এক্সক্লুসিভ টিউনঃ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ -এর বাংলাদেশ সময়সূচী অনুযায়ী তৈরি সম্পূর্ণ বাংলা ফিকচার [মাত্র ১.৩ মেগাবাইট]

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ শেষমেষ এসেই গেল। টানটান উত্তেজনা নিয়ে আমরা আমাদের প্রিয় দলগুলোর খেলা দেখব এই ক্রিকেট বিশ্বকাপে। বিশেষ করে প্রিয় বাংলাদেশী টাইগারদের খেলা দেখবেন না এমন বাংলাদেশী ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়াই মুশকিল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ -কে ঘিরে ব্লগার মারুফ আপনাদের জন্য শেয়ার করে যাবে নানা উপহার। ইতিমধ্যেই ICC Cricket World Cup 2015 Bangla Theme Song By Grameenphone  শেয়ার করে ফেলেছি। ঠিক সেই ধারাবাহিকতায় আজ আপনাদের জন্য ব্লগার মারুফের ছোট্ট গিফট! ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর খেলা দেখার সময়সূচীর জানার জন্য অনেক তো ফিকচার ডাউনলোড করলেন? কিন্তু আপনারা এখন পর্যন্ত বেশিরভাগ ফিকচার ইংরেজীতে পেয়েছেন। যেগুলোর অধিকাংশতেই আন্তর্জাতিক সময়সূচী অনুযায়ী তৈরি। সেই চাহিদা অনুভব করেই বানিয়ে ফেললাম ICC Cricket World Cup 2015 Full Bangla Fixtures By Blogger Maruf । এতে আপনি এবারের ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ শিডিউলটি পাবেন সম্পূর্ণ বাংলাতে। এমনকি খেলার সময়সূচীগুলোও বাংলাদেশের সময় অনুযায়ী। আরও রয়েছে অংশগ্রহনকারী ক্রিকেট টিমগুলোর গ্রুপ ভেদে তালিকা এবং ভেন্যুসমূহ। আশা করি ক্রিকেট প্রেমী বাংলাদেশীদের জন্য কাজের একটি ফিকচার হবে এটিই। ফিকচারটি মাত্র ১ দশমিক ৩ মেগাবাইটের পিডিএফ অথবা ১৮৭ কিলোবাইটের ইমেজ আকারে ডাউনলোড করে মতামত জানাবেন। তবেই আমার কাজ হবে ধন্য। সাথে নিয়মিত আপনাদের জন্য নিত্য নতুন উপহার শেয়ার করার অনুপ্রেরণা পাবো। ডাউনলোড লিংকের সমস্যা হলেও অবশ্যই দ্রুত জানাবেন।

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম। আমাকে পেতে পারেন ফেসবুক প্রোফাইলে অথবা আমার ফেসবুক ফ্যান পেজে

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

(y)

অনেক ধন্যবাদ

অনেক সুন্দর হইছে আপনার পিডিএফ টা…।। ভাল্লাগ ছে ভাইয়া

Level 0

চরম কাজের জিনিস। দোয়া রইল। তবে এড একটু বেশী হয়ে গেল। পরোপকার করতে গেলে নিঃস্বার্থ ভাবে করাই উত্তম।

    @moonofeid: ভাই, সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। স্বার্থ ছাড়া যেকোন কাজের মূল্য থাকেনা। ভাই, নিজে সময় নস্ট করে বানিয়েছি। সেই ক্রেডিটটা উল্লেখ করাটাকে বিজ্ঞাপন মনে করেন আপনি? আর আমি এমনভাবে কোন বিজ্ঞাপন উপস্থাপন করিনি যেটাতে আপনাদের কোন সমস্যা হয়। আবারো ধন্যবাদ।

ধন্যবাদ।