ফ্রি তে র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল থেকে রিজিউম সুবিধাসহ সর্বোচ্চ স্পীডে ডাউনলোড + টরেন্ট থেকে ডিরেক্ট ডাউনলোড

বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে ফ্রী ইউজার হিসেবে ডাউনলোডের কষ্ট সহ্য করাটাও আরেকটা বিরাট কষ্টের ব্যাপারX(। ওয়েটিং টাইম এর বিরক্তি বাদ দিলেও সর্বোচ্চ স্পীডে ডাউনলোড আর রিজিউম সুবিধা না থাকার দুঃখে দু;খীর সংখ্যাও কম না। দুঃখ আরও বাড়ে যখন টরেন্ট দিয়ে ৭০০মেগার একটা ফাইল ডাউনলোড করতে ১০০ মেগা আপলোড করা লাগে :(( :(( । ডাউনলোড নিয়ে এইসব দীর্ঘশ্বাস দূর করতেই এই পোস্ট।

মূল আলোচনার শুরুতে লিচিং নিয়ে ধারনা থাকলে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন।


পার্ট ১- লিচিং জিনিষটা কি, কেন, কিভাবে?

>> লিংক জেনারেটর বা লিচিং সাইট কি?
- এই সাইটগুলো র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইলের মত বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে আপনাকে প্রিমিয়াম ইউজারের মত ডাউনলোডের সু্যোগ করে দেবে ফ্রি ফ্রি। ডাউনলোডের সময় ম্যাক্সিমাম স্পিডের সাথে সাথে রিজিউম সুবিধাও দিচ্ছে কয়েকটা সাইট।

>> কেন লিংক জেনারেটর সাইট?
- আমাদের দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্ট্যাটিক আইপি সরবরাহ করা হয় বলে ফ্রি ইউজার হিসেবেও ডাউনলোড করা যায় না। অনেকের পক্ষেই প্রিমিয়াম একাউন্ট কিনে ব্যবহার করা সম্ভব না। তারচেয়ে বড় কথা- ফ্রি ফ্রি পাইলে টাকা দিমু ক্যান?! :P

>> কাজটি কিভাবে করা হয়?
- লিংক জেনারেটিং হ্যাকিং এর মত জটিল, ইল্লিগাল কোন ব্যাপার না। বরং পুরো ব্যাপারটাই খুবই সহজ ও লিগাল। লিংক জেনারেটর সাইট মালিকরা টাকা দিয়ে র‌্যাপিডশেয়ার একাউন্ট কিনে নেন এবং আপনার কাংখিত ফাইলটি নিজেদের সার্ভারে আপলোড করে নেন।(ধরে নেন তাদের হার্ডডিস্ককে)। তারপর আপনাকে ডাউনলোডের সুযোগ করে দেন। :D

>> সাইট মালিকদের লাভটা কি? উনারা কি দাতা হাতেমতাই? :-*
- না,উনারা দাতা হাতেমতাই নন। এইসব সাইটে গেলেই দেখবেন সাইটের ডান-বাম-উপর-নিচে বিভিন্ন ইমেজ ও গুগল টেক্সট অ্যাডের ছড়াছড়ি। এই অ্যাডগুলোই উনাদের আয়ের প্রধান ক্ষেত্র।

>> সাইট পাব কই?
- গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে এরকম অনেক সাইট। তবে সমস্যা হচ্ছে এইসবের ৯৯ভাগই কাজ করেনা। অনেক সময় দেখবেন আজকে একটা সাইট খুব ভালো কাজ করছে, আবার কালকেই সাইট ডাউন।X(


সিক্সওয়াইবিএইচ-আপলোড ডট কম গত দেড় বছরে আমার দেখা লিচিং এর সবচাইতে স্ট্যাবল সাইট। সাপোর্টেড সাইটস সংখ্যা সবচেয়ে বেশী এবং টরেন্ট লিচিং সার্ভারটিও স্পীডি।যেসব সাইট থেকে লিচ করাতে পারবেন- Rapidshare.com, Megaupload.com, Hotfile.com, Netload.in, sharingmatrix.com, 4shared.com, turbobit.net, letitbit.net, launchFile.com, 2shared.com, easy-share.com, depositfiles.com, uploaded.to, ul.to :D


পার্ট ২- কিভাবে কি করতে হবে

১. এই সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

২. যে মেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটার ঢুকে একাউন্ট কনফার্ম করুন।

৩. Free URL Leech এ গিয়ে আপনার ফাইলের এড্রেস দিয়ে Upload বাটনে ক্লিক করুন।

৪. দেখুন ফাইলটি ওদের সার্ভারে আপলোড হচ্ছে।

১০০% আপলোড শেষে উপরের MY FILES গিয়ে লিস্ট থেকে আপনার ফাইলটির উপর ক্লিক করে ফ্রি ডাউনলোড সিলেক্ট করুন।

৫. তারপর Create download link এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত লিঙ্ক।

টরেন্ট লিচ এর ব্যাপারটাও অনেকটা একই। শুধু লিংক দেয়ার পরিবর্তে হার্ডডিস্ক থেকে .torrent এক্সটেনশনের পিচ্চি ফাইলটা আপলোড করে দিন।

সাইটটা নিজে থেকে ঐ টরেন্ট আপনার একাউন্টে আপলোড করে নিবে।

এরপর আগের নিয়মে একইভাবে ডাউনলোড করতে পারবেন ।

হ্যাপি ডাউনলোডিং!

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Free URL Leech এ গিয়ে আপনার ফাইলের এড্রেস দিয়ে Upload বাটনে ক্লিক করুন।
———কোন ফাইল আপলোড করব ? আমাদের কাছে তো কোন ফাইল নেই ।
প্লিজ একটু বিস্তারিত ভাবে বুঝিয়ে দেন ।
ধন্যবাদ আপনাকে ।

Comments are closed.