কৈশোরে গল্প সমগ্র কি উপন্যাস সমগ্রের মোটা বই হাতে নিয়ে আমি বিস্ময়ে বিস্ময়াভূত হতাম। এত এত লেখা তারা কিভাবে লিখেছেন। তাদের কি লিখতে লিখতে আঙুল বাঁকা হয়ে যেতো না। পরীক্ষার খাতায় তিন ঘন্টা লিখেই তো আমার তর্জনীর এক পাশ বসে যেতো। আর রবীন্দ্র রচনা সমগ্র! বাপরে! ক্যামনে কি! গুরুদেব জমিদারী, ব্যবসা, বিশাল পরিবার পরিজন এত কিছুর মাঝেও কিভাবে এত কিছু লেখার সময় পেতেন সে প্রশ্নের সমাধান আমি আজো করতে পারিনি। কবিগুরু আমার কাছে চির বিস্ময়। এই মহামানবের রচনা পড়লে দেখা যাবে তার চারপাশের চেনা বৃক্ষরাজি কিছুই তার দৃষ্টি এড়ায় নাই। গত সন্ধ্যায় যখন রাস্তার ধারে আমের মুকুলের কড়া সুগন্ধ নাকে এসে হানা দিলো তখন আবার মনে পড়ে গেলো, "ওমা ফাগুনে তোর আমের বনে, ঘ্রাণে পাগল করে..." এই সংগীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে নাতো কোন সংগীত হবে!
প্রিয় বইপড়ুয়া টিউডারগণ, আজ আমি বিশ্বকবির কোন বইয়ের লিংক দিচ্ছি না। দিবো ছোটদের অতি প্রিয় সুকুমার রায়ের রচনা সমগ্র। যারা হাস্যরস সমৃদ্ধ রচনা পড়তে ভালোবাসেন তারা নিশ্চয় জানেন সুকুমার রায়ের রস সবার জন্যই।
তিন খন্ডে নামিয়ে নিন সুকুমার রচনা সমগ্র।
হাস্যরস শেষ হলে এবার আসুন সাগরে যাওয়া যাক। পৃথিবীর স্থল্ভাগের তুলনায় জলভাগে বাস করা প্রাণীর সংখ্যা কিন্তু বেশী। কি বিশ্বাস হলো না? না হওয়ারই কথা। বেশীরভাগ মানুষ তার জানার বাইরে অজানাকে ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। কিন্তু সবার ফুয়ে জোর থাকে না বলে অন্ধবিশ্বাস চেপে বসে। তখন কোন কোন গোত্রে ব্যাঙ জেলিফিশেরা দেবতার আসন পেয়ে যায়। আসুন পড়ি নারায়ন চন্দ্রের লেখা সমুদ্রের হাজারো বিস্ময়। ফাইল সাইজ 16638 KB এবং ১৯২ পৃষ্ঠার বই।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই ভালো লাগেনা এই কথা বলার দুঃসাহস কোন বইপ্রেমী বলতে পারবে বলে আমার মনে হয় না। আজ আমি শেয়ার করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোঁসাইবাগানের ভূত। ৮ মেগাবাইট সাইজে ১১১ পাতা বইটি বড়তে মন্দ লাগবে না।
লীলা মজুমদার রচনা সমগ্র আমি আগে একবার শেয়ার করেছিলাম। কয়েকদিন আগে দেখলাম আর্কাইভে নতুন করে একজন লীলা মজুমদারের বই আপলোড করেছেন। তো যারা নামাননি তারা নামিয়ে নিন ঝটপট।
বাংলা বই তো অনেক পড়া হলো। এবার কিছু ইংরেজী শেখা যাক। বইগুলো যে কত কাজের তা যার দরকার সেই শুধু বুঝবে। ইংরেজী শিখতে আগ্রহী ছাত্রের সাইফুর স্যারের বইয়ের প্রয়োজন হয় না এরকম ইংরেজীর জাহাজ বাংলার শিক্ষাঙ্গনে খুব কমই তৈরী হয় বলে ধারণা।
বলেছিলাম বই নামানোর জন্য http://www.bookdownloader.blogspot.com সাইটটি তৈরী করছি। কিন্তু সেভাবে সময় দিতে পারছি না।
তো এই বারোখানা বইয়ের অন্তত দুইখানা পড়ে শেষ করুন। তার মধ্যে নিশ্চয়ই আমি আপনার ভালোলাগার মত আরো কিছু বই নিয়ে হাজির হতে পারবো।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
ok . thx brother 🙂