আবার ফিরে আসলাম প্রযুক্তিপ্রেমিদের কাছে……..
আজকে প্রযুক্তি নিয়ে কিছু বলছি না।শিঘ্রই সেই বিষয়ে ফিরতে পারবো আশা করি
অসাধারন মুভি পিকের বাংলা সাবটাইটেলের কাজ শেষ করলাম,সেটাই শেয়ার করছি।
পিকে মুভির বাজেট ছিলো ৮৫ কোটি রুপি,এখন এর লাভাংশ মুভির বাজেটের ২৫০ গুন !!!!!!
বস আমির নিজের উচ্চতাকেই ছাড়িয়ে যাচ্ছেন বার বার,
বলিউডে সর্বপ্রথম ১০০ কোটির বেশি আয় করে তার অভিনীত গাজনি,
সর্বপ্রথম ২০০ কোটির বেশি আয় করে 3 ইডিএটস
আর ৩০০ কোটি…….. পিকে
ভারতে গত ২০ দিনে এই মুভির মোট আয় ৩১৭.৫ কোটি
আর বিশ্বব্যাপি মোট ৪৬৫.৫ কোটি
পিকে সম্পর্কিত কিছু মজার তথ্য –
ツপাবলিকলি রিলিজের আগের দিন শচীন টেন্ডুলকার আমিরের পারফরমেন্স দেখে পুরাই হতবাক হয়ে যান,তিনি সবাইকে এটা দেখার জন্য পরামর্শ দেন।
ツআমির এই মুভিতেই তার ক্যারিয়ারের সর্বপ্রথম নগ্ন অভিনয় করেন
ツমুভিতে পরা আমির খানের পোষাকগুলা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে জোগার করা
ツসম্প্রচার স্বত্ত বিভিন্ন হলের কাছে বিক্রির আগেই বলে দেওয়া ছিলো,যে এই মুভি ৩০০ কোটির বেশি আয় করবে,শুধুমাত্র দেশের হিসাব করলেই এটাই সবচেয়ে বড় আয়ের অংক ।
ツএকযোগে ৬হাজার হলে মুক্তি পেয়ে পিকে এইদিক দিয়েও ভারতের ১ নাম্বার মুভি
ツসঞ্জয় দত্ত জেলে থাকায় আমির তার সাথে জেলখানায় বসে ছবি দেখার পরিকল্পনা করছেন।
ツএই মুভির সিকুয়েল বানানোর পরিকল্পনা হচ্ছে
ツআমির খানের ছেলে জুনায়েদ খান এই মুভির সহকারি ডিরেক্টর
ツআমির খানের প্রায় ১০০০ পান খেতে হইছে এই মুভির জন্য
ツবিশ্বাস হিন্দু পরিষদ নামে এক সংস্থা হিন্দু ধর্ম সংগঠন এই মুভির বিরুদ্ধে মামলা করার চিন্তা করছে
ツলাগে রাহো মুন্ন ভাই,মুন্না ভাই এমমিবিএস, 3 ইডিএয়েটস, এক থা টাইগার এবং পিকে ।
কাজ কম করলেও রাজকুমার হিরানি যে ডিরেক্টরদের পারফেক্টনিস্ট তাতে কোন সন্দেহ নাই।
ツভারতের নাইকারা ইচ্ছামতো ছবি তুললেও কারো কিছু আসে যায় না,কিন্তু পিকের প্রথম পোস্টারে আমির খানের অর্ধনগ্ন ছবি থাকায় তা নিয়ে রিতিমতো বিক্ষোভ শুরু হয়।এর ফলে ডিরেক্টর মুভির পোস্টার পরিবর্তন করতে বাদ্ধ হন।
ツমুভি রিলিজের পরও ধর্মানুভুতিতে আঘাত আনার জন্য অনেক জায়গায় চলছে আন্দোলন।ভাংচুর করা হচ্ছে সিনেমা হল। কিন্তু এবার আর পিছিয়ে আসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজকুমার হিরানি।
তাছাড়া এই মুভির পক্ষেও স্লোগান মিছিল হয়েছে অনেক জায়গায়।
ツকিছু স্পয়েলার দেওয়ার ইচ্ছা ছিলো,কিন্তু যারা দেখেন নাই তাদের কথা চিন্তা করে বাদ দিলাম।
ツদেখে আসেন টুইটারে পিকে সম্পর্কে সাধারন মানুষের প্রতিকৃয়া …..
https://twitter.com/hashtag/pk
PK Bangla Subtitle - Encoded By Ishraque
VLC তে অনেকে বলেন বাংলা সাবটাইটেল সাপোর্ট করে না।আমি Comic Sans MS ইংলিশ সাবের জন্য ব্যাবহার করি,
বাংলাতেও দেখলাম ফন্ট ঠিকই আছে।তবে যাদের VLC তে প্রবলেম করে তারা VLC ওপেন করে কিবোর্ড থেকে Control + P চেপে ইন্টারফেস ওপেন করে Subtitels / OSD > Subtitle Efect থেকে যেকোন বাংলা ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিবেন।আশা করি কাজ করবে।
আর Kmplayer দিয়ে খুব ভালোভাবেই চলে।যারা দেখবেন,Kmplayer দিয়েই দেখতে সাজেস্ট করবো।
বলে রাখা ভালো,আমি যেই মুভিটা দেখছি,সেটা অনুযায়িই সাব বানানো,এর ফ্রেম রেট 24 FPS. আপনার ফ্রেম রেট ২৪ থেকে বেশি অথবা কম হলে সাব আগে পিছনে হতে পারে।ফ্রেম রেট দেখতে Kmplayer এ মুভি ওপেন করে Alt+J চাপুন
বর্তমানে পাওয়া সবচেয়ে ভালো পৃন্টের সাথে পুরোপুরি মিলে যাবে,যাদের কাছে পিকের এই পৃন্ট নাই এবং পর্যাপ্ত মেগাবাইট আছে,এখান থেকে নামিয়ে নেন।
আপনার কাছে থাকা অন্য কোন পৃন্টের সাথে যদি বাংলা সাবটাইটেল ম্যাচ না করে,অর্থাৎ কথা আগে সাব পরে,কিংবা সাব আগে কথা পরে হয়,তাহলে -
Kmplayer এ কীবোর্ডের P বাটনের পাশে থাকা [থার্ড ব্র্যাকেট] দুইটা দিয়ে আগে পেছনে করতে পারবেন,
VLC তে এই কাজের জন্য G এবং H অক্ষর দুটি ব্যাবহার করতে হবে।
একবার এডজাস্ট করে নিলে আরামসে পুরো মুভি দেখা যাবে।
অনেকে দেখলাম পিকে নিয়া ফেসবুকে আন্দোলন করা শুরু করছেন,বাংলা সাব দিয়ে দেখলে মুভির পুরো অর্থ বুঝতে পেরে চিল্লাপাল্লা বন্ধ করবেন আশা করি।
ধর্মান্ধতা,জাতিভেদের বিরুদ্ধে পুরো মুভিতেই খুব শক্ত ম্যাসেজ দেওয়া হইছে সবাইকে ,সব মিলিয়ে বলতে গেলে সুপার……
ও আচ্ছা,বহুত কস্ট করে বানাইছি,সাবসিন ডট কমে একটা রেটিং দিয়া আইসেন সময় হলে,
ভালো / খারাপ ইচ্ছামতো যেকোন রেটিং।
http://subscene.com/subtitles/pk/bengali/1040436
ফেসবুক / ইমেইল দিয়ে লগইন করে রেট করা যাবে।
দেখে নিন পিকে মুভি নিয়ে তৈরি মজার কিছু ছবি
আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে ভালো কাজ করার জন্য উৎসাহিত করুন
এছাড়া ফেসবুক গ্রুপে যোগদান করে নিজের মতামত প্রদান করলে অনেক ভালো লাগবে
আজকে এ পর্যন্তই,দেখা হবে অন্য কোন সময় অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন ।
আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।