এই সাউন্ড ইফেক্ট চাই? সাউন্ড ইফেক্ট? আছে হাজার রকমের সাউন্ড ইফেক্ট! তাও mp3 ফরম্যাটে !

মন মাতানো বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট কার না ভাল লাগে? হঠাৎই ইচ্ছা হয় কম্পিউটার চলার সময় যদি সাগরের ফেনিল স্রোতের গর্জন ভেসে আসত? অথবা সেল ফোনে হঠাৎই ভেসে আসত রহস্যময় আমাজন বনের ম্যাকাও পাখির ডাক? কিংবা যদি ভেসে আসে রয়েল বেঙ্গল টাইগার বা গ্রিজলি বিয়ারের ডাক? কেমন মজা করা যেত?

আমরা যারা এরকম নানান ভেরিয়েশনের সাউন্ড ইফেক্ট পছন্দ করি তাদের জন্যেই রয়েছে একটি অসাধারন সাইট যা বিনা মুল্যে সাউন্ড ইফেক্ট ডাউনলোডের সুযোগ দেয় mp3/wav/au/aiff ফরম্যাটে নামিয়ে নিন প্রায় লাখ খানেক সাউন্ড ইফেক্ট।

কি আছে এতে:

১. বিভাগ অনুযায়ী সার্চ করার সুবিধা।

যেমন Animal, Birds, Holidays, House Hold,Insects, Musical Instruments, Nature, Noisemakers, People, Sports, Tools, TV, Movies, Vehicles......সহ অনেক কিছু যা সার্চ করতে জানলেই পেয়ে যাবেন।

২. মনের মত বিভাগে গেলে দেখবেন প্রতিটা সাব মেনুতেও প্রায় এক নামে অনেক সাউন্ড আছে। আপনার যা ভাল লাগে নামিয়ে নেবেন।

৩. আপনি যদি সাউন্ড এডিটর হোন, তাহলে বলে দিতে হবেনা। আপনার নিজ বুদ্ধিতেই বুঝে নেবেন কি অসাধারন সাইট এটি।
কথা বাড়াই না। দেখে নিন।

http://www.findsounds.com/types.html

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাউন্ডগুলি ভালোই কিন্ত, কম্পিউটারে কি ভাবে ব্যবহার করব, তাহ তো বুজতেছিনা। আশা করি বিস্তারিত লিখবেন।

    ভালো একটা কনভার্টার দিয়ে .wav ফরম্যাটে কনভার্ট অরে নিন আর পরে control panel>sounds> এ গিয়ে উইন্ডোজের লগ অন সাউন্ড/স্টার্ট উইন্ডজ় সাউন হিসাবে ওই .wav ফরম্যাটের সাউন্ড হিসাবে দেখিয়ে দিন।
    ভাল একটি কনভার্টার হতে পারে-JET Audio

ভাল সাইট। ধন্যবাদ।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

frozen ভাই! দারুন জিনিস!!! আচ্ছা ভাই, কম্পিউটার চলার সময় মাঝে মাঝেই সাগরের গর্জন শোনা যাবে, এমন কোন ব্যবস্থা নাই? থাকলে প্লিজ টিউন করুন।

হ্যা আছে,এরকমই কিন্তু একটু আলাদা। সহজ কাজ। কন্ট্রোল প্যানেলে যেয়ে Scheduled Task এ যান। এর পরে এড টাস্ক এ গিয়ে আপনার পছন্দের সাউন্ডটা সিলেক্ট করে বের হয়ে আসুন। দেখবেন।

ভাল টিউন হইছে আর হিমায়িত দিহান ভাই আর অবশ্যই আপনাকে ধন্যবাদ সাইটটির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

হিমায়িত দিহান আপনি তো দেখছি আমার মূল্যবান ধন্যবাদটা নিয়েই ছাড়বেন। অনেক অনেক ধ….ন্য….বা….দ………………

Level 0

ধন্যবাদ সাইটি শেয়ার করার জন্য।