তৈরি করুন ফটো/ভিডিও স্লাইডার , সাথে জাকজমক সব ইফেক্টস

নানা কারনে আমাদের ফটো বা ভিডিও স্লাইডার তৈরি করতে হয় । আমার সব ছবিগুলোকে আমার বিভিন্ন ইফেক্টস দিয়ে স্লাইডার তৈরি করতে পারি ।এজন্য অনলাইনে অনেক ফ্রী সফটওয়্যার পাবেন বিনামূল্যে বা কিনে নিতে পারেন । 

আমি আজ আপনাদের কাছে যে সফটওয়ারটি দেখাবো সেটা ফ্রীও  ব্যবহার করতে পারবেন আবার কিনেও নিতে পারবেন । আমার কাছে এই সফটটিকে খুব ভালো মনে হয়েছে । আপনি ব্যক্তিগত ফটো স্লাইডার ছাড়াও , আপনার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন এই সফট এর সাহায্যে । এছাড়া যেকোন ফরম্যাটের ভিডিও ফাইলকে অন্য ফরম্যাটের ভিডিও ফাইলে রূপান্তর করতে পারবেন ।

ব্যক্তিগত ফটো স্লাইডার এর সাথে বিভিন্ন কাস্টম ইফেক্টস সহ অডিও যোগ করতে পারবেন । আর ভিডিও এর জন্য অনেক ভিডিও জোড়াতালি দিয়ে একটি ভিডিও করতে পারবেন । আমরা যারা ইউটিউব এ কাজ করি তাদের এই ধরনের সফটওয়ার দরকার হয় ।

আর একটা কথা এর সাথে ডিফল্ট ভিডিও প্লেয়ার থাকে , আপনি উইন্ডোজে প্লে হয়না এমন যেকোন ভিডিও এই সফট এর সাহাজ্যে চালাতে পারবেন । আর ভিডিও ফরম্যাট তো চেঞ্জ করতে পারবেনই। 

আমার এলোমেলো লেখাই হয়ত কিছু বুজবেন না  🙄  তাই নিজে ডাউনলোড করে ব্যবহার করে দেখুন ।

আর ব্যবহার দেখার জন্য এই ভিডিওটি দেখতে পারেনঃ     ভিডিওটি দেখুন এখানে ক্লিক করে

আর সফটওয়ার এর ডাউনলোডলিঙ্কঃ     এখান থেকে ডাউনলোড করুন 

ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনঃ  হাউটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এই লিঙ্কে 

Level 0

আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পোস্ট । তবে হ্যাঁ পোস্ট টিতে কিছু বিষয় সংযোজন করলে আর ও ভালো হত । যেমন পোস্ট বিষয়ক স্ক্রিনশট , সফটওয়ারের নাম , বৈশিষ্ট্য , ব্যবহার বিধি ইত্যাদি নানা বিষয় । না হলে যেটা হয় অনেকের কাছে এই সফট টি থাকা সত্ত্বেও না জানার কারনে এটি পুনরায় ডাউনলোড করে । সর্বোপরি ধন্যবাদ ।