সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০৫] :: ভিডিও কনভার্ট করার সেরা সফটওয়্যার, ভিডিও তুমি পালাবে কোথায়?

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

সফটওয়্যার সমুদ্রে লাখো সফটওয়্যারের ভীড়ে সেরা সফটওয়্যার খুঁজে বের করার নিমিত্তে আমার চেইন টিউনের এটা ৫ম পর্ব। প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে, আপনার সেরা পছন্দগুলো কী কী? তাহলে তাদের পছন্দের সেরাদের তালিকায় থাকবে গান শুনা এবং ভিডিও দেখা (মুভি, গান ইত্যাদি)। আমরা এই ভিডিও গুলো দেখার জন্য সবাই যে কম্পিউটার ব্যবহার করি এরকমটা ভাবা যায় না। একেক জন একেক রকমের ডিভাইস ব্যবহার করে থাকি। এ কারনে সব ডিভাইসের জন্য সব ধরনের মিডিয়া ফরমেট সাপোর্ট করে না। আমার কথা শুনে অনেকেই হয়তো মুখে ভেংচি কেটে বলতে পারেন, কেন 3gp তো সব ডিভাইসেই সাপোর্ট করে! আসল কথা হলো 3gp সব ডিভাইসে সাপোর্ট করলেও সেটার ভালো ব্যবহার শুধু মাত্র লো কনফিগারেশন মোবাইলেই করা যায়। আসলে একেকটা ডিভাইসের জন্য সেই ডিভাইস অনুযায়ী ভিডিও দেখাটাই হলো বুদ্ধিামানের কাজ। আজকের টিউনে আমরা দেখবো কীভাবে বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা রেজুলেশনের ভিডিও তৈরী করা যায়। এর জন্য যে সফটওয়্যারগুলো সেরা তার মাঝে সেরাটা দিতেই আমার আজকের টিউন। তো চলুন তাহলে শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ভিডিও কনভার্টার সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. AVS Video Converter | $39.95
  • 02. Wondershare Video Converter | $39.95
  • 03. Aimersoft Video Converter | $49.95
  • 04. Movavi Video Converter | $39.95
  • 05. Total Video Converter | $49.95
  • 06. Leawo Video Converter Pro | $39.95
  • 07. Xilisoft Video Converter | $59.95
  • 08. ImTOO Video Converter | $59.95
  • 09. Any Video Converter | $49.90
  • 10. Prism Video Format Converter | $34.99

উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা AVS Video Converter সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

AVS Video Converter | Price $39.95

AVS Video Converter সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো AVS Video Converter এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

AVS Video Converter এর অফিশিয়াল সাইট ভিজিট করতে ছবিটির উপর ক্লিক করুন

আপনারার যারা AVS Video Converter এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।

০১. সব ধরনের ভিডিও ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন
  • Encode HD Video (inc. AVCHD, TS, TOD, AVI HD, M2TS, etc.), AVI, MP4, WMV, Blu-ray, 3GP, DVD, VOB, MPEG, H.263/H.264 codecs, DVR-MS, MKV, FLV, etc.
০২. এইচডি ক্যামেরা ভিডিও গুলোর সঠিক ব্যবস্থাপনা করতে পারবেন
  • Convert AVCHD, MPEG-2 HD, AVI HD, TOD/MOD, M2TS/MTS, etc. Edit HD-videos, add menus, subtitles, etc. and convert them to any video format supported by AVS Video Converter. Burn DVD/Blu-ray discs.
০৩. বিভিন্ন ডিভাইসের জন্য ভিডিও কনভার্ট করতে পারবেন
  • AVS Video Converter includes ready presets to convert video for iPhone, iPad, iPod Touch, Samsung, Android tablets, Sony PSP, Amazon Kindle, smartphones, portable media players, etc.
০৪. ব্যক্তিগত ডিভিডি বা ব্লু-রে ভিডিও তৈরী করতে পারবেন
  • Convert from/to Blu-ray or DVD formats. Cut, apply effects, add colorful DVD/Blu-ray menus. Split your movie into chapters and burn DVD/Blu-ray discs with AVS Video Converter.
০৫. কনভার্ট করা ভিডিওকে সহজে শেয়ার করতে পারবেন
  • Convert video to FLV, F4V, etc. with AVS Video Converter. Create HTML pages with embedded FLV/F4V videos. Upload videos on your website, Facebook, Flickr, MySpace, etc.

ডাউনলোড ফুল ভার্সন

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনের ফুল ভার্সনটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ৬০ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।

ডাউনলোড ফুল ভার্সন | ৬০ মেগাবাইট

ডাউনকৃত জিপ ফাইলের মধ্যে আছে সফটওয়্যারটির একটি ইনস্টলার ফাইল এবং যথারীতি ফুল ভার্সন করার জন্য আমার দেওয়া মেডিসিন ফাইল। জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন। তারপর ফুল ভার্সন সেটাপ দেওয়ার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।

ফুল ভার্সন একটিভেশন নির্দেশিকা

সফটওয়্যারটির ফুল ভার্সন সেটাপ এবং একটিভেশনের জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবেনা। কয়েকটা ধাপ অনুসরন করলেই আপনি ফুল ভার্সন হিসাবে সফটওয়্যারটি ব্যবহারের সুযোগ পাবেন। এর জন্য প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন এবং এন্টিভাইরাস বন্ধ করে রাখুন। তারপর সফটওয়্যারটি স্বাভাবিক সফটওয়্যারের মতো সেটাপ দিন। কিন্তু সেটাপ দেওয়া হলে ভুলেও ওপেন করবেন না। যদি ওপেন করে ফেলেন তাহলে সহজে সেটা ফুল ভার্সন হবে না। এখন নিচে দেখানো দুইটা পদ্ধতির যেকোন একটা বেছে নিয়ে সফটওয়্যারটি ফুল ভার্সন করুন।

প্রথম পদ্ধতিঃ
  • আমার দেওয়ার মেডিসিন ফাইলটি এডমিন হিসাবে রান করুন এবং স্বাভাবিক ভাবে সেটাকে ফুল ভার্সন করে ফেলুন। সামান্য ব্যাপার বলে স্ক্রিন শট দিলাম না।
দ্বিতীয় পদ্ধতিঃ
  • নিচের চিত্রটি অনুসরন করুন এবং নিরাপদে ফুল ভার্সন করুন। দ্বিতীয় পদ্ধতিটি তুলনামুলক ভাবে কঠিন হলেও আমার কাছে এটাই ভালো লাগে। তবে ঝামেলাবিহীন একটিভেশনের জন্য প্রথম পদ্ধতি শ্রেয়।

অধিক নিরাপত্তার জন্য অ্যাপ্লিকেশনটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন
  • ফায়ারওয়াল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ব্লক করতে হয় সেটা জানার জন্য আমার নিচের টিউনটি দেখতে পারেন। তাহলে পরিপূর্ণ ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভুলেও আপডেট দিবেন না (ফায়ারওয়্যাল ব্যবহার করলে চাইলেও পারবেন না)।
ফায়ারওয়াল বৃত্তান্ত – জেনে নিন ফায়ারওয়াল কী, কেন প্রয়োজন এবং কীভাবে ব্যবহার করবেন

উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে আজিবন ব্যবহার করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি ফুল ভার্সন করতে কারও কোন প্রকার ঝামেলা হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিজে আরও দুইবার চেষ্টা করবেন তারপর আমাকে সমস্যা জানাবেন।

প্রত্যেকদিন ফেসবুকে মেসেজ আসতেছে যে ভাই আমাকে একটা টেকটিউন আইডি ম্যানেজ করে দেন, কিংবা টেকটিউনসে নতুন আইডি কীভাবে খুলবো ব্লা ব্লা ব্লা। যারা এসব করছেন তাদের জন্য বলছি যে টেকটিউনসে নতুন আইডি রেজিস্ট্রেশন আপাততো বন্ধ আছে। আমি চাইলেও কিছু করতে পারবো না। তবে আমার টিউনের মাধ্যমে টেকটিউনস অথোরিটিকে অনুরোধ করছি যাতে খুব শীঘ্রই তারা টিউনার রেজিস্ট্রেশন চালু করার ব্যবস্থা করেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর সফটওয়্যার,টিউনটি ও অনেক সুন্দর হয়েছে।

ভাল লাগল @@ মনে হচ্ছে ভাল হবে । ডাউনলোড করে দেখি।

তব, আমার কাছে সবথেকে ভালো লাগে ফরম্যাট ফ্যাক্টরি।
ধন্যবাদ টিউনের জন্য।

    ফ্রিওয়্যার হিসাবে ফরমেট ফ্যাক্টরি সবার সেরা। কিন্তু প্রিমিয়াম হিসাবে বাড়তি সুবিধা কিন্তু এটাতেই বেশি পাবেন 🙂

বরাবরের মত অসাধারণ টিউন

রেয়ার বলতেও মাঝে মাঝে কয়দিন পরপর কিছুদিনের প্রয়োজনে কিছু সময়ের জন্য কিছু কিছু বিষয়ের কোন কোন ভিডিওর আকৃতি পরিবর্তনের দরকার পড়ে 😉 তাই প্রিয়তে…..

    মাঝে মাঝে কয়দিন পরপর কিছু কিছু টিউমেন্ট দেখে সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ দিতে মন চায় 😛

ভাইয়া download link kaj korchena.

bro ip hide n best vedio editing software need

কঠিন এক সফটওয়্যার।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার টিউনগুলো সবসময় সাজানো গুছানো

    সফট জিনিস বিষয়ে টিউন করছি বলেই কঠিন টিউর করলাম 😛
    মন্তব্যটাও কিন্তু সাজিয়ে গোছায়ে করেছো, ধন্যবাদ 🙂

থাঙ্কস । কাজে লাগবে । বাট লিঙ্ক কই ??

ভাই লিঙ্ক কই?

ভাই লিঙ্ক কই? একটা ছবিরও লিঙ্ক পাচ্ছিনা। ছবির উপর ক্লিক করলে কোন সাইট এই রিডাইরেক্ট হয় না। কি করি?

ফাহাদ ভাই , লিঙ্ক তো কাজ করে না, প্লিজ আপডেট ……।

Ekhon Kaj korche

প্রিয় সানিম মাহবীর ফাহাদ ভাই,
আপনার দেওয়া সফ্টওয়্যার দিয়ে তো MP3 ফর্মেটে কনভার্ট করা যায় না। আগে আমি total converter ব্যবহার করতাম। আপনার পোস্ট দেখে total converter ফেলে AVS Video Converter ইনস্টল করি। কিন্তু দেখা যাচ্ছে এতে MP3 কনভার্টের কোন অপসন নেই এবং uploader নামে একটি অপসন রেখেছে কিন্তু সেটাও কাজ করে না।
ভাই এ সফ্টওয়্যার ছাড়া অন্য আর কোন ভাল সফ্টওয়্যারের নাম এবং যদি সম্ভব হয় লিংক দিলে ভালো হতো।
অবশেষে ধন্যবাদ জানাচ্ছি আপনার এ প্রচেষ্টার জন্য।

ভাই ডাউনলোড হয় না

Level 0

ভাই ডাউনলোড লিংক কোথায়?