সবাই আশা করি ভালো আছেন। Software লাভারদের জন্য আজকে একটি টিউন করতে বসলাম। টিউন টি পড়ে দেখুন, হয় তো বা আপনার কাজে লাগবে।আমি যেগুলো দিয়েছি সেগুলো-
Malware শব্দটি মূলত "Malicious Software" এর সংক্ষিপ্ত রূপ। সকল প্রকার ম্যালিসিয়াস সফটওয়্যার যেমনঃ ভাইরাস, কী লগার, ডায়ালার, ওয়ার্ম, অ্যাডওয়্যার, ট্রোজান হর্সেস ইত্যাদি সব ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত, আর অ্যান্টিম্যালওয়্যার হল সেই প্রোগ্রাম যা ম্যালিসিয়াস সফটওয়্যার এর আক্রমণকে প্রতিরোধ করতে পারে। এখানে একটি কথা, যে আমরা ক্ষতিকারক সফটওয়্যার বলতে শুধু ভাইরাস কেই বুঝি, আর এই কারণে বাজারে প্রচলিত বিভিন্ন অ্যানটিভাইরাস সফটওয়্যার অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকর হলেও আমাদের কাছে অ্যানটিভাইরাস নামেই পরিচিত। মূলত এগুলো Anti malware সফটওয়্যার।অর্থাৎ
সকল ভাইরাস-ই ম্যালওয়্যার কিন্তু সকল ম্যালওয়্যার ভাইরাস নয়
[NB: এইগুলা ছাড়া অন্য কোন ব্রাউযার আমাদের দেশে কেউ ব্যবহার করে বলে জানা নাই, তাই আর ব্রাউযার এর ডাউনলোড লিঙ্ক দিলাম না, হুদায় পেজের লোডিং টাইম বাড়িয়ে ব্যান্ডউইডথ খাওয়ার মানে হয় না]
আরও অনেক কিছু হয় তো দেয়া যেত, কিন্তু সময় হল না, দুঃখিত। এত বড় একটা টিউন করতে কোথাও লিঙ্ক মিসিং হওয়া স্বাভাবিক। এমনটা হলে(বা না হলেও 😆 ) একটা টিউমেন্ট করবেন, আমি ঠিক করে দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
dap ta download kre dekhbo naki but dap ki idm er mto youtube video detect krte pare,