নিয়ে নিন ড্রাইবার ডাউনলোড, আপডেট এব্বং রিস্টোর করার Driver Essy Professional V4.9

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন।

অনেক সময় আমাদের নতুন করে উইন্ডোজ দেয়ার কারণে  ড্রাইবার প্রয়োজন হয়। কিন্তু কাঙ্কিত ড্রাইবার সিডি বা ডিভিডি না থাকার কারণে সমস্যায় পড়তে হয়। যে ড্রাইবার আমার দরকার সেটাই খুজে পাইনা বা আমার দ্বারা খুজে বের করা সম্ভব হয় না। এ সমস্ত লোকদের কথা চিন্তা করে একটা সফটওয়ার শেয়ার করলাম

Driver Essy Professional v4.9

যাতে আপনারা উপকৃত হতে পারেন। ড্রাইবার আপডেটার সফটওয়ার অনেকেই শেয়ার করছেন, বিশেষ করে প্রবাশী ভাইয়ের কথা না বললেই নয়। তিনি উইনি ব্লু একটা সফটওয়ার শেয়ার করেছেন। এটার মাধ্যমে আমি ডাউনলোড করা সফটওয়ার রাখতে পারিনা, রাখতে পারলে পরবর্তীতে আর ডাউনলোড করার দরকার হতো না। আমি আপনাদের ড্রাইবার ইজি সফটওয়ার শেয়ার করছি। এটা টিটিতে ২০১১, ২০১২ ও ২০১৩তে শেয়ার করা হয়েছে। এটা নিজেই প্রয়োজনীয় ড্রাইবার খুজে নিবে, যেটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এর জন্য প্রয়োজন। এটার মাধ্যমে ডাউনলোড করা সফটওয়ার সংগ্রহ করে রাখতে পারবেন।

এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। তবে ড্রাইবার Backup & Restore korete  পারবেন না। যদি আপনার Professional  ভার্ষনের প্রয়োজন মনে করেন। তবে কীগান দেয়া আছে । Professional  করে নিয়েন।

নিচে কয়েকটা স্ক্রিন সট দিলাম।

প্রথম ধাপ-

দ্বিতীয় ধাপ-

তৃতীয় ধাপ-

চতুর্থ ধাপ-

ডাউনলোড লিঙ্ক :

Driver Essy Professional V4.9

Level 0

আমি Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ধন্যবাদ।

যদি ফুল ভার্সন হয় তবে একটা ধন্যবাদ প্রাপ্য থাকল ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ কারন এই টিউনের কারনেই আজ আমার ওয়াইফাই আডাপ্টার ঠিক করতে পারলাম…।।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

ভাই আমি তো Registration করতে পারছি না Please Help

    Level 0

    keygen দেয়া আছে দেখেন, সাথে রিডমি ফাইলে লেখা আছে কিভাবে একটিভ করতে হবে।