আমরা যারা এরকম নানান ভেরিয়েশনের সাউন্ড ইফেক্ট পছন্দ করি তাদের জন্যেই রয়েছে একটি অসাধারন সাইট যা বিনা মুল্যে সাউন্ড ইফেক্ট ডাউনলোডের সুযোগ দেয় mp3/wav/au/aiff ফরম্যাটে নামিয়ে নিন প্রায় লাখ খানেক সাউন্ড ইফেক্ট।
১. বিভাগ অনুযায়ী সার্চ করার সুবিধা।
যেমন Animal, Birds, Holidays, House Hold,Insects, Musical Instruments, Nature, Noisemakers, People, Sports, Tools, TV, Movies, Vehicles......সহ অনেক কিছু যা সার্চ করতে জানলেই পেয়ে যাবেন।
২. মনের মত বিভাগে গেলে দেখবেন প্রতিটা সাব মেনুতেও প্রায় এক নামে অনেক সাউন্ড আছে। আপনার যা ভাল লাগে নামিয়ে নেবেন।
৩. আপনি যদি সাউন্ড এডিটর হোন, তাহলে বলে দিতে হবেনা। আপনার নিজ বুদ্ধিতেই বুঝে নেবেন কি অসাধারন সাইট এটি।
কথা বাড়াই না। দেখে নিন।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
সাউন্ডগুলি ভালোই কিন্ত, কম্পিউটারে কি ভাবে ব্যবহার করব, তাহ তো বুজতেছিনা। আশা করি বিস্তারিত লিখবেন।