-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
আমি ব্যক্তিগতভাবে যেসব টিউন করি সেসব টিউনে সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা থাকে। কিন্তু একজন টিউনারকে তো কেবল নিজের মনের মতো করে চললে হয় না। তাদের টেকটিউন পরিবারের সদস্যদের চাহিদার কথাও ভাবতে হয়। তাদের অনুরোধের বিষয়ে টিউন করাটাও টিউনারের একটি কর্তব্য। আজ এরকম একটা সফটওয়্যার বিষয়ে টিউন করতে হচ্ছে যার ব্যবহার সম্পর্কে আমার বেশি কিছু ধারনা নেই। টপ টিউনার হোছাইন আহম্মদ ভাই আমাকে সফটওয়্যারটির ফুল ভার্সন নিয়ে টিউন করতে বলেছিলেন বিধায় টিউনটি প্রকাশ করছি। আপনাদের কোন প্রশ্ন থাকলে হোছাইন ভাই আপনাদের সমাধান দিবে আশা করি। কিন্তু টিউনের জন্য ধন্যবাদটুকু অন্তত আমার প্রাপ্য। যাহোক এবার তাহলে মুল প্রসঙ্গে আসি।
আমার নিজের জ্ঞানের পরিধি সব সময় সীমিত পরিসরের। সব কিছুতেই পারদর্শীতা আমার নেই, তবুও ডাউনলোড করার আগে সফটওয়্যারটি সম্পর্কে অল্প একটু ধারনা দিতে চাই। তবে সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে নিচের লিংক থেকে সফটওয়্যারটির অফিশিয়াল সাইট একবার ঘুরে আসুন।
সফটওয়্যারটি মুলত অ্যাপলিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। সাধারন ডেভেলপমেন্ট এনভাইরনমেন্টে (C, C++, Java, Visual Basic) যেসব কাজ করতে দিনের পর দিন বা সপ্তাহ চলে যায় সেসব কাজ আপনি এই সফটওয়্যারটি দিয়ে অনায়াসেই করতে পারবেন। এরজন্য আপনার তেমন কোন প্রোগ্রামিং জ্ঞানের প্রয়োজন হবে না। গুরুত্বপূর্ণ ফিচার গুলো নিচে এক নজরে একটু দেখে নিন।
যদি ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে গিয়ে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক এবং একটিভেশন প্রসেস একবার দেখে নিন।
এই সফটওয়্যারটির পুরাতন ভার্সন নিয়ে টিউনার প্রবাসীর একটা টিউন আমার চোখে পড়েছে টিউনটি শেষ করার পর। তবে আমি সর্বশেষ ভার্সনটি শেয়ার করছি বলে বিষয়টা হয়তো আপনারা স্বাভাবিকভাবে দেখবেন। আপনারা যারা সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড করতে চান তারা নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
আপনি যদি জিপ ফাইলটি সফলভাবে ডাউনলোড করে থাকেন তাহলে তার ভেতরে একটি সেটাপ ফাইল এবং আমার দেওয়া মেডিসিন ফাইল পেয়ে যাবেন। চলুন দেখে নিই কিভাবে একটিভ করবো এই দামী সফটওয়্যারটি।
আশা করি আমার এই সংক্ষিপ্ত টিউনটি বুঝতে আপনাদের বেশি কষ্ট হয়নি। আর টিউনে আমার অনিচ্ছাকৃত ভুলগুলি নিশ্চয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিউনের মুল বক্তব্য প্রায় শেষের দিকে হলেও শেষ কথাটুকু এখনো শেষ হলোনা.........
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
এই সফটওয়্যার তা কিভাবে ব্যবহার করে এটা শিখব কিভাবে?