ট্রাইল ভার্সন সফটওয়্যার কে চালান দিনের পর দিন

আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় নানা ধরনের সফটওয়্যার ইনস্টল করে থাকি। এই সফটওয়্যার গুলোর অনেক গুলোই থাকে ট্রাইল ভার্সন যা একটা নিদৃষ্ট সময় পর আর কাজ করে না। এই সমস্যা সমাধান করতে পারে runasdate নামের এই ছোট্ট Freeware. মাত্র ২১.১০ কেবি এই Freeware টি  ট্রাইল ভার্সন সফটওয়্যারের  date পাল্টিয়ে দিয়ে আবার চালাতে সক্ষম করে তোলে।

16.png

প্রথমে runasdate Freeware টি ডাউনলোড করে run করুন, এখন যে ট্রাইল ভার্সন সফটওয়্যারটির সময় পার হয়েছে তার .EXE ফাইল Browse করে দেখিয়ে দিন। তারপর সফটওয়্যারটির মেয়াদ শেষ হওয়ার আগের কোন Date বসিয়ে দিন এবং Run বাটনে ক্লিক করুন। ( বি:দ্র: সফটওয়্যারটির ইনস্টলের আগের Date বসালে কাজ করবে না )

 সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।

সূত্র: প্রথমআলো

Level New

আমি মন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাবনা যত দূরে যাবে আমিও যাব তত দূরে, দৃষ্টি যত ছাড়িয়ে যাবে আমি দাড়াব না তীরে.............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দয়া করে আজ প্রথম আলো থেকে সংগ্রহ কৃত কথাটা লিখুন ……………………………… darkload ভাই আপনি কোথায ? তাড়াতাড়ি দেখুন ।

Thanks for Suggestion.

জিনিসটা যেখান থেকেই আনুক এটা অনেকের কাজের । তাই শুধু শুধু অন্যের নিন্দা করার অভ্যাসটা বাঙ্গালির আর গেলোনা। ধন্যবাদ টিউনারকে ।

কোন লেখার সূত্র/মূল লেখকের নাম তখনই টিউনে উল্লেখ করতে হবে যখন কোন লেখার পুরোটি বা অংশ বিশেষ হুবহু কপি করে পেস্ট করা হয়। কোন লেখা থেকে আইডিআ নিয়ে টিউনার নিজের মত করে টিউন লেখতেই পারে। এই টিউনটির বিষয় এবং প্রথম আলোতে প্রকাশিত লেখাটির বিষয় একই। কিন্তু টিউনার এই টিউনটি নিজের মত করে লেখেছে। এক্ষেত্রে সূত্র প্রকাশ টিউনারের উপর নির্ভর করে।

এই বিষয় নিয়ে ভবিষ্যতে আর কোন সংশয় তৈরি হবে না বলে আশা করা হচ্ছে।

Level New

মেহেদী আকরাম ভাই কে খুব মিস করছি ………..
উনি টেকটিউনসে নিয়মিত টিউন করলে এই লেখাটি প্রথম আলোতে প্রকাশের আগে টেকটিউনসে প্রকাশ হতো।

সোহেল ভাই মনে হয় নিয়ম কানুন কিছুই জানেন না। লেখক নিজের মত করে লিখতেই পারে। সে তো আর কপি পেষ্ট করে নাই। আপনি যদি এই সমস্ত কথা ধরার জন্যে বসে থাকেন তবে আগে আপনাকে বলব ……. দেখেন প্রথম আলো এই মাল কই পেল।

কারন, ওয়েব থেকে নিউজ মারাটা আমাদের দেশের পত্র পত্রিকার অনেক পুরানো সভাব। যদি তাদের জিজ্ঞাসা করা হয় লেখার সূত্র কি?

উত্তর : ইন্টারনেট 😉

আপনাদের এই মন্তব্য গুলো আমাকে আরো বেশি বেশি টিউন করার প্ররনা যোগাচ্ছে। দোয়া করবেন যেন নিজের মেধা খাটিয়ে অনেক সুন্দর সুন্দর টিউন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

তুমি চালিয়ে যাও মন্ময় …….. আমরা আছি।

Level 0

@সোহেল
ভাই প্রথম আলো তো আর এই ট্রিকসটা নিজে বানাইনি, কোথাও না কোথাও হতে নিয়ে এসেছে। তাই টিউনারকে কোন কিছু বলা আমি সাপোর্ট করতে পারলাম না।
@মন্ময়
ভাই নিন্দুকের কথায় কান দিবেন না। আপনি আপনার মত চালিয়ে যান।

আপনারা একতরফাভাবে সোহেল ভাইকে ঝাড়ি দিচ্ছেন, তিনি তো শুধুমাত্র লেখাটি প্রথম আলোতে লেথাটি প্রকাশিত হয়েছে এই কথাটি বলেছেন।

ধন্যবাদ ,মন্ময় ভাই এখন আর Crack software ব্যাবহার করা লাগবে না । হা হা হা…………………………

সবিতো বুঝলাম। মাগার আমি….
আচ্ছা আমার আসল লিংকটা দিয়… http://mehdiakram.wordpress.com/2009/01/16/open-trial-period-expire-software/

মেহেদী আকরাম ভাই আপনার প্রথমআলোর লেখাটা খুব খুব সুন্দর ছিল। তাই টিউনটা করার লোভ সামলাতে পারি নাই। pls আপনি আমাদের মাঝে আবার ফিরে আসেন আর আপনার অদ্ভুত সুন্দর লেখা দিয়ে আমাদের টেকটিউন কে তথা সমস্ত বাংলা ফোরাম কে সমৃদ্ধ করুন।

Level New

ভাই আমার তো কাজ হচ্ছে না আপনারা কেহ ব্যবহার করে থাকলে দয়া করে জানান এবং কি ভাবে করে তাও জানান

Level New

Kaz kora naaaaaaaaa!!!!!!!!!!!!!!!

Level New

Vuya kaj korenaaaaaaaaaaaaaaaaaa

Level New

Another good one is Date Cracker 2000
উপরের সমস্ত কমেন্টসগুলিই দেখলাম,তাই আমি ওগুলির মধ্যে প্রবেশ করছি না।আমি Runasdate এবং Datecracker
এই দুটি এপ্লিকেশনই বহুদিন থেকে ব্যাবহার করছি আর এগুলি থেকে আমার এটাই অভিজ্ঞতা হয়েছে যে…………।
এগুলি কাজ করে তবে সমস্ত ট্রায়াল এপ্লিকেশনের সঙ্গে নয়,মর্ডান এপ্লিকেশনগুলির ক্ষেত্রে এগুলি একটু কমজোর।
http://amitsantra.wordpress.com/2009/02/26/run-trial-application/#more-2175 এখানে এই বিষয়ে একটি পোস্ট আছে দেখতে পারেন।

কই, আমার ক্যাস্পারস্কিতে তো কাজ করল না!! এর জন্য কি করতে হবে?

Level 0

প্রিয় বন্ধু, খুবই ভালো, সুন্দর ও কাজের টিউন…….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….

Level 0

are jekono trial softare unlimit chalano jai kono software sara apn je din trial app. inst. korben tar date mone rakhben tar por oi software ar date jokhon 2 din ba 1din thake tokhon apnar computer clook a buble clik kore clook open koron (je din trial soft. ins. diasen o diner date dia din. bas

Level 0

link kaj kore na plzzz give new link…………