Wondershare এর সফটওয়্যার গুলোর সাথে আমরা অনেকেই পরিচিত। এদের অসাধারণ কিছু সফটওয়্যার এর মধ্যে রয়েছে Wondershare Video Player,Wondershare Video Converter এবং আরও অনেক কিছু। তো আজকে যে সফটওয়্যারটির কথা বলছি, সেটি Wondershare এর এক অসাধারণ ভিডিও এডিটিং সফটওয়্যার, নাম Wondershare Video Editor.
বেসিক ভিডিও এডিটিং এর জন্য আমরা এক্সপি-ভিস্তা যুগে ব্যবহার করতাম, Windows Media Player। কিন্তু মাইক্রোসফট পরবর্তীতে উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮/৮.১ ভার্সন গুলতে এটি রিমুভ করে দিয়েছে, আলাদা ভাবে Windows Essential ডাউনলোড করে ইন্সটল করতে হয়।(Windows Essential এর ভেতর Windows 7/8/8.1 এর জন্য Windows Movie Maker 2012 ইনক্লুড করা হয়েছে। )কিন্তু ডাউনলোড যখন করতেই হবে, তখন আরও উন্নত মানের সফটওয়্যার ডাউনলোড করা-ই বুদ্ধিমানের কাজ।
Wondershare ভিডিও এডিটর দিয়ে শুধু মাত্র বেসিক ভিডিও এডিটিং-ই নয়, professional-looking ভিডিও-ও আপনি বানাতে পারবেন।
সাপোরটেড অপারেটিং সিস্টেম | উইন্ডোজ এক্সপি,ভিস্তা,৭/৮ |
---|---|
সাপোরটেড প্রসেসর | Intel/AMD 1GHz অথবা ততোধিক |
RAM | কমপক্ষে ৫১২ মেগাবাইট |
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
অনেক ধন্যবাদ