ডাউনলোড করুন $২৭৫ মূল্যের AutoPlay Media Studio এর ফুল ভার্সণ সম্পূর্ণ ফ্রিতে আর প্রোগ্রামারদের দেখান বুড়ো আঙ্গুল।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আমি ব্যক্তিগতভাবে যেসব টিউন করি সেসব টিউনে সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা থাকে। কিন্তু একজন টিউনারকে তো কেবল নিজের মনের মতো করে চললে হয় না। তাদের টেকটিউন পরিবারের সদস্যদের চাহিদার কথাও ভাবতে হয়। তাদের অনুরোধের বিষয়ে টিউন করাটাও টিউনারের একটি কর্তব্য। আজ এরকম একটা সফটওয়্যার বিষয়ে টিউন করতে হচ্ছে যার ব্যবহার সম্পর্কে আমার বেশি কিছু ধারনা নেই। টপ টিউনার হোছাইন আহম্মদ ভাই আমাকে সফটওয়্যারটির ফুল ভার্সন নিয়ে টিউন করতে বলেছিলেন বিধায় টিউনটি প্রকাশ করছি। আপনাদের কোন প্রশ্ন থাকলে হোছাইন ভাই আপনাদের সমাধান দিবে আশা করি। কিন্তু টিউনের জন্য ধন্যবাদটুকু অন্তত আমার প্রাপ্য। যাহোক এবার তাহলে মুল প্রসঙ্গে আসি।

AutoPlay Media Studio | Price $275

আমার নিজের জ্ঞানের পরিধি সব সময় সীমিত পরিসরের। সব কিছুতেই পারদর্শীতা আমার নেই, তবুও ডাউনলোড করার আগে সফটওয়্যারটি সম্পর্কে অল্প একটু ধারনা দিতে চাই। তবে সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে নিচের লিংক থেকে সফটওয়্যারটির অফিশিয়াল সাইট একবার ঘুরে আসুন।

সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে ছবিটিতে ক্লিক করুন | অফিশিয়াল সাইট

সফটওয়্যারটি মুলত অ্যাপলিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। সাধারন ডেভেলপমেন্ট এনভাইরনমেন্টে (C, C++, Java, Visual Basic) যেসব কাজ করতে দিনের পর দিন বা সপ্তাহ চলে যায় সেসব কাজ আপনি এই সফটওয়্যারটি দিয়ে অনায়াসেই করতে পারবেন। এরজন্য আপনার তেমন কোন প্রোগ্রামিং জ্ঞানের প্রয়োজন হবে না। গুরুত্বপূর্ণ ফিচার গুলো নিচে এক নজরে একটু দেখে নিন।

  • Software Creation that’s Drag and Drop Easy
  • Visual Software Development for Windows
  • 20+ Visual Objects = Rapid Software Development
  • Easy Scripting Language with 865+ Built-in Actions
  • Expandable with AutoPlay Plugins and Addons
  • Not Just Dependable: Battle Hardened
  • Now Certified Windows 8.1 Compatible!

যদি ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে গিয়ে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক এবং একটিভেশন প্রসেস একবার দেখে নিন।

ডাউনলোড এবং একটিভেশন

এই সফটওয়্যারটির পুরাতন ভার্সন নিয়ে টিউনার প্রবাসীর একটা টিউন আমার চোখে পড়েছে টিউনটি শেষ করার পর। তবে আমি সর্বশেষ ভার্সনটি শেয়ার করছি বলে বিষয়টা হয়তো আপনারা স্বাভাবিকভাবে দেখবেন। আপনারা যারা সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড করতে চান তারা নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে ক্লিক করুন | ভার্সন ৮.৩.০ | সাইজ ৫০ মেগাবাইট

আপনি যদি জিপ ফাইলটি সফলভাবে ডাউনলোড করে থাকেন তাহলে তার ভেতরে একটি সেটাপ ফাইল এবং আমার দেওয়া মেডিসিন ফাইল পেয়ে যাবেন। চলুন দেখে নিই কিভাবে একটিভ করবো এই দামী সফটওয়্যারটি।

  • প্রথমে এন্টিভাইরাসটি কিছুক্ষনের জন্য বন্ধ করে রাখুন
  • তারপর সেটাপ ফাইলটি রান করুন
  • Medicine.exe ফাইলটি আপনার সফটওয়্যারের ইনস্টল ডিরেক্টরিতে পেস্ট করুন।
  • তারপর সেটা এডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে রান করুন এবং প্যাচ করুন।
  • ফুল ভার্সন কমপ্লিট।

আশা করি আমার এই সংক্ষিপ্ত টিউনটি বুঝতে আপনাদের বেশি কষ্ট হয়নি। আর টিউনে আমার অনিচ্ছাকৃত ভুলগুলি নিশ্চয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিউনের মুল বক্তব্য প্রায় শেষের দিকে হলেও শেষ কথাটুকু এখনো শেষ হলোনা.........

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সফটওয়্যার তা কিভাবে ব্যবহার করে এটা শিখব কিভাবে?

Level 0

Download dilam.

kro kache oti kaj ar karo kacha kono kaj ar na.

    @ভয়ানক পারদর্শী: আমি নিজে পরীক্ষা করে আপলোড করেছি। কারও কাছে কাজ করছে আর কারো কাছে করছে না। এটা সত্যিই ভয়ানক ব্যপার। আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি এবং আমার পিসিতে এটা ভালোভাবে চলেছে। বাকিগুলো বলতে পারবো না।

Level 2

জনাব সানিম মাহবীর ফাহাদ আপনার এই সফটওয়্যার টি potential unwanted threat হিসেবে আমার AVG Internet security সনাক্ত করেছে। আমার প্রশ্ন আপনি কি উদ্দেশও নিয়ে এই virus তি দিয়েছেন ?

    @rez: জনাব rez ভাই, উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো উপকার ভিন্ন অপকার করার মানুষিকতা কোন কালেই আমার ছিলোনা, এখনো নেই, ভবিষ্যতেও হবে না। আমি নিজেও AVG Internet security ব্যবহার করি। তবে সফটওয়্যারটি নয় মেডিসিন ফাইলটিকে আপনার এন্টিভাইরাস potential unwanted threat হিসাবে দেখেছে যা সব ধরনের ক্র্যাক ফাইলকেই দেখে। কিন্তু এটা ফলস পজিটিভ এবং শতভাগ নিরাপদ। তাছাড়া আমি নিজে চেক না করে কোন সফটওয়্যার আপলোড করিনা। আপনি মনে হয় আমার আগের কোন টিউন দেখেননি তাই এ ধরনের কথা বলতে পেরেছেন।

এটি আমার কাজে দেবে আমি নিশ্চিত । এই যে আগের কমেন্টার এটিকে ভাইরাস হিসাবে আখ্যা দিয়েছে , আমার তো এটা মনে হয় না , কারন প্রকৃত ভালোবাসা পাওয়া ব্যক্তি সেটি কখনও হারাতে চাইবে না ।…তাইতো ধন্যবাদ দেওয়া হল না তো । ও হো সরি ! ধন্যবাদ ।

    @প্রযুক্তি পিপাসু: একজন মানুষের খারাপ মন্তব্য পরবর্তি মানুষদের সন্দেহের মাঝে ফেলে দেয়। ক্র্যাক ফাইলকে এন্টিভাইরাস থ্রেট হিসাবে দেখবে এটাইতো স্বাভাবিক। কারও নির্বুদ্ধিতা অপরকে খারাপভাবে উপস্থাপনের সুযোগ দেয়। আমার প্রতি আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ প্রযুক্তি পিপাসু।

Download diye rakhlam kaje lagbe pore

thanks . এটি কি স্কান করে দিয়েছেন ?

    @নীলোৎপল বেদী: আপনি নিশ্চয় জনাবা rez এর মন্তব্য দেখে বিভ্রান্ত হয়েছেন নীলোৎপল বেদী ভাই। টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন না, আপনি আগেও আমার টিউন দেখেছেন। সফটওয়্যার টেস্ট না করে আপলোড আমি কখনোই করিনা। তাছাড়া যাদের এতো ভালোবাসা পেয়েছি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার মতো ‍দুঃসাহস আমার নেই। তারপরও যদি আপনার মনে প্রশ্ন থাকে তাহলে উত্তর হলো আমি স্ক্যান করেছি এবং ক্র্যাক ফাইলটিকে এন্টি ভাইরাস থ্রেট হিসাবে দেখছে কিন্তু এটা ফলস পজিটিভ এবং নিরাপদ। ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ফাহাদ ভাই @ শুকরান ## আর হ্যাঁ সফট টির কাজ করে ১টি টিউন করব । আপনি তো দেখি ফুল ভার্সন সফট এর বস।

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ হোছাইন ভাই, সফটওয়্যার কোন ব্যাপার না। দুনিয়া এখন ছোট হয়ে গেছে না! আরও কিছু লাগলে জানাতে ভুলবেন না। আর আপনার টিউনের অপেক্ষায় থাকলাম।

ও ভাই.. আপনি অনেক বড় উপকার করলেন

অনেক ধন্যবাদ ফাহাদ ভাই
এই সফটওয়্যার তা কিভাবে ব্যবহার করে এটা শিখব কিভাবে? jodi 2-1 ta লিংক দিতেন !!

    @Rakib Siddique: লিংক দিতে হবেনা। হোছাইন ভাই আমাকে বলেছেন খুব তাড়াতাড়ি উনি এটার ব্যবহার নিয়ে একটি টিউন করবেন। সুতরাং বুঝতেই পারছেন। তবে আপনি সফটওয়্যারের নাম লিখে ইউটিউবে সার্চ করলেই টিউটরিয়াল পেয়ে যাবেন, ধন্যবাদ।

আপনি একজন অসাম সফটওয়ার শেয়ারকারী। আপনার শেয়ার করা সবগুলা সফটওয়ারই কাজের।

শিরোনাম দেখেই বুঝেছিলাম যে এটা সিরিজ টিউন না 🙂 আমি যদিও ব্যক্তিগতভাবে আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা এডিটর পছন্দ করি- কেননা বেশি মাল্টিপল সুবিধা যেগুলো দেয় সেগুলোর কাজ আসলে ডিফল্ট এডিটরের তুলনায় খুব ভালো হয় না…..ক্ষেত্রবিশেষে ঝটপট কাজের জন্যই শুধু দরকার হতে পারে……মাথায় থাকল আপনার আজকের জিনিসটা……ধন্যবাদ ডাক্তার 😉

*** অপ্রাপ্তবয়স্ক আর সন্দেহবাদীদের কথায় কেন যে কান দেন বুঝি না……rez ভাইয়েরতো এখনও বয়সই হয়নি অর্ন্তজালে প্রবেশ করার- যে ইউজারের ক্র্যাক ফাইলের বিভিন্ন ইস্যু নিয়ে ডিজিটাল যুগেও কোন ধারণাই নেই, তার মতো অনভিজ্ঞের কাছ থেকে এরকম কিলোবাইট অপচয়কারী জঘন্য কমেন্টই তো পাবেন- তাদেরকে জবাবটাও ওদের মতোই আক্রমনাত্মক ভীতিকর ভাষায় দিয়েই দেখেন না- চরম মজা পাবেন 😉

ডাক্তার!!!??? 😛
ধন্যবাদ নিওফাইট নিটোল আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পৃথিবীতে প্রকৃত শুভাকাঙ্খির যেখানে অভাব সেখানে অহেতুক কাউকে নিজের শত্রুু বানিয়ে লাভ নেই। কারন আজকাল কারও ভালোর জন্যও যদি তার মতের বিপরীত কথা বলা হয় তাহলে তাহলে সে শত্রু ভাবতে শুরু করে। তাই সব সময় চেষ্টা করি মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার জন্য। বরাবরের মতো সুন্দর মন্তব্য এবং ততোধিক সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেকগুলো ধনেপাতা 😛

Level 0

@ সানিম মাহবীর
ফাহাদ:
ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনের জন্য।
আপনার কাছে একটা আবদার ছিলো!!!
কি ভাবে ” poweramp ” সফটওয়ার টার ফুলভারসন করতে হবে তার উপর যদি একটা টিউন করতেন?

Level 2

জনাব সানিম মাহবীর ফাহাদ , আমার AVG Internet security আপনার দেওয়া AutoPlay Media স্টুডিও টি কে Threat হিসেবে সনাক্ত করেছে বলেই আমি প্রশ্ন তুলেছিলাম, আর Crack File কি potentially harmful না safe সেটা এই লিঙ্ককের লেখা পরলেই বুঝতে পারবেন http://www.avgthreatlabs.com/virus-and-malware-information/info/crack/?name=Crack.MG&utm_source=TDPU&utm_medium=SCAN&PRTYPE=IS

আর কেউ যদি তার Anti virus কোন software টিকে potentially harmful হিসেবে সনাক্ত করার পর প্রশ্ন তলে সেটা কি তার নির্বুদ্ধিতা ? না কি এটাই স্বাভাবিক। আপনি নিশ্চয়ই AVG Programmer দের চাইতে বর Programmer না, নাকি বড় ?
আর কেউ যদি তার system এর report অনুযায়ী প্রশ্ন তোলে তখন তাকে নির্বুদ্ধিতা বলা ভদ্রতার মধধে পরে না । যেটা আপনি জনাব @ প্রযুক্তি পিপাসু: কমেন্টে উল্লেখ করেছেন।
আর জনাব নিওফাইট নিটোল এর কমেন্ট পরলেই বোঝা যায় যে উনি অভদ্রর চূড়ান্ত । আর আপনিও তাকে ধন্নবাদ দিয়েছেন। সে হিসেবে আপনি ভদ্র না অভদ্র সে টা বোঝাই যাচ্ছে ।

আর Crack file কি সেটা আমি নিচে কিছু অংশ তুলে দিলাম ।

What is Crack?

Crack is an Adware software that delivers advertisement content to end-user and may be considered privacy-invasive. This set of malware includes toolbars, multi-offer installers, intrusive and fraudulent applications, free versions of commercial products which displays advertising, and any software that is funded by advertising. Also some forms of hacker or risk tools might be classified as potentially harmful as they can be misused by an attacker (e.g. password revealers).Crack is currently ranked 12 in the world of online malware

    @rez: বুঝতে পারছি নিওফাইট নিটোল আপনাকে আন্ডা ইস্টিমেট করছে। কিন্তু আপনি যে মহাজ্ঞানী আইনস্টাইনেরই নিচেরটা সেটা আমরা বুঝতে পারিনি। ক্র্যাক বিষয়ে আপনার জ্ঞানগর্ভে গর্ভবতী বক্তব্য শুনলাম। আপনার জ্ঞানের পরিসীমা যে কতোটা বৃহৎ সেটা বুঝতে কারও সমস্যা হওয়ার কথা নয়। আপনি নিশ্চয় উইন্ডোজ নিজের টাকায় কিনে ব্যবহার করেন সাথে ফটোশপ সহ অন্যন্য সফটওয়্যারতো কিনে ব্যবহার করবেন এটা জানি। কারন ক্র্যাক ছাড়া আজকাল কোন ভালো মানের সফটওয়্যার ব্যবহার করা যায় না। তবে যাইহোক, আপনার সাথে কোন বিষয়ে তর্ক করার মানুষিকা আমার নেই। আপনার চিন্তা আপনার কাছে আর আমারটা আমার কাছে। টেকটিউনস পরিবারের অধিকাংশের মতামত নিশ্চয় আপনার চেয়ে গুরুত্বের দাবি রাখেনা। ক্র্যাক থেকে দুরে থাকুন আর আপনার মহামূল্যবান পিসিকে দিন অতিরিক্ত নিরাপত্তা। নিওফাইটকে ধন্যবাদ দিয়েছিলাম বলে মনে হয় মাইন্ডখাইছিলেন তাই অাপনাকেও দিলাম বিশাল ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমিন।

Level 0

ভাইয়া সানীম মাহবীর আমাকে FB তে এড দিন প্লিজ খুব কষ্টে আছি কিছু প্রবলেম শেয়ার করব। fb.com/lazyfahim

Link Blocked