ডাউনলোড করুন সব ধরনের Document পড়ার জন্য অসাধারন মানের ছোট্ট একটি সফটওয়ার। এখন কম্পিউটারের Reading Screen কে নিয়ন্ত্রন করুন সম্পূর্ণ নিজের মতো করে।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

বিভিন্ন প্রকার Document Format যেমন PDF, ePub, MOBI, CHM, XPS, DjVu, CBZ, CBR পড়ার জন্য আমরা আলাদা আলাদা Document Reader ব্যবহার করে থাকি। এর জন্য আমাদের পিসিতে অনেক বেশি পরিমাণে রিডার সফটওয়ার ইনস্টল করতে হয়। আমি নিজেও আগে PDF, ePub & MOBI Format পড়ার জন্য আলাদা সফটওয়ার ব্যবহার করতাম। তাছাড়া টেকটিউনে এমন অনেকেই আছে যাদের পিসির কনফিগারেশন ততোটা ভালো নয়। এতো সফটওয়ার চালানো সেই সব পিসির জন্য কষ্টকর। একারনে আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়ার নিয়ে আসলাম যেটা অন্য যেকোন সফটওয়ারের চেয়ে ছোট এবং এতে প্রায় সব ধরনের Document Format পড়া যায়। চলুন তাহলে জেনে নেই সফটওয়ারটি সম্পর্কে।

SumatraPDF

আপনি যদি Sumatra PDF এর অফিশিয়াল সাইটটি ভিজিট করেন তাহলে আপনাকে এক প্রকার হতাশ হবেনা। কারন সফটওয়ারটি সম্পর্কে সেরকম কোন ইনফোরমেশন আপনি পাবেন না। তার মানে ভাববেন না যে সফটওয়ারটির ফিচার কম। আসলে কথায় আছে খালি কলসি বাজে বেশি কিন্তু ভরা কলসি বাজে না। সফটওয়ারটি এতোটাই ভালো যে এর সম্পর্কে কিছু না বললেও এটার মাহাত্ম্য শেষ হয়ে যাবেনা। সুতরাং মাত্র 4MB সাইজের এই সফটওয়ারটি ডাউলোড করার পূর্বে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে এটার কিছু সুবিধা জেনে নিন।

  • সাপোর্টেড ফরমেট গুলো হলো- PDF, ePub, MOBI, CHM, XPS, DjVu, CBZ, CBR
  • খুবই ছোট একটি সফটওয়ার এবং লাইট ওয়েট
  • সফটওয়ারটির পোর্টেবল ভার্সন বিদ্যমান
  • পড়ার সময় টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন। একমাত্র Sumatra PDF স্ক্যান করা ইমেজ ফাইলেরও ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার পরিবর্তন করা যায়। অন্য কোন রিডারে আমার জানা মতে এভাবে করা যায় না।
  • উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট বা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলোতেও চলবে।
  • সর্বশেষ কথা হলো ব্যবহার করলে স্থায়ী ব্যবহারকারী হয়ে যাবেন। ইচ্ছে করলেও ছাড়তে পারবেন না।

ডাউনলোড

এতোকিছু জানার পর নিশ্চয় আপনাদের মাঝে ডাউনলোড করার আগ্রহ সৃষ্টি হয়েছে? তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়ারটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিন। তবে ডাউনলোড করার আগে একটি বিষয় খেয়াল রাখবেন- আপনি যদি চান সফটওয়ারটি আপনার পিসিতে ইনস্টল না করে চালিয়ে দেখবেন তাহলে পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করুন।

Downlaod SumatraPDF Installer | Size 4.34MB

Download SumatraPDF Portable | Size 3.2MB

আপনার অ্যান্ড্রোয়েড ফোনের জন্য এরকম কিছু ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।

Reading Screen Color Customization For Smoth Reading

দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে বই পড়লে স্ক্রিনের লাইটের কারনে আপনার চোখের মারাত্বক ক্ষতি হতে পারে। এ কারনে আমরা আপনার চোখকে বাঁচাতে স্ক্রিনের কালারকে একটু পরিবর্তন করবো। আমি ব্যক্তিগতভাবে কালো ব্যাকগ্রাউন্ড এবং সাদা টেক্সট পছন্দ করি। আমি এটাই করে দেখাবো। আপনার চাইলে অন্য কালারও দিতে পারবেন। চলুন শুরু করি।

প্রথমে নিচের চিত্রের মতো করে বামপাশে উপরের কর্ণারে ক্লিক করে Settings > Advanced Options এ ক্লিক করুন।

তাহলে নিচের মতো একটি নোটপ্যাড উইন্ডো চালু হবে। ভালোভাবে চিহিৃত জায়গাটি লক্ষ্য করুন। TextColor = #000000 মানে হলো লেখার কালার হবে কালো এবং BackgroundColor = #ffffff মানে হলো ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা। এখন আপনি শুধু কালার কোড গুলো পরিবর্তন করে দিন। এবং সেভ করুন।

এখন দেখুন মজা। আপনার লেখা এবং ব্যাকগ্রাউন্ড দুইটাই চেঞ্জ হয়ে গেছে।


আপনার জেনে রাখার সবিধার্থে বলছি।

কালোর জন্য কালার কোড হলো- #000000
সাদার জন্য কালার কোড হলো- #ffffff

এছাড়াও আপনি টেক্সট বা ব্যাকগ্রাউন্ডে অন্য কালার ব্যবহার করতে পারেন। বিভিন্ন কালার এবং তাদের কোড জানতে এখানে ক্লিক করুন

শেষ কথা

টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @খাঁন রোজেন: Welcome খাঁন রোজেন ভাই।

      @সানিম মাহবীর ফাহাদ: ভাইয়া!!!! আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা নেই। আমি নিয়মিত পাঠক না হওয়ায় আপনার সব টিউন আমার পরা হয়নি। তাই সাধ জাগল যে এত ভাল টিউনার এর টিউন গুলা না পরলে কেমন হয়। সবগুলা টিউন পরে তো আমার চোখ ছানাবড়া!!! এতো চমৎকার টিউনগুলা এতদিন আমার চোখে পরেনি??? আপনার সবগুলা টিউন new tab করে ওপেন করতে করতে আমার browser ই শেষ পর্যন্ত হাং করেছে!!!! অসাধারন!!!!! চালিয়ে জান……… পাশে থাকার চেস্টা করব……………

        অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার টিউনগুলোকে এভাবে কেউ দেখবে ভাবিনি। আপনারা পাশে থাকলে অবশ্যই আরো সুন্দর কিছু সব সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।

আপনি যে কী যন্ত্রণা দেন দু’দিন পরপর বুঝিনা!!! নতুন প্রোডাক্ট দেন আর পুরনো সফটওয়্যারগুলোর সাথে আমার এতদিনের ভালবাসার সম্পর্ক নষ্ট করে দ্যান…..ওগুলারে ফেলেতেও তো বুক ফাইট্টা কান্দন আহে (চরম ক্রন্দন ইমো হবে….)

**শক্ত বানানের প্রতি একটু আরেকটু নজর দেন ভাই….সামান্য ভুলও ডিজুস পোলাপানদের ভুল মেসেজ দেবে না হলে 🙁

    @নিওফাইট নিটোল: টিউমেন্টের জন্য ধন্যবাদ নিওফাইট নিটোল। আমি সব সময় বানানের দিকে যথেষ্ঠ নজর দিই। কিন্তু অসাবধানতা বসত কিছু ভুল হয়ে যেতে পারে। যদি ভুলগুলো ধরে দিতেন তাহলে সংশোধন করতে সুবিধা হতো। আমি টিউনটি দুইবার রিভিশন দিলাম কিন্তু কিছু দেখতে পেলাম না। অনুগ্রহ করে যদি ভুলগুলো বলতেন তাহলে উপকৃত হতাম।

      @সানিম মাহবীর ফাহাদ: বাঁজে > বাজে, মাহাত্ব > মাহাত্ম্য, ব্যাক্তিগত > ব্যক্তিগত, অসাবধানতা বসত > বশত, যথেষ্ঠ > যথেষ্ট
      ……..বুঝতে পারছি যে এগুলো আপনার টাইপো, কিন্তু নিয়মিত পরিচিত টিউনাররা ভুল করলে বাকিরাও ভুল বানানগুলো রপ্ত করে বসে…….আজকালকার ছেলেপেলেরা ইংলিশ নিয়ে যতটা সিরিয়াস, বাংলার ব্যাপারে ততটাই যাচ্ছেতাই মনযোগী!!!! ফেবুতে ঢুকলেই এসবের ভয়ঙ্কর রকমের নিদর্শন মেলে ভাই:(
      ধন্যবাদ আপনাকে 🙂

        @নিওফাইট নিটোল: অনেক অনেক ধন্যবাদ নিওফাইট নিটোল। আসলে ঘটনা হলো বাংলা পড়া বা লেখা হয়না ২০১০ এর পর থেকে। টেকটিউনসে না লিখলে হয়তো এতোটাও চর্চা থাকতো না। আর হাতে লেখা আর টাইপ করা দুইটাতে সামান্য পার্থক্য আছে। হাতে লিখতে গেলে ভুলগুলো সহজে ধরা পড়ে। কিন্তু টাইপ করতে গেলে সহজে চোখে পড়ে না। তাছাড়া কিছু শব্দ আছে যেগুলোর বানান সত্যিকার অর্থেই মাঝে মাঝে ভুলে যাই। আপনি যে ভুলগুলো ধরেছেন সেগুলো একজন টিউনারের জন্য মারাত্বক ভুল। কারন আমি মনে করি একটি টিউন কেবল একটি বিষয়ে বর্ণনা নয়, এটি একটি প্রবন্ধ। সামনের দিনগুলোতে অবশ্যই শুদ্ধ বানানে টিউন করার প্রতি মনযোগী হবো। কিন্তু তারপরেও যদি মানবিক দুর্বলতা বশত কিছু ভুলক্রুটি পেয়ে যান তাহলে সঙ্কোচ না করে আমাকে জানাতে ভুলবেন না। কারন আপনার একটুখানি পরামর্শ আমাকে অনেকখানি পরিশোধিত হতে সাহায্য করবে। আপনার সুন্দর টিউমেন্টের জন্য আবারও ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে টিউনের জন্য। 🙂 অনেক সাজিয়ে গুছিয়ে টিউন করেছেন। তবে, আমি সাধারণত পিডিএফ পড়ার কাজে ব্যাবহার করি ফক্সিট রিডার। এটা কেমন মনে হয় আপনার কাছে?

এই সফট টি আগে থেকেই ইউস করি । ভাল লাগে ।
তবে Reading Screen Color Customization For Smoth Reading এই টিপসটি জানতাম না । থ্যাংকস । web design এ যে কালার কোড গুলো ব্যবহার করি আর এখানের কোড গুলো কি একই ?

    @নীলোৎপল বেদী: জি ভাইজান। ওয়েব ডিসাইন এর কালার কোড বলেন আর যাই বলেন, উক্ত কালার কোডই সব জাইগায় ব্যবহার করতে পারবেন। কালার কোড সবই এক।