ফ্রি USB Secure ফুল ভার্সন – পাসওয়ার্ড দিন অপনার পোর্টেবল ড্রাইভে

পেনড্রাইভ ও মেমরি কার্ডে আমরা অনেক সময় এমন সব ফাইল রাখি যা অন্য কেউ দেখলে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির সম্মুক্ষিন হতে পারে।এক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে রাখাটা নিরাপত্তা বিধানের সবচেয়ে সহজ উপায়।আর পোর্টেবল ড্রাইভে পাসওয়ার্ড যোগ করার ওনেক সফ্টওয়ার আছে, কিন্তু আজকে অমি যে সফ্টওয়ারটি অপদের সাথে শেয়ার করছি তা দিয়ে আপনি যেকোনো মেমরি কার্ড ও পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রটেকটেড করে রাখতে পারবেন।

Download Now

Download USB Secure

সফ্টওয়ার ফোল্ডারটি উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন। ফাইলটির সাইজ মাত্র ১.৩ এমবি।ডাউনলোড শেষে আনজিপ করে নিন।এখন সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করুন।ইন্সটল করার সময় ইউএসবি ড্রাইভটি অবশ্যই কম্পিউটারে কানেক্ট রাখুন এবং Destination Drive হিসেবে কোনটি প্রটেক্ট করতে চান তা দেখিয়ে দিন। (সাথে সিরিয়াল ও রেজিস্ট্রেশন কি দেয়া আছে, ফুল ভার্সন করে নিন)

USB Secure

  • ইন্সটল হয়ে গেলে উক্ত ডিভাইসে গিয়ে দেখুন USB Secure.exe নামে একটি ফাইল চলে এসেছে।

USB Secure_02

  • ওখানে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত কিছু অপশন পাবেন।

USB Secure_03

  • Set password ও Confirm password এর ঘরে কাঙ্খিত পাসওয়ার্ডটি লিখে Protect এ ক্লিক করুন।

এবার লক্ষ্য করে দেখুন, ডিভাইসটির সব ডাটা হাইড হয়ে গেছে।এখন থেকে যেইই হাইড করা ডাটাগুলো দেখতে চাইবে তাকে পাসওয়ার্ড দিয়ে প্রথমে ডিভাইসটি আন-প্রটেক্ট করে নিতে হবে।

যুক্ত হোন আমার সাথে ফেসবুকে

সৌজন্যে: iTTimesbd.com

Level 0

আমি আসিফ রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vaia pendrive pertision korbo kivabe? pertision korle ki kono problem hobe?