সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০২] :: ফটো এডিটিংয়ের সেরা সফটওয়্যার যা বদলে দিবে আপনার ফটোগ্রাফির অভিজ্ঞতা।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

ছবি সব সময়ের জন্য আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। কেউ নিজের ছবি তুলতে পছন্দ করে আবার কেউবা অপরের ছবি তুলতেই বেশি আনন্দ পায়। তবে আপনি এই দু’দলের যেটাতেই থাকেন না কেন আপনার কিন্তু ছবি এডিটিংয়ের প্রয়োজন হবেই। কারন প্রত্যেকটি ছবি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য অবশ্যই সেখানে কিছু এডিটিং করতে হবে। মুখ দিয়ে ফুঁ দিলে যেহেতু ছবি এডিট হয়না সেহেতু এর জন্য প্রয়োজন ভালো একটি সফটওয়্যার। প্রায় সব ধরনের ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হয় টাকা দিয়ে কিনে। খুব কম সংখ্যক ওপেন সোর্স সফওয়্যার ইন্টারনেটে পাওয়া যায়। কিন্তু আপনি অনেক খরচ করে একটি দামী ফটো ইডিটিং সফটওয়্যার কিনলেই যে সেটা দিয়ে ভালোভাবে ছবি এডিট করতে পারবেন সেটার কোন নিশ্চয়তা নেই। এ কারনেই আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফটো ইডিটিং এর জন্য সেরা দশটি সফটওয়্যার। আর এই সেরাদের ভেতরে সেরা সফটওয়্যারটির ফুল ভার্সন পাবেন আমার এই টিউনে। তো চলুন তাহলে শুরু করি।

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ফটো এডিটিং সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. Corel PaintShop Pro | $54.99
  • 02. Adobe Photoshop Elements | $69.99
  • 03. Serif PhotoPlus | $89.99
  • 04. Xara Photo & Graphic Designer | $89.99
  • 05. Corel PhotoImpact | $29.99
  • 06. ACDSee Photo Editor | $59.99
  • 07. Cyberlink PhotoDirector Ultra | $89.99
  • 08. PhotoStudio | $69.99
  • 09. Photolightning | $39.95
  • 10. Photo Impression | $29.99

উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Corel PaintShop Pro সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না হয় ডাউনলোড করা যাবে।

Corel PaintShop Pro | Price $54.99

Corel PaintShop Pro সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Corel PaintShop Pro এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

কোরেল পেইন্টশপ আল্টিমেট এর ফিচার সমূহ জানতে ছবিটিতে ক্লিক করুন | অফিশিয়াল সাইট

বরাবরের মতো আজ যারা আশায় আশায় ছিলেন যে অফিশিয়াল সাইটে না গেলেও আমি সফটওয়্যারটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিভিউ দিবো তাদের কে হতাশ করে দিয়ে বলছি যে আজ কোন রিভিউ হবে না। কারন Corel PaintShop Pro এর এতোই ফিচার যে তার দু’একটা বললে সফটওয়্যারটির অপমান করা হবে। তার চেয়ে বরং নিজেরাই একটু দেখে আসুন। আমি কেবল আপনাদের ভেতরের ইন্টারফেইসটা দেখাতে পারি। ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করবেন। নিচের চিত্রটি এক নজরে দেখে নিন। দেখতে ভালো লাগলেই তো কাজে কেমন সেটা বিবেচনা করবেন।

ফুল ভার্সন ডাউনলোড

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ৩০দিনের ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ২৮১ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।

ডাউনলোড কোরেল পেইন্টশপ | সাইজ ২৮১ মেগাবাইট

সফটওয়্যারটিকে ফুল-ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে ২০০ কিলোবাইট সাইজের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি অংশে থাকবে কিভাবে একটিভ করবেন।

কোরেলের জন্য মেডিসিন ফাইল | সাইজ ২০০ কেবি

বিঃদ্রঃ এই মেডিসিন ফাইল দিয়ে কোরেলের সব ধরনের সফটওয়্যার একটিভ করতে পারবেন।

ইনস্টলেশন এবং একটিভেশন

কোরেলের প্রডাক্ট সমূহ ইনস্টল করা সহজ হলেও সেগুলোর একটিভেশন প্রসেসটা একটু জটিল। আসলে বিনা পয়সায় প্রিমিয়াম সফটওয়্যার পেতে হলে তো একটু সমস্যা হবেই। তবে আমি যেহেতু আছি সেহেতু আপনাদের বেশি চিন্তা না করলেও চলবে। একেবারে নতুন থেকে অভিজ্ঞ সব ধরনের ব্যবহারকারীগণ আশা করি টিউনটি বুঝতে পারবেন। আমি ধাপে ধাপে নিচের প্রত্যেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনার ধৈর্য্যের কমতি হবেনা।

  • ১ম ধাপঃ আপনি যদি সফটওয়্যারটি সফলভাবে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করে সফটওয়্যারটির ইনস্টলারটি রান করুন। যে উইন্ডোটি আসবে তার উপরের অংশে নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনি সফটওয়্যারটিকে অ্যালাউ করে দিন। তারপর স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।

  • ২য় ধাপঃ ইনস্টলেশনের শেষ পর্যায়ে যখন নিচের মতো চিত্র আসবে তখন আপডেট অপশনটি আনচেক করে দিন। তারপর আপনার সেটাপ কমপ্লিট হলে সফটওয়্যারটি ওপেন করুন।

  • ৩য় ধাপঃ এখন নিচের মতো উইন্ডো আসবে। আপনি কোন চিন্তা ভাবনা না করে সোজা কনটিনিউ বাটনে চাপ দিন।

  • ৪র্থ ধাপঃ এরপর নিচের চিত্রটি আসলে Register Later অপশন মার্ক করে কনটিনিউ বাটন চাপুন। তাহলে সফটওয়্যারটি ওপেন হবে।

  • ৫ম ধাপঃ সফটওয়্যারটি চালু হওয়ার কিছুক্ষণ পর নিচের মতো চিত্র দেখতে পাবেন। এখন চিহিৃত জায়টিতে ক্লিক করুন। তাহলে সফটওয়্যারটি আপনার কাছে একটি সিরিয়াল-কী চাইবে। যদি নিচের চিত্রের মতো উইন্ডো না আসে তাহলে শেষ ধাপটি অনুসরন করুন।

  • ৬ষ্ঠ ধাপঃ সিরিয়াল-কী পেতে হলে আমার দেওয়া Medicine.exe টি ফাইলটি Run As Administrator দিয়ে রান করুন এবং Program লিস্টের ড্রপডাউন থেকে Corel PaintShop Pro X7 সিলেক্ট করুন। তাহলে যে সিরিয়াল নাম্বারটি পাবেন সেটা কপি করুন। না বুঝলে নিচের চিত্র দেখুন।

  • ৭ম ধাপঃ সিরিয়াল নাম্বারটি নিচের চিত্রের মতো দেখানো বক্সে বসালে আপনি চিত্রে চিহিৃত Contact Corel অপশনটি একটিভ অবস্থায় দেখতে পাবেন। এখন Contact Corel অপশনে ক্লিক করুন।

  • ৮ম ধাপঃ নিচের মতো উইন্ডো দেখতে পাবেন ঠিকই কিন্তু সব অপশন পূর্ণ অবস্থায় দেখবেন না। ইনস্টলেশন কোড গুলো কপি করুন এবং ৯ম ধাপে দেখানো মেডিসিন ফাইলের ইনস্টলেশন কোড অপশনে পেস্ট করুন। তারপর একটিভেশন অপশনে ক্লিক করলেই একটিভেশন কোড দেখতে পাবেন। সেটা নিচের একটিভেশন কোড অপশনে পেস্ট করলেই আপনার প্রডাক্ট একটিভ হয়ে যাবে।

  • ৯ম ধাপঃ ৮ম ধাপ হতে প্রাপ্ত ইনস্টলেশন কোড নিচের চিত্রে নির্দিষ্ট জায়গায় বসান এবং একটিভেট অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার কাঙ্খিত একটিভেশন কোড পেয়ে যাবেন। তারপর ৮ম ধাপ ফলো করুন।

  • ১০ম ধাপঃ আপনি যদি সবগুলো কাজ ঠিক ভাবে করে থাকেন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন। এখন পরবর্তি ব্যবহারের জন্য আপনার লাইসেন্স ইনফোরমেশনগুলো সেভ করে রাখুন।

  • ১১ম ধাপঃ ৫ম ধাপের উইন্ডোটি যদি না আসে তাহলে সফটওয়্যারটি ওপেন করে নিচের চিত্রের মতো করে রেজিস্টার অপশন চাপুন। তাহলে ৪র্থ ধাপের মতো চিত্র আসবে এবং সেখান থেকে ২য় অপশন টি সিলেক্ট করে কিছুক্ষন অপেক্ষা করুন। আশা করি তখন ৫ম ধাপের অপশনগুলো দেখতে পাবেন।

আমরা টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু আপনারা হয়তো এখনো লক্ষ্য করেনটি যে আমি যে প্রডাক্ট দিতে চেয়েছিলাম তারচেয়ে আপগ্রেড প্রডাক্ট দিয়েছি, যার মুল্য প্রায় ৭৪ ডলার। ভাবলাম ফ্রিতেই যখন দিবো তখন ভালোটাই দিবো। আশা করছি টিউনটি আপনাদের কাজে লেগেছে। দোয়া করবেন যাতে এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। তবে যাবার আগে শেষ কথাটুকু রয়েছে এখনো বাকি।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জটিল বস এটাই খুজতেছিলাম

ইয়া হু ! কি যে দিলেন ,দারুন হয়েছে কিন্তু ।

Level 3

ধন্যবাদ

অনেক ভাল একটা সফটয়ার দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে টিউন করার জন্য।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

go ahead

ওরে বাবা ……………………… যা শুরু করেছেন তাতে পুরো নেট বালান্স ই তো আপনার জন্য খরচ করতে হবে ।
থ্যাংকস । আগে এর পুরানো ভার্সন গুলো ইউস করেছি । আজ নিউ ভার্সন টা করব ।

    হুম….. আপনাদের নেট ব্যালান্স ফতুর করার প্ল্যান হাতে নিয়েছি 😛 আগামীকাল আমার পরবর্তি টিউন দেখার আগে অবশ্যই দেড় জিবি ডাটা হাতে নিয়ে টিউন পড়তে শুরু করবেন। যাহোক, অনেক ধন্যবাদ নিলোৎপল বেদী ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

তখন ফটোশপের জোয়ারের বিরুদ্ধে মাঝ নদীতে ঝান্ডা হাতে দাঁড়িয়ে থাকা বিদ্রোহী এক ফ্রেন্ডকে কোরেল ইউজ করতে দেখে জিজ্ঞেস করেছিলাম- “কাহিনি কী ক তো?” 😯 আর আপনার টিউন দেখে ওই ফ্রেন্ডের ফিরতি চাহনির মাহাত্ম্য কিছুটা হলেও হয়তো বুঝতে পারতেছি……মাথায় রাখলাম- পরে না একসময় টান দিয়ে নামাব 🙂

Level 2

আপনার টিউনগুলো সত্যিই অমুল্য রত্নের মতো। আপনার টিউন কররা ধরনটা আমার কাছে অনেক ভালো লাগে। চমতকার একটি জিনিষ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দীঘ্যায়ু কামনা করছি।

আচ্ছা এটাতে দেখলাম phoshop এর plug in support করে। তবে আমার প্রস্ন হল photoshop এর মত সব কাজ কি এইটা দিয়ে করা যায়।

    @স্বপন মাহমোদ: ফটোশপের সব প্লাগিন সাপোর্ট করবে কিনা নিশ্চিতভাবে বলতে পারছিনা তবে অনেকেই এটাকে ফটোশপের বিকল্প হিসাবে ব্যবহার করে।
    টিউমেন্টের জন্য ধন্যবাদ স্বপন মাহমোদ ভাই 🙂

অন্যান্য সফট গুলোও দরকার ছিল

    @সাহেব বিশ্বাস: একই বিষয়ে এতোগুলো সফটওয়্যার দিয়ে কী করবেন আপনি? যেটা বেশি প্রয়োজন সেটার নাম বলতে পারেন। পরবর্তি কোন টিউনে দিয়ে দিতে পারি। ধন্যবাদ 🙂

আসলেই ভালো একটা সফটওয়্যার। ধন্যবাদ একটা সুন্দর পোস্টের জন্য।
সময় করে নামাবো।

প্রিয় টিউনার আপনি টিউনটি আপডেট করে এই টিউমেন্টে রিপ্লাই দিন। টেকটিউনস থেকে আবার চেইন করা হবে।

vai sobi thik ace but amr activation code ta bad activation code dekha

    এরকম হওয়ার কথা নয়, আপনি আবার একটু চেষ্টা করে দেখুন। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

ভাই, অসংখ্য ধন্যবাদ। এ ধরনের অসাধারণ টিউন করার জন্য।

অনেক ধন্যবাদ সানিম মাহবীর ফাহাদ ভাই। এই পোস্ট টা সত্যি অনেক কাজে দিবে আমার 🙂

আপনাকে কোটি কোটি ধইন্যা

vai, windows 10 setup deyar por theke to corel paintshop install hocche na. “Your system has not modified, tyr latter” lekha ase…ki korbo?

    সফটওয়্যারটি সম্ভবত উইন্ডোজ ১০ এর জন্য কম্প্যাটিবল না। এ কারনে এরকম সমস্যা হচ্ছে। আপনি এক্সিকিউটেবল ফাইলটিতে রাইট ক্লিক করে কম্প্যাটিবিলিটি উইন্ডোজ ১০ অথবা উইন্ডোজ ৮ দিয়ে ট্রাই করেন। মনে হয় কাজ হবে।

ভাই উইন্ডোজ ১০ এর কম্প্যাটিবল ভার্সন টা যদি দিতেন

যে ফটোশপ cs6 ব্যবহার করে তার কি আর এই সফটওয়ারটা অতিরিক্ত কোন সুবিধা দেবে? ডাউনলোড না করেই প্রশ্নটা করলাম। আপনার উত্তর পাবার পর ডাউনলোড করবো।

    ফটোশপ দিয়ে তো দুনিয়ার সব কাজই করা যায়। ফটোশপে এক্সপার্ট হলে আর কোন সফটওয়্যারের প্রয়োজন নেই। তবে কম পরিশ্রমে বা কম জ্ঞানে ভালো ফটোগ্রাফিক কাজের জন্য এটা কাজে লাগবে।

ফাহাদ ভাই এখানের প্যাচ ফাইলটা দেখাচ্ছে যে নাই বা ডিলেট হয়েছে। প্লিজ আমার এইটা প্রয়োজন যদি আবার দিতেন মিডিয়াফায়ারে দিলে ভালো হতো। আর একটা কথা এই সফটয়ারের ২০১৬ সালের এখন পর্জন্ত আপডেট অফলাইন সফট থাকলে দিয়েন। ধন্যবাদ।

medicine file kaj hosse na