ছোট ছোট কাজের সফট [পর্ব-০১] :: ১০০% কাজের

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

বছরের ১ম দিনে আমি আপনাদের উপহার দিয়েছিলাম কিছু শিক্ষামূলক  ফ্লাশ ফাইল, অনেকের কাছে ভাল লেগেছে আর কিছু জনের কাছে খারাপ লেগেছে আমি ছবি দিয়েছিলাম বলে তাই আজ আর কোন ছবি দিলাম না, ভাল কাজে কিছুই খারাপ টিউমেন্ট আসবে এটাই স্বাভাবিক তাই আমি কিছুই মনে করে নাই। আসলে আমি নিজেই জানি না আমার কাছে কত সফট আছে অনেক গুলো সফট আছে যা বলার বাইরে কিছুদিন আগে আমার ৫০০ জিবি হার্ডডিস্ক নস্ট হয়েছে অনেক কস্ট পেলাম তখন, তবুও নিজের প্রয়োজনীয় সফট গুলো রিকোভার করে নিলাম। তাই আমি এক এক করে ছোট সফটগুলো কে এই সফট দিয়ে একসাথে বানিয়ে রাখছি। আর এই ফাকে টেকটিউনস ও শেয়ার করছি তার কারন এই টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি, এখনো শিখছি।

তাই আজ আর কোন কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন ছোট ছোট কাজের সফট গুলো যেগুলো আমাদের কাজে প্রতিদিন লাগে।

 

DOWNLOAD করতে  ক্লিক করুন।

আশা করি সবার উপকার হবে।

আর এখানে আমি (1) দিয়েছি কারন ছোট ছোট আরো অনেক সফট আছে আমার কাছে সেগুলো কে নিয়ে আরো ২/৩ পর্ব করতে পারি।

গত বারের থেকে এই ফাইলটি আরো অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।

ইনশাআল্লাহ আগামীতে আরো ভাল করে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি সে দোয়া চাই।

পূর্বে প্রকাশিত এখানে

আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ 

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন গুলো সব সময় অসাধারন হয়, ধন্যবাদ শেয়ার করার জন্য,
বাক্তিগত প্রশ্ন, আপনার বাডি কি সেনবাগ থানা ?
আমার বাডিও সেনবাগ,

    @সেলিম মাহমুদ: ধন্যবাদ আমার টিউনগুলো পড়ার জন্য । আর হ্যাঁ আমার বাড়ি সেনবাগ থানা, আমি ছাতারপাইয়া বাজারে কম্পিউটার ট্রেনিং সেন্টার এ আছি।

আসসালা-মু-আলাইকুম।
সেলিম ভাই কেমন আছেন? আপনার পোস্ট গুলো আমি দেখি এবং অনুকরন করার চেষ্টা করি। ভাই আমার বাড়ি কাশিপুর বাজারের কাছাকাছি। ছাতারপাইয়া বাজারে আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টার এর নাম কী? সম্ভব হলে কিংবা আপত্তি না থাকলে আপনার মোবাইল নাম্বার টা দিবেন কী? বাড়িতে আসলে আপনার সাথে যোগাযোগ করব।

Level 2

হোছাইন ভাই, খুব সুন্দর হইছে। আচ্ছা এটা কি আপনার নিজের develope করা?

অনেক সুন্দর