-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
আপনারা যারা সফটওয়্যারটির ফুল ভার্সন খুঁজতেছিলেন তাদের ধন্যবাদ জানানো উচিত টপটিউনার হোছাইন আহম্মদ ভাইকে যার জন্য আজকের এই টিউনটি করা এবং এরফলে আপনারা $৯৫.৯৫ মূল্যের সফটওয়্যারটির ফুল ভার্সন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা যারা সফটওয়্যারটি আগে ব্যবহার করেছেন তারা সরাসরি ডাউনলোড সেকশনে চলে যেতে পারেন আর যারা সফটওয়্যারটি সম্পর্কে কিছুই জানেন না অথবা আজকেই সফটওয়্যারটি প্রথম নাম শুনেছেন বা ব্যবহার করতে চলেছেন তাদের জন্য সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করবো যাতে আপনারা জেনেশুনে সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে অন্ধ অনুসরন ত্যাগ করে জেনেশুনে কাজ শুরু করি।
AutoPlay Menu Builder হলো একটি বহুল ব্যবহৃত এবং সবচেয়ে কার্যকর টুলস যার সাহায্যে আপনি আপনার সিডি বা ডিভিডির অটোমেটিক প্লেয়িং মেনু তৈরী করতে পারবেন। কোন প্রকার প্রোগ্রামিং জ্ঞান ছাড়া আপনি শুধুমাত্র মাউসের কিছু ক্লিকের মাধ্যমে একটি চমৎকার মেনু তৈরী করতে পারবেন যা আপনার সিডি-ডিভিডি ড্রাইভে ডিস্ক প্রবেশ করালে অটোমেটিক পপ-আপ হবে। আর এই মেনুর সাহায্যে আপনি অ্যাপ্লিকেশন চালু করতে পারবেন, যেকোন ডকুমেন্ট খুলতে পারবেন, গান শুনা বা মুভি দেখা সহ আরো অনেক কিছু করতে পারবেন। আপনার সিডি ডিভিডির জন্য এটাই হতে পারে সর্বোত্তম সমাধান। তো চলুন এক নজরে কিছু ফিচার দেখে নেই-
আশা করছি সফটওয়্যারটির ব্যবহার নিয়ে হোছাইন আহম্মদ ভাই একটি টিউন করবেন। কারন তাকে সফটওয়্যারটির সর্বশেষ ভার্সনটি উপহার দেওয়া হলো। তবে আমি কেবল আপনাদের একনজরে একটু দেখিয়ে দিতে পারি যে ভেতরে দেখতে কেমন লাগে, কারন কথায় আছে......
উপরে উল্লেখিত ফিচার সমূহের সাথে যদি আপনার প্রয়োজন মিলে যায় তাহলে আপনি সফটওয়্যারটি নিচের ডাউনলোড লিংক থেকে Latest Version ডাউনলোড করে নিন। আর যদি প্রয়োজন নাও থাকে তাহলেও পরবর্তি প্রয়োজনের কথা ভেবে রেখে দিতে পারেন। এর জন্য আপনার কেবল ১০ মেগাবাইট ডাটা অপচয় হতে পারে।
আশা করি টিউনটি আপনারা সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। মানুষ ভুলের উর্ধ্বে না, আপনাদের সামনে সফটওয়্যারটি উপস্থাপনের ক্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এখন টিউনটির একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। তবে যাবার আগে কিছু কথা রয়েছে এখনো বাকি.........
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
মন্দ না | ভালোই |