আমাদের প্রজন্মের কেউ হিমু এবং এর রচয়িতা হুমায়ুন আহমেদের নাম শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। প্রথম দিকে আমি হিমুর কথা জানতাম না। হুমায়ুন আহমেদের আয়নাঘর পড়েছি। অন্যরকম এক মুগ্ধতা তৈরী হয় এই লেখকের বই পড়ে। চিনতে শুরু করলাম তাকে। বিটিভিতে তার লেখা নাটকও প্রচারিত হতো। হাসির নাটক। হাসি আসবেই। এরপরে সবার মুখে শুনলাম হিমুর কথা। কি নাকি এক বাউন্ডুলে চরিত্র। পড়ার আগ্রহ তৈরী হলেও বই পাচ্ছিলাম না। এখনকার কিশোরদের মত আমাদের পকেটে অত চকচকে নোট থাকতো না। ১০০ টাকার মালিক হতে পারলেই নিজেকে টাকাওয়ালা মনে হতো। তো একদিন পড়ে ফেললাম ময়ুরাক্ষী। একে একে হিমু আমার আপন হয়ে গেলো। কবে জানিনা নিজেকে হিমুর চোখ দিয়ে দেখা শুরু করলাম। নিজের অপূর্ণতাকে কল্পনার স্রোতে ভাসিয়ে দিয়ে হিমু ফ্যান্টাসিতে ভূগতে লাগলাম। এরপর বইমেলার জন্য উন্মুখ হয়ে থাকা। অন্যপ্রকাশের স্টলে আসবে হিমু সিরিজ। ঢাকায় বইমেলায় আসার সুযোগ তখনো আসে নাই। তবুও খবর রাখতাম।
আজ বইমেলা শেষ হয়ে যাবে। প্রচন্ড ইচ্ছা স্বত্বেও এবারের বইমেলায় যাওয়া হলো না। আগামীবারের অপেক্ষায় রইলাম। আজ আম্পনাদের জন্য থাকছে হিমু সিরিজের কিছু বই। হিমু সিরিজে সর্বমোট ২৫ টি উপন্যাস আছে।
আজ হিমুর বিয়ে
পারাপার
আঙ্গুল কাটা জগলু
হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
দরজার ওপাশে
চলে যায় বসন্তের দিন
হিমুর একান্ত সাক্ষাৎকার
হিমুর বাবার কথামালা
হিমু মামা
হিমুর মধ্যদুপুর
হিমু রিমান্ডে
হিমু এবং একটি রাশিয়ান পরী
হিমুর আছে জল
হিমুর নীল জোছনা
একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা
হিমুর রূপালী রাত্রী
হিমু
ময়ুরাক্ষীর তীরে
তোমাদের এই নগরে
সে আসে ধীরে
কিছু বই রয়ে গেলো। হিমু সিরিজের বইগুলোর তালিকা দিয়ে দিচ্ছি। পরে নামিয়ে নিয়েন।
১. ময়ূরাক্ষী
২. দরজার ওপাশে
৩. হিমু
৪. পারাপার
৫. এবং হিমু
৬. হিমুর হাতে কয়েকটি নীল্ পদ্ম
৭. হিমুর দ্বিতীয় প্রহর
৮. হিমুর রূপালী রাত্রি
৯. একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা
১০. তোমাদের এই নগরে
১১. চলে যায় বসন্তের দিন
১২. সে আসে ধীরে
১৩. হিমু মামা
১৪. আঙ্গুল কাটা জগলু
১৫. হলুদ হিমু কালো র্যাব
১৬. আজ হিমুর বিয়ে
১৭. হিমু রিমান্ডে
১৮. হিমুর একান্ত সাক্ষাতকার
১৯. হিমুর মধ্য দুপুর
২০. হিমুর নীল জোছনা
২১. হিমুর বাবার কথা মালা
২২. হিমুর আছে জল
২৩. হিমু এবং একটি রাশিয়ান পরী
২৪. হিমু এবং হার্ভার্ড পিএইচ. ডি. বলটু ভাই
২৫. ময়ূরাক্ষীর তীরে
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
কাজে লাগবে।ধন্যবাদ