হাজার হাজার মেইল করুন শুধু এক ক্লিক এ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ এমন একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে এক ক্লিক এ হাজার হাজার মেইল সেন্ড করতে পারবেন।

ফিচার সমুহঃ

১. ডাটাবেস এ থাকা সকল ইমেইল এ এক ক্লিক এ মেইল সেন্ড করা।
২. ফিল্টারিং এর মাধ্যমে একটি গ্রুপ এর সকল সদস্য কে ইমেইল করা।
৩. শুধু একজনের কাছে মেইল সেন্ড করা।
৪. Attachment সহ সবার কাছে মেইল পাঠানোর সুবিধা।

৫. নোটপ্যাড থেকে ফাইল import করে মেইল পাঠানোর সুবিধা।

তো চলুন শুরু করা যাক।

কিভাবে মেইল সেন্ড করবেনঃ

১. প্রথমে আপনার Outlook, gmail or yahoo মেইল দিয়ে Login করুন।

২. Username password দেয়ার পর Footer থেকে Server Name Select করুন।
৩. এরকম একটি interface আসবে।

৪. একাধিক ইমেইল পাঠানোর জন্য Config Multiple Email এ ক্লিক করুন।
৫. এরকম একটি interface আসবে। নতুন সদস্য Insert করার জন্য text box গুলো Fill up করুন।

৬. এখন উপরের Check Box এ ক্লিক করুন। দেখুন Load To ListView button টি সবুজ হয়ে গেছে।

৭. এখন Green Button এ ক্লিক করুন। মেসেজ বক্স এ ok ক্লিক করুন।

এবং Send Email Tab এ ক্লিক করুন।

৮. দেখুন লিস্ট বক্স এ ইমেইল গুলো চলে এসেছে।

To textbox টি automatically disable হয়ে যাবে। তাই শুধু Subject এর নাম দিন এবং Body তে কি লিখতে চান টা লিখুন। File attach করতে চাইলে Browse button এ ক্লিক করে ফাইল এর Location দেখিয়ে দিন।

৯. এবার কাজ শেষ। Send button এ একটা ক্লিক করুন। সব মেইল Attachment সহ চলে যাবে।

Note Pad থেকে ইমেইল Import করার পদ্ধতিঃ

১. List box এর নিচে আর একটি Browse Button আছে। আপনি চাইলে কোন Notepad থেকেও Browse করে সেখান থেকে Email list আনতে পারবেন।

২. Open Button এ ক্লিক করার পর।

৩. এবার আগের মত Subject and Body লিখে Send button এ ক্লিক করুন।
খেয়াল রাখবেন যেন Notepad এ কোন ইমেইল এর মাঝে Line ব্রেক না থাকে। Line ব্রেক থাকলে তার পর থেকে আর মেইল যাবে না।

একটি গ্রুপ এর সবার কাছে ইমেইল পাঠানোর জন্য।

যদি একটি গ্রুপ এর সবার কাছে মেইল সেন্ড করতে চান, তাহলে search box এ একটি গ্রুপ এর নাম লিখুন যেমন আমি Friend লিখলাম। সাথে সাথে ফিল্টার হয়ে গেল। এবার Check Box এ ক্লিক করুন। বাকি প্রক্রিয়াঃ ৬ number থেকে Repeat হবে।

পরিশেষে Sent List Tab এ ক্লিক করুন। এখানে আপনার পাঠানো মেইল এর লিস্ট দেখতে পাবেন কখন এবংকার কাছে আপনি কি ইমেইল সেন্ড করেছিলেন।

User Restriction:
১. Gmail, Outlook or yahoo ছাড়া অন্য কোন ইমেইল server দিয়ে মেইল পাঠানো যাবে না।
২. Outlook দিয়ে মেইল পাঠানোর জন্য আপনাকে ব্রাউজার দিয়ে Outlook Server এ সাইন ইন করা লাগতে পারে।
৩. Gmail দিয়ে যদি Sign in না হয় তবে নিচের লিঙ্ক এ প্রবেশ করে Security Enable করে নিন। https://www.google.com/settings/security/lesssecureapps?pli=1

৪. যদি সফটওয়্যার টির ডাটাবেস কার কম্পিউটার এ Load না হয় অথবা Data Insert না হয়, তবে সফটওয়্যার টি অন্য কোন Drive এ ইন্সটল দিয়ে দেখতে পারেন। অথবা Desktop Icon এ Right বাটন click করে Run as Administrator এ ক্লিক করতে পারেন।
৫. আপনার পিসি তে Microsoft Office 2007/2010 install করা থাকতে হবে।
৬. DOT NET FRAMEWORK 4 থাকতে হবে।

এটি একটি বেটা ভার্সন। যার ডেভেলপার আমি নিজে। টিউন টি কেমন হয়েছে এবং ব্যাবহার করার সময় কোন সমস্যা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এখান থেকে ডাউনলোড করুন।

Installation Password: starryit

Level New

আমি Salman Srabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

সুন্দর লিখছেন | আপনার কাছে কি mail তৈরির কোন ফুল ভার্সন Softwere আছে |

Level New

apni ki dhoroner mail make korte chaschhen? apnar personal host er? @ মোঃখায়রুজ্জামান বাপ্পি
eta full version software.

Level 0

Download link তো কাজ করে না, Pls link টা ঠিক আছে কিনা চেক করে দেখবেন।
ধন্যবাদ

অসাধারণ। তবে ভাই এটাতে মেইল হ্যাক হওয়ার কোন সম্ভাবনা আছে কি?

    Level New

    @মোঃ মাসুদ রানা: না মেইল হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। কারন Gmail, Yahoo and Outlook এর Security maintain করেই এটা Build করা হয়েছে। User Login এর সমস্ত নিয়ন্ত্রণ Email server এর কাছে। এই সফটওয়্যার শুধু মাত্র একটা Loop এর মাধ্যমে মেইল সবার কাছে একই সময়ে একই সাথে Transfer করে। ধন্যবাদ আপনাকে।

Level New

Sorry, direct link ta dite mistake hoyechilo. bt age je link ta chilo, software ta okhanei chilo. akhon direct link dilam. software use korte jekono dhoroner prb hole janaben. dhonnobad. @orchid

    Level 0

    @sksrabon:
    ভাই সবই ত কপি পেস্ট মনে হচ্ছে … আপনার পোস্ট এর টাইটেল ত কপি পেস্ট…নিজের আইডিয়া থেকে কিছু করুন।
    মূল পোস্ট টি এখানে দেখুনঃ
    https://www.techtunes.io/download/tune-id/330925

আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভাই

ভাই এটাতে মেইল হ্যাক হওয়ার কোন সম্ভাবনা আছে কি?

ভাই পাসওয়ার্ড টা কোথাই

Level New

Thanks Vai…Onekdin Dhore ata khujtasilam……Nice Tune……Samne aro valo & Sundor tune Asa korchi………Thanks Again….

Level 0

Thank you so much bro..

    Level New

    @nightflower33: @Surjo Roy: Welcome. Use kore dekhen kothao kono prb ase kina. prb hole must cmnt korun. ami bug free version korar try korchi. and apnader aro ki ki feature hole valo hoy setao janaben kindly.

ভাই পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড কি…