ্ঠ সফটওয়ারটি দেব। কাজে লাগবেই গ্যরান্টি। এর মাধ্যমে ১০০+ গান ১ মিনিটের কম সময়ে করা যায়।

আমরা স্বাধারনত বিভিন্য গানে পিকচার সহ কিছু ডিটেইলস যোগ করতে চাই, যা বাজার সময় দেখাবে। অনেকের কাছে বিরক্তিকর, তবুও এডভারটাইজমেন্ট এর জন্য এটাই বেস্ট উপায়, নরমাল মানুষের চেয়ে দোকানদার দের এই সফটটি কাজে লাগবে বেশি।

তো চলুন শুরু করা যাক।

  • এর জন্য আমাদের দরকার মাত্র ৩ মেগাবাইট এর একটি সফটওয়ার।

এখান থেকে ডাউনলোড করে নিন।

  • এবার ইন্সটল করুন। এবং ওপেন করুন।
  • ওপেন করার পর এমন একটি পর্দা আসবে, নিচে দেখুন।

এখন মেনুবার থেকে ফাইল সিলেক্ট করি। এবং Add Directory নিজের গানের ডিরেক্টরি বা ফোল্ডারটি দেখিয়ে দেই। তাহলে আটোমেটিক সব গান সিলেক্ট হয়ে যাবে। নিচে দেখুন।

অথবা আপনি চাইলে সিলেক্ট করা গান ড্রাগ করে এনে ছাড়তে পারেন। খেয়াল করুন নিচে।

এখন আপনি আপনার সিলেক্ট করা গান গুলো লিস্ট আকারে নিচে দেখতে পারবেন। ওখান থেকে একটা একটা করে বা সব গুলো একসাথে সিলেক্ট করুন।

সিলেক্ট করার পর বাম পাসের এই বার থেকে নিজের পছন্দ মত Title, Artist, Genre, Comment, বা পিকচার যোগ করুন। পিকচার যোগ করতে CD এর মত ঐখানে RIGHT BUTTON ক্লিক করে ADD COVER দিয়ে পিকচার যেটি দিতে চান সিলেক্ট করে দিন।

সব কিছু যোগ করার পরে নিচের মত দেখা যাবে, এবন পরে নিচে হাইলাইট করা সেভ আইকন এ ক্লিক করলেই সেভ শুরু হবে।

আজ এই পর্যন্তই, সাথে থাকুন, ধন্যবাদ, নতুন টিউন এর জন্য পাসে থাকবেন আশা করি।

প্লিজ দয়া করে সবাই শেয়ার করুন, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। যাতে সামনে আরো ভালো টিউন করতে পারি। আমার একটি সাইট আছে, দয়া করে আমার TECTUKTAK সাইটটি থেকে  ঘুরে আসবেন।

Level 2

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bro Very Thank’s

Welcome Everyone

vai ami onik din theke eta khusche.. thanks apnake

vai photo to dite pari na