সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
সফটওয়্যার সমুদ্রে লাখো সফটওয়্যারের ভীড়ে সেরা সফটওয়্যার খুঁজে বের করার নিমিত্তে আমার চেইন টিউনের এটা ৫ম পর্ব। প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে, আপনার সেরা পছন্দগুলো কী কী? তাহলে তাদের পছন্দের সেরাদের তালিকায় থাকবে গান শুনা এবং ভিডিও দেখা (মুভি, গান ইত্যাদি)। আমরা এই ভিডিও গুলো দেখার জন্য সবাই যে কম্পিউটার ব্যবহার করি এরকমটা ভাবা যায় না। একেক জন একেক রকমের ডিভাইস ব্যবহার করে থাকি। এ কারনে সব ডিভাইসের জন্য সব ধরনের মিডিয়া ফরমেট সাপোর্ট করে না। আমার কথা শুনে অনেকেই হয়তো মুখে ভেংচি কেটে বলতে পারেন, কেন 3gp তো সব ডিভাইসেই সাপোর্ট করে! আসল কথা হলো 3gp সব ডিভাইসে সাপোর্ট করলেও সেটার ভালো ব্যবহার শুধু মাত্র লো কনফিগারেশন মোবাইলেই করা যায়। আসলে একেকটা ডিভাইসের জন্য সেই ডিভাইস অনুযায়ী ভিডিও দেখাটাই হলো বুদ্ধিামানের কাজ। আজকের টিউনে আমরা দেখবো কীভাবে বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা রেজুলেশনের ভিডিও তৈরী করা যায়। এর জন্য যে সফটওয়্যারগুলো সেরা তার মাঝে সেরাটা দিতেই আমার আজকের টিউন। তো চলুন তাহলে শুরু করি।
২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ভিডিও কনভার্টার সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা AVS Video Converter সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।
AVS Video Converter সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো AVS Video Converter এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
আপনারার যারা AVS Video Converter এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।
সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনের ফুল ভার্সনটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ৬০ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।
ডাউনকৃত জিপ ফাইলের মধ্যে আছে সফটওয়্যারটির একটি ইনস্টলার ফাইল এবং যথারীতি ফুল ভার্সন করার জন্য আমার দেওয়া মেডিসিন ফাইল। জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন। তারপর ফুল ভার্সন সেটাপ দেওয়ার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।
সফটওয়্যারটির ফুল ভার্সন সেটাপ এবং একটিভেশনের জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবেনা। কয়েকটা ধাপ অনুসরন করলেই আপনি ফুল ভার্সন হিসাবে সফটওয়্যারটি ব্যবহারের সুযোগ পাবেন। এর জন্য প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন এবং এন্টিভাইরাস বন্ধ করে রাখুন। তারপর সফটওয়্যারটি স্বাভাবিক সফটওয়্যারের মতো সেটাপ দিন। কিন্তু সেটাপ দেওয়া হলে ভুলেও ওপেন করবেন না। যদি ওপেন করে ফেলেন তাহলে সহজে সেটা ফুল ভার্সন হবে না। এখন নিচে দেখানো দুইটা পদ্ধতির যেকোন একটা বেছে নিয়ে সফটওয়্যারটি ফুল ভার্সন করুন।
উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে আজিবন ব্যবহার করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি ফুল ভার্সন করতে কারও কোন প্রকার ঝামেলা হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিজে আরও দুইবার চেষ্টা করবেন তারপর আমাকে সমস্যা জানাবেন।
প্রত্যেকদিন ফেসবুকে মেসেজ আসতেছে যে ভাই আমাকে একটা টেকটিউন আইডি ম্যানেজ করে দেন, কিংবা টেকটিউনসে নতুন আইডি কীভাবে খুলবো ব্লা ব্লা ব্লা। যারা এসব করছেন তাদের জন্য বলছি যে টেকটিউনসে নতুন আইডি রেজিস্ট্রেশন আপাততো বন্ধ আছে। আমি চাইলেও কিছু করতে পারবো না। তবে আমার টিউনের মাধ্যমে টেকটিউনস অথোরিটিকে অনুরোধ করছি যাতে খুব শীঘ্রই তারা টিউনার রেজিস্ট্রেশন চালু করার ব্যবস্থা করেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি-
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
অনেক সুন্দর সফটওয়্যার,টিউনটি ও অনেক সুন্দর হয়েছে।