হ্যালো বন্ধুরা কেমন আছো?সবাই ভাল আছোতো?আমি ভাল।টিউনের শুরুতেই সার্ভে বাইপাস করার নাম শুনে সবাই মনে হয় হুমড়ি খেয়ে পড়ছ 😀 ।আর যারা জানো না তাদের জন্য বলছি সার্ভে কী?
মনে কর তুমি কোন ফাইল ডাউনলোড করতে গেছ।এখন তুমি ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমাকে কিছু অফার দিবে এবং শর্ত দিবে এই অফারগুলা পূরণ করলে তুমি তোমার ফাইল ডাউনলোড করতে পারবে।
কি বিরক্তিকর !
আমি নিজেও অনেকদিন ধরে এই সার্ভের জ্বালায় শান্তিতে কোনকিছু ডাউনলোড করতে পারিনাই।নেটে অনেক ট্রিক দেয়া থাকলেও কোনটাই কাজ করে নাই।কিন্তু আজকে ভাগ্যর জোরে সেই মূল্যবান ট্রিকটা পাইছি 😀 ।তো চল শুরু করা যাক।
এই ট্রিকটা আমি নিজে ট্রাই করে তবে শেয়ার করছি।আপনাদের ক্ষেত্রে কাজ না করলে আমি দায়ী থাকব না।
১।প্রথমে Zenmate নামের এই ওয়েব এক্সটেনশন ডাউনলোড করুন
মজিলা ফায়ারফক্স
https://addons.mozilla.org/fr/firefox/addon/zenmate-security-privacy-vpn/
২।ডাউনলোড করার পর আপনার ইমেইল চাবে।নিজের ইমেইল দিতে পারেন অথবা এই লিঙ্ক থেকে একটা ফেক ইমেইল তৈরি করতে পারেন
http://www.fakemailgenerator.com
৩।এবার Zenmate চালু করুন এবং আপনার ডিফল্ট লোকেশন চেঞ্জ করে USA সিলেক্ট করুন।
(এই এক্সটেনশনটা VPN এর মতো কাজ করবে।)
(VPN সফটওয়্যার থাকলে ৪ নাম্বার থেকে কাজ করুন)
৪।এবার ক্রম থেকে incognito mode সিলেক্ট করে নতুন একটা ট্যাব খুলেন এবং মজিলা থাকলে Private window খুলেন।খেয়াল রাখবেন নতুন ট্যাবে জেন Zenmate চালু থাকে।
৫।এবার আপনার যেকোনো ওয়েবসাইটে যান যেখানে সার্ভে আছে।যেমন আমি FileIce ওয়েবসাইটের ক্ষেত্রে বলছি।
৬।এবার আপনি ডাউনলোড করতে যান।এখন আপনাকে আবার আগের মতো কিছু অফার শো করবে।এখন অফারগুলোর মধ্যে থেকে এমন একটি অফার সিলেক্ট করুন যেটা Card শব্দ দিয়ে শেষ হয়।অথবা এমন কোন অফার সিলেক্ট করুন যেমন আইফোন জিতে নিন ইত্যাদি।খেয়াল রাখবেন অফারটা যেন এমন হয় যেখানে কোন ডাউনলোড করতে হবে না শুধু অংশগ্রহণ করতে হবে।
৭।এবার No thanks,continue সিলেক্ট করুন যেটা উপরে ডানে থাকার কথা।
৮। এবার আপনার ইমেইল বা পারসনাল ইনফো যেমন নাম,ফোন,জিপ কোড চাবে।এক্ষেত্রে আপনি এই সাইট থেকে ফেক ইনফো জমা দিতে পারেন http://www.fakenamegenerator.com/
আর ইমেল চাইলে এই ওয়েবসাইট ইউজ করতে পারেন http://www.fakemailgenerator.com
৯।এভাবে বক্সগুলা পূরণ করতে থাকেন।
১০।পূরণ করা শেষ হলে দেখবেন আপনার কাঙ্খিত ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে 😮 😮
ট্রিকটা ক্রম ব্রাউজারে সবচে ভাল কাজ করে।
কি কাজ হল?হইলে একটু কষ্ট করে কমেন্ট করেন।না হইলে বলবেন
(কোন লুইচ্চা এই পোস্ট কপি করলে at least আমার নামটা দিও)
আজ গেলাম।পরে আরও কিছু নিয়ে আসব
আমি আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম কথাটা হচ্ছে “সারভারি” বলে কোন জিনিস নেই… এটা “সারভে” হবে। তারপরেও টিউন এর জন্য তোমাকে ধন্যবাদ। 🙂